ভারতে জাতীয়তাবাদী চেতনার ইউরোপীয় প্রেক্ষিত

প্রশ্ন : বিংশ শতাব্দীর ভারতে জাতীয়তাবাদী চেতনার ইউরোপীয় প্রেক্ষিত কী ছিল? [ Madhyamik 16, 14, 11]

উত্তর : জাতীয়তাবাদী চেতনার ইউরোপীয় প্রেক্ষিত :

ইউরোপ ও বহির্বিশ্বের নানা ঘটনাবলি ভারতীয় জাতীয়তাবাদকে প্রভাবিত করেছিল। যথা—

আমেরিকার বিপ্লব : ১৭৭৫ খ্রিস্টাব্দে আমেরিকার ১৩টি উপনিবেশ ইংল্যান্ডের অধীনতাপাশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা ঘোষণা করে। আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র ভারতীয়দের উজ্জীবিত করেছিল।

ফরাসি বিপ্লব : ১৭৮৯ খ্রিস্টাব্দে সাধারণ জনগণের বিপ্লবের ফলে ফ্রান্সে রাজতন্ত্রের বদলে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শ ভারতবাসীকে জাতীয়তাবোধে অনুপ্রাণিত করেছিল।

ইটালির ঐক্য আন্দোলন : ইটালির ঐক্য আন্দোলনের তিন নেতা জোসেফ ম্যাৎসিনি, কাভুর ও গ্যারিবল্ডির চেষ্টায় ১৮৭০ খ্রিস্টাব্দে ইটালির ঐক্য সম্পূর্ণ হয়। ম্যাৎসিনির আদর্শ, কাভুরের দূরদর্শিতা এবং গ্যারিবন্ডির বীরত্ব ভারতবাসীকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করেছিল।

জার্মানির ঐক্য আন্দোলন : বিসমার্ক তাঁর বিখ্যাত রক্ত ও লৌহ নীতি দ্বারা জার্মানির ঐক্যস্থাপনে সচেষ্ট হন। বিসমার্ক-এর এই
প্রচেষ্টা ভারতের জাতীয়তাবোধের সূচনাকে প্রভাবিত করেছিল।

রাশিয়ার লিহিলিস্ট আন্দোলন : রাশিয়ার নিহিলিস্ট আন্দোলনও ভারতীয়দের চেতনা জাগ্রত করতে সাহায্য করেছিল।

পাশ্চাত্য শিক্ষার প্রসার : ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের ফলে ইউরোপীয় ইতিহাস, বিজ্ঞান, দর্শন প্রভৃতির সঙ্গে ভারতীয়রা পরিচিত হয়। ফলে তাদের মধ্যে যুক্তিবাদ, মানবতাবাদ, জাতীয়তাবাদ ইত্যাদি উচ্চ আদর্শের সঞ্চার ঘটে।

Rlearn Education