‘মুক্তদ্বার নীতি’ (Open Door Policy) কী?

‘মুক্তদ্বার নীতি’ বা ‘উন্মুক্তদ্বার নীতি’

চিনে বাণিজ্যিক আধিপত্য গড়ে তোলার লক্ষ্যে মার্কিন বিদেশ সচিব জন হে ১৮৯৯ খ্রিস্টাব্দে ‘মুক্তদ্বার নীতি’ বা ‘উন্মুক্তদ্বার নীতি’ ঘোষণা করেন।

এই নীতিতে বলা হয়, চিন সমস্ত দেশের কাছেই সমান, তাই চিনে সমস্ত বৈদেশিক রাষ্ট্র সমান বাণিজ্যিক অধিকার ভোগ করবে এবং সমস্ত দেশে একটি নির্দিষ্ট হারে পোত ও বাণিজ্য শুল্ক ধার্য হবে।

মুক্তদ্বার নীতি: মার্কিন পররাষ্ট্র সচিব জন হে ১৮৯৯ খ্রিস্টাব্দে তাঁর বিখ্যাত মুক্তদ্বার নীতি (Open Door Policy) চিনে প্রয়ােগ করার কথা ঘােষণা করেন। এই প্রস্তাব সংবলিত পত্র চিন দখলকারী রাষ্ট্রগুলির রাজধানী শহরে অর্থাৎ লন্ডন, প্যারিস, বার্লিন, সেন্ট পিটার্সবার্গ, রােম ও টোকিও-তে পাঠিয়ে দেওয়া হয়। বলাবাহুল্য রাশিয়া ছাড়া চিনে বাণিজ্যে লিপ্ত অন্যান্য দেশগুলি এই মুক্তদ্বার নীতি গ্রহণ করে। চিনে বক্সার বিদ্রোহ (১৯০০ খ্রি.) শুরু হলে মাধঞ্চরিয়ার রেলপথ রক্ষার অজুহাতে রুশ সেনাদল চিনে। প্রবেশ করে এবং চিন সরকার সেই বিদ্রোহ দমনে ব্যস্ত হয়ে পড়ে। এই সময় রাশিয়া সমস্ত মাঞ্চুরিয়া অঞ্চল দখল করে নেয়। তাই জাপান রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ (১৯০৪-০৫ খ্রি.) ঘােষণা করে। এই যুদ্ধে রাশিয়া পরাজিত হয় এবং জাপানের সঙ্গে পাের্টসমাউথের সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। এই সন্ধির ফলে জাপান পুনরায় মাঞ্চুরিয়ার লিয়াওটুং উপদ্বীপ লাভ করে।

Rlearn Education