বাংলার নবজাগরণের ওপর একটি নিবন্ধ

বাংলার নবজাগরণের ওপর একটি নিবন্ধ | মাধ্যমিক ইতিহাস

বাংলার নবজাগরণের ওপর একটি নিবন্ধ লেখো।[ মাধ্যমিক – 2023] অথবা,

ঊনবিংশ শতকের বাংলা নবজাগরণ নিয়ে ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো।

উত্তর :

ভূমিকা : ‘নবজাগরণ’ শব্দটির অর্থ হল নবজন্ম বা পুনর্জন্ম বা Rebairth। ভারতবর্ষে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার পাশাপাশি পাশ্চাত্য শিক্ষার সঙ্গে যোগাযোগের ফলে উনিশ শতকের বাংলায় চিন্তা ও সাংস্কৃতিক জগতে যে সুদূরপ্রসারী পরিবর্তন দেখা দিয়েছিল তাকে অনেক ঐতিহাসিক নবজাগরণের সঙ্গে তুলনা করেছেন। যেমন—যদুনাথ সরকারের ভাষায়, “IT was truly a Renaissance, wider, deeper and more revolutionary than that
of Europe after the fall of Constantinople”.

নবজাগরণ : মূলত ইউরোপে পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে যুক্তিবাদ, মানবতাবাদ প্রভৃতির আলোকে যে নতুন চিন্তা চেতনা, সাহিত্য বিজ্ঞান ও নতুন দৃষ্টিকোণের সূত্রপাত হয়, তাকেই বলে নবজাগরণ যেটি ফরাসি শব্দ, যার ইংরেজি অর্থ Rebirth।

বাংলার নবজাগরণ : ঊনবিংশ শতাব্দীতে বাংলায় নবজাগরণের সূত্রপাত হয়েছিল বলে অনেক মনে করেন।
• সম্ভবত, সুশোভন সরকার প্রথম বাংলার নবজাগরণ বিষয়টিকে জনসাধারণের সামনে তুলে ধরেন। আবার কিশোরীচাঁদ মিত্র বিষয়টিকে তুলে ধরলেন ‘Regeneration’ বলে। শিবনাথ শাস্ত্রী সেই সময়কে তুলে ধরলেন ‘নবরূপ’ শব্দের দ্বারা।

বাংলার নবজাগরণ নিয়ে বিতর্ক: বাংলায় যে নবজাগরণ ঘটেছিল তা প্রকৃত নবজাগরণ ছিল কি না তা নিয়ে পণ্ডিত মহলে বিতর্ক আছে যেমন—
(i) বিনয় ঘোষ বাংলার নবজাগরণকে ‘অতিকথন’ ‘ঐতিহাসিক প্রতাশা’ বলে সমালোচনা করেছেন।
(ii) নিম্নবর্গীয় ঐতিহাসিক বলেন বাংলার নবজাগরণের সঙ্গে সমাজের নিম্ন শ্রেণির কোনো সম্পর্ক ছিল না।
(iii) J.N Sarkar, Sushovan Surkar
বাংলার প্রকৃত অর্থে নবজাগরণ ঘটেছিল বলে দাবি করেন।
যমন—সুশোভন সরকার বলেছেন, ইউরোপের নবজাগরণে ইতালি যেরকম ভূমিকা পালন করেছিল উনবিংশ শতাব্দীতে ভারতের নবজাগরণে বাংলা একই রকম ভূমিকা পালন করেছিল।

বাংলার নবজাগরণের চরিত্র : বাংলার নবজাগরণের চরিত্র বিশ্লেষণ করলে দেখা যায়—

(i) ঊনবিংশ শতাব্দীতেই এটি সংঘটিত হয়েলি।
(ii) এটি ছিল মূলত কলকাতা শহরকেন্দ্রিক।
(iii) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মধ্যবিত্ত শ্রেণি।
(iv) এটি ছিল মূলত পাশ্চাত্য শিক্ষার ফসল।
(v) নেতৃত্বের দ্বায়িত্বে ছিলেন প্রগতিশীল কিছু ব্যক্তি।
(vi) এটির অন্যতম বৈশিষ্ট্য ছিল প্রাচ্য-পাশ্চাত্যের মেলবন্ধন।
(vii) সুশাসিত সমাজ প্রথম লেখনি।

নবজাগরণের চরিত্র বিশ্লেষণ :

নবজাগরণের চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে নানা ঐতিহাসিক মতামতের উপস্থিতি
লক্ষ্য করা যায়। যেমন—
(1) আর. সি. মজুমদার মনে করেন, “বাংলার রেনেসাঁ আসলে হিন্দু জাতীয়তাবাদ।
(4) বিখ্যাত গবেষক অমলেশ ত্রিপাঠির মতে, দুটি ভঙ্গিতে, ইটালি ও বাংলার নবজাগরণ আলাদা প্রেক্ষাপটে জন্ম নিয়েছিল।
(2) জওহরলাল নেহরু বলেন, ঔপনিবেশিক শাসনের প্রভাবে হিন্দু সমাজে ওপর নবজাগরণের আলো পড়েছিল।
(3) অধ্যাপক অনীল শীলের দৃষ্টিভঙ্গিতে এটি ছিল “Elitist Movement”.
(5) সুপ্রকাশ রায় বলেছেন, “বাংলার নবজাগরণ আন্দোলন ইউরোপীয় নবজাগরণ আন্দোলনের বিপরীত ধর্মী।”

উপসংহার :
বাংলার নবজাগরণ ইউরোপের তুলনায় অনেক বেশি প্রভাব ফেলেছিল কিন্তু বিতর্ক থেকে গেছে এর পুরোধা কে? কেউ কেউ বলেন রামমোহন রায়, আবার কেউ কেউ বলেন ডিরোজিও। কিন্তু এটা ঠিক ঊনবিংশ শতকের বাংলার নবজাগরণের চরিত্র যেমন গভীর তেমনই ব্যাপক।

Rlearn Education