ভৌমজলের কার্য : অংশের গুরুত্বপূর্ণ তথ্য একনজরে

উচ্চমাধ্যমিক ভূগোল | HS Gegraphy

ভৌমজলের কার্য : উচ্চমাধ্যমিক ভূগোল | HS Gegraphy

1) জলের চাপ, অভিকর্ষজ টান, প্রভৃতির উপর ভৌমজলের চলন নির্ভর করে।

2) পৃথিবীজুড়ে জলের ভারসাম্য বজায় থাকে জলচক্রের মাধ্যমে। জলচক্রের প্রধান অংশ হল সমুদ্র।

3) মৃত্তিকার কনাগুলির মধ্যে শূন্যস্থান বা রঞ্জগুলিকে সচ্ছিদ্রতা বলে। এটি উদ্ভিদের বিকাশে সহায়ক।

4) শিলা বা মৃত্তিকার মধ্যে জল প্রবেশের ক্ষমতাকে প্রবেশ্যতা বলে।

5) ভূঅভ্যন্তরীণ যে শিলাস্তর জল শোষণ ও সরবরাহে অক্ষম তাকে বলে অপ্রবেশ্য স্তর। (সংসদ মডেল প্রশ্ন)

6) সচ্ছিদ্র না হলেও প্রবেশ এরকম কিছু শিলার উদাহরণ হল কোয়ার্টজাইট, গ্রানাইট ।

7) ভূমির গঠন,ভূমির ঢাল, শিলার প্রবেশ্যতা, বৃষ্টিপাত, উদ্ভিদের অবস্থান প্রভৃতি ভৌম জলের নিয়ন্ত্রক |

8) ভৌমজলের মূল উৎস হল আবহিক জল বা মিটিওরিক জল (Meteoric water)। (সংসদ মডেল প্রশ্ন)

9) পাললিক শিলা গঠনের সময় কখনো- কখনো জল তার মধ্যে আবদ্ধ জলকে বলে সহজাত জল [HS-2016]

10) উৎস্যন্দ জল অতি গভীরে সৃষ্টি হলে তাকে বলে প্লুটনিক জল । (সংসদ মডেল প্রশ্ন, HS-2022)

11) ভাদোস কথার অর্থ অগভীর স্তর। ফ্রিয়েটিক কথার অর্থ কৃত্রিম কূপ।

12) মৃত্তিকা কণার গায়ে আবদ্ধ জলকে কৈশিক জল (মাধ্যাকর্ষণের বিপরীতে চলে) এবং এই স্তরকে কৈশিক স্তর বলে।

