আইন অমান্য আন্দোলনে নারী আন্দোলনের ভূমিকা

Question: আইন অমান্য আন্দোলনে নারী আন্দোলন ভূমিকা কী লেখো।

উত্তর :

ভূমিকা :

ভারতবর্ষের জাতীয় আন্দোলনের ইতিহাসে আইন-অমান্য আন্দোলন বিশেষ গুরুত্ব পায়, কারণ নারীরা এই আন্দোলনে অংশগ্রহণ করে। ভারতের নারীসমাজ দেশ সেবাকে ধর্মীয় কর্তব্য হিসেবে মনে করত। নারীরা। গান্ধিজির কাছে নিরাপদ থাকবে—এই ধারায় অভিভাবকদের ইচ্ছায় তারা আইন অমান্য আন্দোলনে যোগদান করে।

ডাণ্ডি অভিযানে অংশগ্রহণ :

গান্ধিজি ডাণ্ডি অভিযানে নারীদের অন্তর্ভুক্ত করতে চাননি, কারণ ডাণ্ডি অভিযানের পথ ছিল সুদীর্ঘ, নারীদের কাছে তা ছিল বিপজ্জনক ও কষ্টকর। তাই গান্ধিজি ডাণ্ডি যাত্রাকালে যে সমস্ত স্থানে সভা করেছিলেন, সেইসব সভায় হাজার হাজার নারীরা যোগদান করেন।

আইন অমান্য আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ :

গান্ধিজি পরিচালিত আইন অমান্য আন্দোলনে হাজার হাজার নারী বেআইনি লবণ সত্যাগ্রহ কর্মসূচিতে অংশ নেন। নিম্নলিখিত ভাবে আইন অমান্য আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা যায়।


(i) বহু নারী বিদেশি কাপড় দোকানের সামনে পিকেটিং-এ অংশ নেন।
(ii) বোম্বাই-এ নারীরা সংগঠিতভাবে আইন অমান্য আন্দোলন পরিচালনা করেছিল।
(iii) বাংলায় যে সমস্ত নারী আইন অমান্য আন্দোলনে যোগ দেন, তাঁরা ছিলেন উগ্র স্বভাবের।
(iv) মাদ্রাজের আন্দোলনে নারীদের অংশগ্রহণ ছিল সব থেকে কম।
(v) শুধুমাত্র দিল্লিতে ১৬০০ জন নারী আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন।
(vi) মহিলা রাষ্ট্রীয় সংঘ বাংলার জেলায় জেলায় গড়ে ওঠে।
(vii) নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় কলকাতায়।
(viii) মুসলিম নারীরা অংশগ্রহণ করেন।
(ix) ছাত্রী সংঘ প্রতিষ্ঠিত।

আন্দোলনের নেতৃত্ব:

আইন অমান্য আন্দোলনকে পরিপূর্ণতা দিতে নারী নেতৃত্বের প্রচেষ্টা অন্ত ছিল না। গান্ধি পত্নী কস্তুরবা ছাড়াও কমলা নেহরু, স্বরূপরানি নেহরু, সরোজিনী নাইডু, বাসন্তী দেবী, ঊর্মিলা দেবী, লীলা নাগ, সরলা দেবী প্রমুখ নারী যোগদান করেন।

উপসংহার:

আইন অমান্য আন্দোলনের পূর্বে আর কোনো আন্দোলনে এত ব্যাপক সংখ্যক নারী অংশগ্রহণ করেনি, যে কারণে এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়। তা ছাড়া এই আন্দোলনে রাজনৈতিক ও সাংগাঠনিক শক্তি অনেক গুণ বৃদ্ধি পায়, যার জন্য শ্রমিক, কৃষক, পুঁজিপতি সবাই এর দ্বারা প্রভাবিত হয়েছিল। শুধু তাই নয় পরবর্তী আন্দোলনকে উৎসাহিত করেছিল।

Rlearn Education