Monthly archives: January, 2024

ভারতে জাতীয়তাবাদী চেতনার ইউরোপীয় প্রেক্ষিত

প্রশ্ন : বিংশ শতাব্দীর ভারতে জাতীয়তাবাদী চেতনার ইউরোপীয় প্রেক্ষিত কী ছিল? [ Madhyamik 16, 14, 11] উত্তর : জাতীয়তাবাদী চেতনার ইউরোপীয় প্রেক্ষিত : ইউরোপ ও বহির্বিশ্বের নানা ঘটনাবলি ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল। যথা— আমেরিকার বিপ্লব : ১৭৭৫ খ্রিস্টাব্দে আমেরিকার ১৩টি উপনিবেশ ইংল্যান্ডের অধীনতাপাশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা ঘোষণা করে। আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র ভারতীয়দের উজ্জীবিত করেছিল। …

দেশীয় রাজ্যসমূহের ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার প্যাটেলের ভূমিকা

দেশীয় রাজ্যসমূহের ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার প্যাটেলের কী ভূমিকা ছিল? * ভূমিকা : ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল নিজের চারিত্রিক দৃঢ়তা ও কূটনৈতিক বিচক্ষণতাকে কাজে লাগিয়ে দুটি পর্যায়ে শতাধিক দেশীয় রাজ্যকে ভারতভুক্ত করেন। দেশীয় রাজ্যসমূহের ভারতভুক্তির ক্ষেত্রে সর্দার প্যাটেলের ভূমিকা: স্বরাষ্ট্রমন্ত্রকে প্যাটেল : ১৯৪৭ খ্রিস্টাব্দের ২৭ জুন সর্দার প্যাটেল State Department- এর অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেন …

আলো : মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশান

আলো অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আলো অধ্যায়ের সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন 1. একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনততলে আপতিত হয়ে যথাক্রমে r ও v প্রতিসরন কোণ উৎপন্ন করলে নীচের কোনটি সঠিক ? [MP-20] (a) r = v (b) r = 1/v (c) r > …

পরিমাপ : নবম শ্রেণী

নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর প্রশ্নঃ ওজনের বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত 5 : 2 : 2 : 1 রাখা হয় কেন ? উত্তর- ওজন বাক্সের বাটখারাগুলি 5 : 2 : 2 :1 ভরের অনুপাতে রাখলে কোনো নির্দিষ্ট ব্যবধানে ছোটো থেকে বড়ো মানের যে কোনো ভর সবচেয়ে কম সংখ্যক বাটখারার সাহায্যে নির্ণয় করা যায় | বিভিন্ন ভর …

নকশাল আন্দোলন : ১৯৬৭

পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলন পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার এক ছোট্ট গ্রাম নকশালবাড়ি থেকে নকশাল আন্দোলনের নামকরণ হয়। ১৯৬৭ সালে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) বা সিপিআই(এম)-এর এক অংশের নেতৃত্বে এই নকশালবাড়ি গ্রাম থেকেই শুরু হয় এক হিংসাত্মক কৃষক আন্দোলনের। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন চারু মজুমদার, কানু সান্যাল, জঙ্গল সাঁওতাল প্রমুখ। এই আন্দোলনের প্রতিপাদ্য ছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ভূমিহীন …

সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা

ভূমিকা: ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে সশস্ত্র বিপ্লবী আন্দোলন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রসমাজ বিশিষ্ট ভূমিকা পালন করে। বিপ্লবীদের স্মৃতিকথা, সমসাময়িক ঐতিহাসিক বিবরণী বা সরকারি প্রতিবেদন থেকে বিপ্লবী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণের কথা জানা যায়। সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্রদের ভূমিকা : বিপ্লবী দলসমূহ: বঙ্গভঙ্গ আন্দোলনের আগে এবং পরে বাংলায় কয়েকটি গুপ্ত সমিতি গড়ে ওঠে। …

নীল বিদ্রোহের কারণ , বৈশিষ্ট্য ও গুরুত্ব : মাধ্যমিক ইতিহাস সাজেশান

মাধ্যমিক ইতিহাস রচনাধর্মী প্রশ্ন : ভূমিকা : আঠারো শতকে ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়। ফলে সেখানে বস্ত্র শিল্পের প্রয়োজনে নীলের চাহিদা বাড়ে। ১৮৩৩ সালে সনদ আইন এর ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হলে কোম্পানির কর্মচারিরা ব্যক্তিগতভাবে নীল চাষে নেমে পড়ে। অধিক মুনাফার আশায় এইসব কর্মচারীরা নীল চাষীদের উপর সীমাহীন শোষণ ও অত্যাচার শুরু …

মাধ্যমিক ভূগোল সাজেশান 2024

রচনাধর্মী প্রশ্ন : মান-5 1. হিমবাহ অথবা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের চিত্রসহ বর্ণনা |***** 2. জোয়ার-ভাটা সৃষ্টির কারণ | 3. ভূমধ্যসাগরীয় জলবায়ুর কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করো | 4. পশ্চিম ভারতে তথা মুম্বাই-আমেদাবাদ অঞ্চলে কার্পাস বস্ত্রবয়ন শিল্প উন্নতির কারণ লেখো |****** 5. সমুদ্রস্রোতের পাঁচটি প্রভাব লেখো | 6. কফি, চা, ইক্ষু, উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা …

তাপের ঘটনাসমূহ : মাধ্যমিক ভৌতবিজ্ঞান

মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশান তাপের ঘটনাসমূহ অধ্যায়ের সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন এবং তার উত্তর (MCQ s and Answers on Thermal Phenomena Chapter 4 ) 1. নীচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে ? (a) উষ্ণতা (b) দৈর্ঘ্য (c) উপাদানের প্রকৃতি (d) প্রস্থচ্ছেদ [ MP 2017 ] Ans. (c) উপাদানের প্রকৃতি | 2. কোনো কঠিনের রৈখিক প্রসারণ …

চলতড়িৎ অধ্যায় : মাধ্যমিক ভৌতবিজ্ঞান

Electric Current Chapter Physical Science Class 10 1. কোনও পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 C আধান প্রবাহিত হলে, তড়িৎ প্রবাহমাত্রা হল- [MP-22] (a) 6 অ্যাম্পিয়ার b) 0.1 অ্যাম্পিয়ার (c) 24 অ্যাম্পিয়ার (d) 10 অ্যাম্পিয়ার উঃ- 0.1 অ্যাম্পিয়ার। 2. পরিবাহীর রোধ (R) ও পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় (t) অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ (H) ও …

Rlearn Education