বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ : মাধ্যমিক ভূগোল |Madhyamik Geography Suggestion

বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ : মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি

বায়ুর ক্ষয়কার্যের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ করা যায় শুষ্ক মরু অঞ্চলে। এই অঞ্চলে বায়ু প্রধানত তিনটি পদ্ধতিতে ক্ষয়কার্য করে, এগুলি হল— [1] অবঘর্ষ, [2] অপসারণ ও [3] ঘর্ষণ।

অবঘর্ষের এর ফলে কতকগুলি বৈশিষ্ট্যপূর্ণ ভূমিরূপ গড়ে ওঠে, যেমন—
[1] অবঘর্ষের ফলে সৃষ্ট ভূমিরূপ: অবঘর্ষের ফলে মরু অঞ্চলে যে ভূমিরূপগুলির সৃষ্টি হয়, সেগুলি হল—
গৌর: মরু অঞ্চলে অবঘর্ষের জন্য বৃহদাকৃতির শিলাখণ্ডের নিম্নাংশ যত বেশি ক্ষয়প্রাপ্ত হয়, ঊর্ধ্বাংশ ততটা হয় না। এ ছাড়া, কঠিন ও কোমল শিলাস্তরে এই ধরনের বৃহদায়তন শিলাখন্ড গঠিত হওয়ার ক্ষেত্রে কোমল শিলা গঠিত অংশটি যদি নীচের দিকে থাকে, তাহলে বায়ুর অবঘর্ষের ফলে নীচের অংশটি খুব বেশি ক্ষয়ে যায় এবং ওপরের অংশটি কম ক্ষয় পেয়ে সমগ্র শিলাখণ্ডটি ব্যাঙের ছাতার মতো আকৃতিবিশিষ্ট হয়ে যায়। এই ধরনের শিলাখণ্ডকে গৌর বা গারা বা ব্যাঙের ছাতার মতো শিলাস্তূপ বলা হয়।

বৈশিষ্ট্য :

[a] এগুলি দেখতে ব্যাঙের ছাতার মতো হয়
বলে এগুলিকে Mushroom Rock বলে। [b] মরুভূমির মাঝে অবশিষ্ট টিলার মতো দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
উদাহরণ: সাহারা মরুভূমিতে গৌর আকৃতির অনেক শিলাস্তূপ দেখা যায়।

জিউগেন: মরুভূমির যেসব স্থানে আড়া- আড়িভাবে বা অনুভূমিকভাবে ওপরের স্তরে ফাটলযুক্ত কঠিন শিলা এবং নীচের স্তরে কোমল শিলা থাকে, সেখানে বায়ুর ক্ষয়কার্যের ফলে কোমল শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয়ে খাতের আকার ধারণ করে। অন্যদিকে, কঠিন শিলাগঠিত অংশ কম ক্ষয়প্রাপ্ত হওয়ায় চ্যাপটা ও সমতল শীর্ষদেশবিশিষ্ট পরস্পর সমান্তরাল টিলার আকারে অবস্থান করে। এইভাবে দুটি খাতের মধ্যে চ্যাপটা শীর্ষদেশ বিশিষ্ট টিলার ন্যায় ভূমিরূপকে জিউগেন বলা হয়।
বৈশিষ্ট্য :

[a] জিউগেন 3-30 মিটার পর্যন্ত উঁচু হয়।

[b] এদের উপারিভাগ চ্যাপটা ও সমতল হয়।

উদাহরণ: আমেরিকা যুক্তরাষ্ট্রের সোনোরান মরু অঞ্চলে এই ভূমিরূপ দেখা যায়।

ইয়ারদাং:

উৎপত্তি: কঠিন ও কোমল শিলাস্তর ভূপৃষ্ঠে পাশাপাশি উল্লম্বভাবে অবস্থান করলে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় কোমল শিলাস্তরগুলি তাড়াতাড়ি ক্ষয়ে যায়। এর ফলে কঠিন শিলাস্তরগুলি পরস্পর বিচ্ছিন্ন হয়ে বিচিত্র আকৃতির শৈলশিরার মতো খাড়াভাবে
দাঁড়িয়ে থাকে, এদের বলা হয় ইয়ারদাং |

বৈশিষ্ট্য :

[a] ইয়ারদাঙের গড় উচ্চতা 6 মিটার।

[b] এদের প্রস্থ 8-40 মিটার পর্যন্ত হয়।
[c] ইয়ারদাংকে দেখতে মোরগের ঝুঁটির মতো দেখতে হয় বলে একে Cock’s Comb Ridge বলে।

[d] এদের শীর্ষদেশ সুচালো হয়।

উদাহরণ: সৌদি আরবের মরু অঞ্চলে এই ধরনের ভূমিরূপ দেখা যায়।

Rlearn Education