বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ

Madhyamik Geography Model Questions| মাধ্যমিক ভূগোল মডেল প্রশ্ন |Class Ten Geography Important Questions

প্রশ্ন : বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বিবরণ দাও। MP 2017

উত্তর : বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি –

পেডিমেন্ট :

অর্থ : পেডিমেন্ট দুটি শব্দের সমন্বয়ে গঠিত। ‘পেডি’ শব্দের অর্থ পাদদেশ এবং ‘মেন্ট’ শব্দটি এসেছে মাউন্ট থেকে, যার অর্থ পাহাড়। সাধারণ অর্থে পেডিমেন্ট কথার অর্থ হল পাহাড়ের পাদদেশের সমভূমি।

সংজ্ঞা : মরুভূমি অঞ্চলে পর্বতের ঢাল এবং পাদদেশভাগ ক্রমাগত জল এবং বায়ুর ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে যখন উন্মুক্ত শিলাস্তর এবং পলিস্তরের ঢাকা একটি ঢালু সমতল – ভূমিতে পরিণত হয় তখন তাকে পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমি বলে।

বৈশিষ্ট্য : (i) এর ঢাল 6°–7° মতো হয়। (ii) এর আকৃতি অবতল প্রকৃতির। (iii) পাদদেশে নুড়ি, বালি জমে সাময়িক জলধারার সৃষ্টি হয়।

উদাহরণ : আফ্রিকার সাহারা মরুভূমির উত্তরপশ্চিম প্রান্তে অ্যাটলাস পর্বতের পাদদেশে পেডিমেন্ট দেখা যায়।

চিত্র : বই থেকে |

বাজাদা : মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে স্বল্পমেয়াদি প্রবল বর্ষণের প্রভাবে সৃষ্ট হওয়া অস্থায়ী জলধারা ও বায়ুপ্রবাহের মিলিত সঞ্চয়কাজের ফলে যে প্রায় সমতল ভূমির সৃষ্টি করে তাকে বলে বাজাদা।

বৈশিষ্ট্য : (i) সুক্ষ্ম পলি ও বালি দ্বারা গঠিত এই বাজাদা কয়েক কিমি পর্যন্ত বিস্তৃত হয়। (ii) এর গড় ঢাল হয় 3°-8°।

উদাহরণ : সাহারা মরুভূমির অ্যাটলাস পর্বতের পাদদেশবর্তী অঞ্চলে বাজাদা ভূমিরূপ দেখা যায়।

চিত্র : বই থেকে |

ওয়াদি : মরু অঞ্চলে সৃষ্ট হওয়া শুষ্ক নদীখাত গুলিকে ওয়াদি বলে। মরু অঞ্চলে হঠাৎ প্রবল বৃষ্টি হলে, বহু ক্ষুদ্র ক্ষুদ্র বেগবতী ক্ষণস্থায়ী জলধারা ঢালু পর্বতগাত্রে নদীখাতের সৃষ্টি করে। শুষ্ক অঞ্চলে জলের অধিগ্রহণ এবং অধিক পরিমাণে বাষ্পীভবনের ফলে নদীখাত দ্রুত শুকিয়ে যায় এবং ওয়াদি সৃষ্টি হয়।

বৈশিষ্ট্য : (i) এটি স্বল্প দৈর্ঘ্য বিশিষ্ট নদীখাত। (ii) বছরের অধিকাংশ সময়ই নদীখাত শুষ্ক থাকে।

উদাহরণ : আরব মরুভূমিতে বহু ওয়াদি দেখা যায়।

চিত্র : বই থেকে |

প্লায়া (Playa):

সংজ্ঞা : মরুভূমিতে পর্বতবেষ্টিত অঞ্চলের ভিতরে সৃষ্ট লবনাক্ত হ্রদকে প্লায়া (Playa) বলে । এটি আফ্রিকায় শটস, মেক্সিকোতে বোলসন ও আমেরিকা যুক্তরাষ্ট্রে স্যালিনা নামে পরিচিত । ‘Playa’ একটি স্প্যানিশ শব্দ, যার অর্থ “লবনাক্ত হ্রদ” ।

উদা: রাজস্থানের সম্বর হ্রদ একটি আদর্শ প্লায়া । মিশরের কাতারা অবনমিত অঞ্চলে অনেক প্লায়া দেখা যায় ।

বৈশিষ্ট্য :
প্লায়া – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ-

∗ এর আয়তন কয়েক বর্গ মিটার থেকে কয়েক কিমি পর্যন্ত হয়ে থাকে ।
∗ এর উপরিভাগে চকচকে লবনের স্তর থাকে |
∗ অনেক সময় মরু অঞ্চলের অনিত্যবহ ও ক্ষণস্থায়ী নদীগুলি এসে প্লায়ায় পতিত হয় ।

চিত্র : বই থেকে |

Rlearn Education