ভারতীয় রেল সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

Some important questions and answers related to Indian Railways
|General knowledge

1. প্রস্থ ও চওড়ার দিক থেকে চার প্রকার রেল লাইন —
➝ ব্রডগেজ – 5 ফুট 6 ইঞ্চি বা 1.676 মিটার
➝ মিটারগেজ – 3 ফুট 3 ইঞ্চি বা 1 মিটার
➝ ন্যারোগেজ – 2 ফুট 6 ইঞ্চি বা 0.762 মিটার
➝ স্পেশাল গেজ – 2.031 ফুট 6 বা 0.61 মিটার

2. ভারতে প্রথম রেলপথ প্রস্তাবনা হয় কত সালে ? —
➝ 1832 সালে

3. ভারতের প্রথম রেলযাত্রা কবে হয় ? —
➝ 1853 সালের 16ই এপ্রিল । লর্ড ডালহৌসির আমলে 34 কিমি পথ যাওয়া হয় 400 জন যাত্রী নিয়ে ।

4. ভারতীয় রেলের হেড কোয়ার্টার কোথায় ? —
➝ নিউ দিল্লি

5. প্রথম রেলওয়ে ব্রীজ কতসালে করা হয় ? —
➝ 1854 সালে মুম্বাই-থানে রুটে ‘ধাপুরিয়া ভায়াডাক্ট’ ব্রীজ

6. রেলওয়ে বোর্ড গঠিত হয় কত সালে ? —
➝ 1905 সালে

7. স্বাধীন ভারতের প্রথম পূর্ণ রেলমন্ত্রী কে ছিলেন ? —
➝ জন মাথাই

8. প্রথম রেলওয়ে টানেল কোথায় হয় ? —
➝ মুম্বাইয়ের পার্সিক টানেল

9. প্রথম পাতাল রেল কত সালে শুরু হয় ? —
➝ 24শে অক্টোবর , 1984 সালে কোলকাতা মেট্রো

10. প্রথম কম্পিউটারাইজড সংরক্ষণ কবে কোথায় শুরু হয় ? —
➝ 1926 সালে নিউ দিল্লীতে

11. প্রথম বৈদুতিন ট্রেন কত সালে কোথায় শুরু হয় ? —
➝ 1925 সালের 3রা ফেব্রুয়ারি । বোম্বের ভিক্টোরিয়া টারমিনাস থেকে কুরলা পর্যন্ত (9.5 মাইল)

12. ভারত তথা পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি ? —
➝ উত্তরপ্রদেশের গোরক্ষপুর (1366.3 মিটার)

13. ভারতের “দীর্ঘতম নামের” স্টেশনের নাম কি ? —
➝ ভেঙ্কটনরশিমারাজুভারিপেটা , চেন্নাইয়ের নিকটবর্তী ষ্টেশন

14. ভারতের বৃহত্তম রেলওয়ে ইয়ার্ড —
➝ মুঘলসরাই (উত্তরপ্রদেশ)

15. ভারতের বৃহত্তম রেলওয়ে ক্রসিং —
➝ ইটারসি (মধ্যপ্রদেশ)

16. ভারতের বৃহত্তম রেলওয়ে সেতু —
➝ ভেম্বানাদ (কেরল)

17. ভারতের বৃহত্তম ডায়মন্ড ক্রসিং —
➝ নাগপুর (মহারাষ্ট্র)

18. ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন (ন্যারোগেজ) —
➝ ঘুম (2257 মি., দার্জিলিং)

19. ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশন (ব্রডগেজ) —
➝ কাজিগুন্দ (1722 মি., কাশ্মীর)

20. ভারতের প্রথম রেল ডাক সেবা চালু হয় —
➝ 1907 সালে

21. ভারতীয় রেলে শৌচাগার ব্যবস্থা কত সালে চালু হয় ? —
➝ 1891 সালে (প্রথম শ্রেনী), 1907 সালে (অন্যান্য শ্রেনী)

22. সর্বাধিক দুরত্ব অতিক্রম করে কোন ট্রেন ? —
➝ বিবেক এক্সপ্রেস (4273 কিমি), ডিব্রুগড় থেকে কন্যাকুমারী

23. ভারতের প্রথম মহিলা রেল ড্রাইভার —
➝ সুরেখা যাদব

24. ভারতের প্রথম মনোরেল কবে চালু হয় ? —
➝ 2014 সালে 2রা ফেব্রুয়ারি মুম্বাইয়ে

25. ভারত ও পাকিস্থানের মধ্যে চলাচল করে —
➝ সমঝোতা এক্সপ্রেস

26. ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করে —
➝ মৈত্রী এক্সপ্রেস

27. ভারতের প্রথম রেল জাদুঘর —
➝ নিউ দিল্লি

28. ইন্ডিয়ান রেলওয়ে ইন্সিটিউট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং অবস্থিত —
➝ পুনেতে

29. সিগন্যাল ইন্সিটিউট অ্যান্ড টেলিকমিউনিকেশান ইন্সিটিউট অবস্থিত —
➝ সেকেন্দ্রাবাদে

30. ইন্ডিয়ান রেলওয়ে ইন্সিটিউট অফ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অবস্থিত —
➝ নাসিকে

31. ইন্ডিয়ান রেলওয়ে ইন্সিটিউট অফ মেকানিক্যাল অ্যান্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অবস্থিত —
➝ জামালপুরে|

Gk for SSC| West Bengal Police Gk|PSC Gk | Food Gk | Railway Exam Gk | West Bengal Police Exam Gk| General knowledge Practice| Kp gk|West Bengal PSC SSC exam Gk

TELEGRAM LINK

Rlearn Education