13) Piezometer দিয়ে ভৌমজলের উচ্চতা মাপা হয়।
14. অভিকর্ষটানের থেকে পৃষ্ঠটান বেশি হলে ভৌম জলপীঠ থেকে জল উপরে উঠে আসলে তাকে কৈশিক জল বলে |
15. ভূপৃষ্ঠ থেকে ফ্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলে ভাডোস স্তর[HS-2018]
16. ভূ-অভ্যন্তরে শিলা ও মাটির যে অংশ জল দ্বারা সম্পৃক্ত থাকে তাকে বলে ফ্রিয়েটিক স্তর(মডেল প্রশ্ন)
17. যে স্তরের মধ্যে দিয়ে জল সম্পৃক্ত স্তরে পৌঁছে তাকে বলে ভাদোস স্তর(সংসদ মডেল প্রশ্ন)
18. ভাদোস স্তরের মধ্যে দিয়ে যে জল প্রবাহিত হয় তাকে বলে ভাদোস জল (সংসদ মডেল প্রশ্ন)
19. অসম্পৃক্ত স্তরের নিম্নগামী জলকে বলে – ভাদোস জল(সংসদ মডেল প্রশ্ন)
20.ভৌমজলের উপর প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে বাহিত জলকে বলে ভাদোস জল(সংসদ মডেল প্রশ্ন)
21. যে স্তরে শুষ্ক ঋতুতে জল থাকে না,কেবলমাত্র বর্ষাকালে জল থাকে,তাকে বলে-সাময়িক সম্পৃক্ত স্তর
22. ভৌমজলস্তরের নিচে যে স্তর থেকে সব ঋতুতে জল পাওয়া যায়,তাকে বলে স্থায়ী সম্পৃক্ত স্তর[HS-2017,2022]
23. ভূ-অভ্যন্তরে ভৌমজলের উপর পৃষ্ঠ বরাবর যে রেখা পাওয়া যায়, তাকে ভৌম জলতল (ভৌম জলপৃষ্ঠ) বলে।
24. ভৌম জলতলের অপর নাম হল পিজোমেট্রিক পৃষ্ঠ
25. ভূ-অভ্যন্তরে প্রবেশ্য শিলা আবদ্ধ জলকে বলে অ্যাকুইফার(সংসদ মডেল প্রশ্ন)
26. ভূ-অভ্যন্তরে প্রবেশ্য শিলাস্তরে অবস্থিত জলবাহী স্তরকে অ্যাকুইফার বলে। [HS-2019]
27. দুটি অপ্রবেশ্য শিলার মাঝখানে প্রবেশ্য শিলা অবস্থান করলে আবদ্ধ অ্যাকুইফার তৈরি হয়। (মডেল প্রশ্ন)
28. চামচের মতো দেখতে জলবাহী স্তরকে পার্চড অ্যাকুইফার বলে।
29. স্বল্প প্রবেশ্যতা যুক্ত ভৌমজল পরিবহনে অক্ষম শিলাস্তরকে বলে অ্যাকুইফ্লুড(সংসদ মডেল প্রশ্ন)
30. বেলে মাটি এবং দোআঁশ মাটিতে গঠিত ধীরগতিসম্পন্ন জলবাহী স্তরকে অ্যাকুইটার্ড বলে।
31. যে শিলাস্তর জল ধরে রাখতে বা পরিবাহিত করতে সমর্থ নয়, তাকে বলে অ্যাকুইফিউজ[HS-2023]
32. ভূ-অভ্যন্তরের যে শিলাস্তর জলশোষণ ও সরবরাহে অক্ষম (ছিদ্রযুক্ত না) তাকে কী স্তর বলে? (মডেল প্রশ্ন)
33. অ্যাকুইফিউজ স্তরের একটি উদাহরণ হল গ্রানাইট। (সংসদ মডেল প্রশ্ন)
34. স্বাভাবিক উদকচাপে ভৌমজলের ভূপৃষ্ঠে নির্গমনকে কী বলে ? (উত্তর- প্রস্রবণ)
(সংসদ মডেল প্রশ্ন)
35. ভারতে প্রস্রবণরেখা দেখা যায় দেরাদুনে। ক্ষুদ্র প্রস্রবণকে বলে ফ্রন্টেনলি(সংসদ মডেল প্রশ্ন)
36. উষ্ণ প্রস্রবণ আগ্নেয়গিরি অঞ্চলে বেশি দেখা যায়। গিজারের অর্থ-প্রবল বেগে বেরিয়ে আসা।
37. পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে উষ্ণ প্রস্রবণ আছে। আমেরিকার ওল্ড ফেথফুল একটি বিখ্যাত গিজার।
38. উষ্ণ প্রস্রবনের জল ও বাষ্প নিয়মিত কিছুক্ষণ পরপর প্রবল বেগে, সশব্দে বেরিয়ে এলে গিজার বলে। [HS-2018,2022]
39. খনিজ প্রস্রবণকে কেন্দ্র করে স্বাস্থ্য নিবাস শহর গড়ে ওঠে। ইংল্যান্ডের ‘স্পা টাউন’ একটি স্বাস্থ্য নিবাস শহর ৷
40. ভ্যক্লুসিয়ান প্রস্রবণ চুনাপাথর শিলায় গঠিত। ভ্যক্লুসিয়ান প্রস্রবণ একটি দ্রবন প্রস্রবণ।
41. ফ্রান্সের ফন্টেন দ্যা ভ্যাক্কুস থেকে ভ্যক্লুসিয়ান প্রস্রবনের নামকরণ হয়। বক্রেশ্বরে খনিজ প্রস্রবণ দেখা যায় ।
42. আর্তেজীয় কূপ কী ধরনের শিলাস্তরে দেখা যায় ? [HS-2015] (উত্তর- ভাঁজপ্রাপ্ত শিলাস্তরে)
43. ফ্রান্সের আতোয়া প্রদেশে প্রথম আর্তেজীয় কূপ খনন করা হয়েছিল। ভারতে পন্ডিচেরিতে আর্তেজীয় কূপ আছে।
44. যে রেখা বরাবর অনেকগুলি প্রস্রবণ অবস্থান করে তাকে প্রস্রবণ রেখা বলে ।
45. দেরাদুনের সহস্রধারা হল শীতল প্রস্রবণের উদাহরণ।
46. কোন ডাইক প্রবেশ্য শিলাস্তর ভেদ করে উপরে উঠলে সংযোগস্থলে সৃষ্ট প্রস্রবণকে ডাইক প্রস্রবণ বলে।
47. হিমাচলপ্রদেশের মণিকরণের উষ্ণ প্রস্রবণটি হল চ্যুতি প্রস্রবণ। (সংসদ মডেল প্রশ্ন)
48. ভৌমজল যখন ভূপৃষ্ঠ থেকে অতি ধীরে ধীরে চুঁইয়ে বের হয় তাকে ভৌমজলের ক্ষরণ বলা হয়।

Higher Secondary Geography Suggestion| West Bengal higher Secondary Geography | Geography Suggestion |Class Twelve Geography Suggestion

Rlearn Education