বর্জ্য ব্যবস্থাপনায় 4R-এর গুরুত্ব|Importance of 4R’s in Waste Management

Madhyamik Geography Suggestion

মাধ্যমিক ভূগোল : বর্জ্য ব্যবস্থাপনায় 4R-এর গুরুত্ব

মূলত চারটি প্রক্রিয়ার মাধ্যমে বর্জ্যের ব্যবস্থাপনা সম্পাদন করা হয়। এইগুলি হল— Reduce , Reuse, Rcycle এবং Refuse | এই চারটি পদ্ধতিকে একত্রে ‘4R’ বলে ।

(a) বর্জ্যের পরিমাণগত হ্রাস (Reduce):

✧ বর্জ্য ব্যবস্থাপনার এটি হল প্রথম পদক্ষেপ|

এই ব্যবস্থার গুরুত্ব হল—

(i) এই পদ্ধতির মাধ্যমে সম্পদের অপচয় হ্রাস পায়।
(ii) মানুষের পরিবেশ সচেতনতা বাড়ে।
(iii) দ্রব্য ব্যবহারে যত্ন বাড়ে, ফলে তার সম্পদের স্থায়িত্বকাল বৃদ্ধি পায় |

(b) পুনর্ব্যবহার (Reuse):

কোনো পরিবর্তন ছাড়াই বর্জ্য পদার্থের ব্যবহারকে বলে পুনর্ব্যবহার।

এই ব্যবস্থার প্রয়োজনীয়তা হল—

(i) এই পদ্ধতিতে বর্জ্যের পরিমাণ উল্লেখযোগ্য ভাবে হ্রাস পায়।
(ii) পরিবেশ দূষণের মাত্রা হ্রাস পায় |
(iii) সম্পদের অপচয় হ্রাস পায় |


(c) পুনর্নবীকরণ (Recycle):

বর্জ্য পদার্থগুলি থেকে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পুনরায় প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকে
পুনর্নবীকরণ বলে |

এই ব্যবস্থার গুরুত্ব হল —
(i) পরিবেশকে দূষণমুক্ত করার এটি অন্যতম সেরা পদক্ষেপ |
(ii) এর মাধ্যমে নতুন সৃষ্টিশীল কাজে মানুষ উৎসাহিত হয়।
(iii) দ্রব্যের অপচয় হ্রাস পায় |

(d) প্রত্যাখ্যান ( Refuse):

এই পদ্ধতিতে পরিবেশবান্ধব নয়, এমন দ্রব্যকে মানুষ পরিত্যাগ করে। এর মাধ্যমে মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পায় | পরিবেশবান্ধব এই পদক্ষেপ অত্যন্ত সুদূরপ্রসারী হয়।

এই ব্যবস্থার গুরুত্ব হল—

(i) এর মাধ্যমে মানুষের পরিবেশ সচেতনতা বৃদ্ধি পায়।
(ii) পরিবেশবান্ধব দ্রব্যের প্রতি মানুষের আগ্রহ বৃদ্ধি পায়।
(iii) সর্বোপরি, পরিবেশ দূষণ হ্রাস পায় ।

আরও দেখুন : বর্জ্য ব্যবস্থাপনায় 3 R পদ্ধতি

Rlearn Education