মাছের মায়োটম পেশির ভূমিকা | Rlearn
মায়োটম পেশির ভূমিকা: মাছের মেরুদন্ডের দুপাশে ল্যাজ অবধি ‘V’ আকৃতির মায়োটোম পেশি অবস্থান করে। এই পেশির তরঙ্গায়িত সংকোচনের দ্বারা মস্তক থেকে ল্যাজ অবধি পর্যায়ক্রমিক ঘাতের সৃষ্টি হয়। দুই পাশে পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলে মেরুদন্ড বেঁকে যায় ও আন্দোলিত হয়। এরফলে মাছ সামনের দিকে এগিয়ে যায়।