আলোচ্য বিষয় :
- আয়োনাইজেশন শক্তি বা আয়নীভবন বা আয়নন বিভব |
- তড়িৎ ঋনাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি |
মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশান
✶✶✶✶ প্রশ্ন : আয়োনাইজেশন শক্তি বা আয়নীভবন বা আয়নন বিভব কাকে বলে ? পর্যায় ও শ্রেণি বরাবর এটি কীভাবে পরিবর্তিত হয় ?
উত্তর : আয়োনাইজেশন শক্তি বা আয়নীভবন বা আয়নন বিভব : গ্যাসীয় অবস্থায় থাকা কোনো মৌলের কোনো প্রশম এবং বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তিস্তরে থাকে তখন পরমাণুটির সবচেয়ে বাইরের কক্ষের সবচেয়ে আলগা ভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষেত্র থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে, পরমাণুটিকে একক চার্জযুক্ত ধনাত্মক আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই পরমাণুর আয়নীভবন বিভব বলে ।
পর্যায় ও শ্রেণি বরাবর পরিবর্তন :
i) কোনো পর্যায়ে বামদিক থেকে ডানদিকে গেলে মৌলের আয়নন বিভব বৃদ্ধি পায় |
ii) কোনো শ্রেণির উপর থেকে নীচের দিকে গেলে আয়নীভবন এর মান হ্রাস পেতে থাকে |
✶✶✶ প্রশ্ন : তড়িৎ-ঋনাত্মকতা কাকে বলে ? পর্যায় ও শ্রেণি বরাবর এটি কিভাবে পরিবর্তিত হয় ?
উত্তর : তড়িৎ ঋনাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি : সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের পরমাণুর ওই বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা প্রবণতাকে ওই মৌলের তড়িৎ-ঋণাত্মকতা বলে। সবচেয়ে তড়িৎ-ঋণাত্মক মৌল ফ্লুরিন (F)।
পর্যায় ও শ্রেণি বরাবর পরিবর্তন : তড়িৎ-ঋণাত্মকতা মৌলের একটি পর্যাবৃত্ত ধর্ম।
i) পর্যায় বরাবর পরিবর্তন : পর্যায়-সারণির কোনো পর্যায়ে বামদিক থেকে ডানদিকে গেলে মৌলগুলির তড়িৎ-ঋণাত্মকতা ক্রমশ বাড়তে
থাকে।
ii) শ্রেণি বরাবর পরিবর্তন: পর্যায় সারণির কোনো শ্রেণি বরাবর উপর থেকে নীচে নামলে মৌলগুলির তড়িৎ-ঋণাত্মকতা ক্রমশ কমতে থাকে।
প্রশ্ন : তড়িৎ ঋনাত্মকতার ক্রমানুসারে সাজাও : O, Te , Se , S
উত্তর : Te < se < S < O
প্রশ্ন : সর্বোচ্চ আয়নন শক্তিসম্পন্ন মৌলের নাম লেখো |
উত্তর : হিলিয়াম (He) |
প্রশ্ন : সর্বাধিক তড়িৎ ঋনাত্মক মৌল কি ? MP 2016 ,MP 2018
উত্তর : ফ্লুরিন (F) |
প্রশ্ন : তীব্রতম তড়িৎ ধনাত্মক ধর্মী মৌল কি ?
উত্তর : সিজিয়াম (Cs) |
প্রশ্ন : Li , Rb , K এবং Na কে আয়নাইজেশান শক্তির উর্দ্ধক্রমে সাজাও | মাধ্যমিক 2018
উত্তর : Rb < K < Na < Li
প্রশ্ন : Li , Be , B , N কে তড়িৎ ঋনাত্মকতার ক্রম অনুসারে সাজাও |
উত্তর : Li < Be < B < N
প্রশ্ন : Cl , Br , I , F – হ্যালোজেন মৌলগুলিকে আয়নাইজেশন শক্তির ক্রম অনুসারে সাজাও |
উত্তর : F > Cl > Br > I