ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ

প্রশ্ন : ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো । WBBSE 2017, 2023

Ans. ভারতে জনসংখ্যার বন্টন সর্বত্র সমান নয়, কোথাও বেশি কোথাও কম। জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলিকে প্রধান তিনটি ভাগে ভাগ করা যায় —(ক) প্রাকৃতিক কারণ, (খ) অর্থনৈতিক কারণ এবং (গ) সামাজিক কারণ ও সাংস্কৃতির কারণ।

(ক) প্রাকৃতিক কারণ :

(i) ভূ-প্রকৃতি ও নদনদী – উত্তর ভারতের সমভূমি ও উপকূলীয় সমভূমি অঞ্চলের সমতল ভূমি ও উর্বর মৃত্তিকার জন্য কৃষি, শিল্প ও পরিবহণ ব্যবস্থা উন্নত। তাই এখানকার জনবসতি ঘন।

অপরদিকে, পার্বত্য অঞ্চল উঁচু ও খাড়াটল বিশিষ্ট হওয়ায় কৃষি ও শিল্পে অনুন্নত। তাই জনবসতি বিরল। এছাড়া, দক্ষিণের মালভূমি অঞ্চলে ভূমির উচ্চতা মধ্যম প্রকারের হওয়ায় জনবসতি মাঝারি।

ভারতের সিন্ধু-গঙ্গা-ব্রম্মপুত্র ও গোদাবরী, কৃয়া, কাবেরী প্রভৃতি নদীর উর্বর উপত্যকা কৃষি ও শিল্পে উন্নত এবং পানীয় জল সরবরাহের সুবিধার জন্য ঘন জনবসতিপূর্ণা। তাছাড়া নদী জলপথগুলি পরিবহণের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে বলে, নদী তীরবর্তী অঞ্চলগুলি ঘনবসতিপূর্ণ।

(ii) জলবায়ু, মৃত্তিকা ও বনভূমি – অপ্রদেশ, তামিলনাড়ু প্রভৃতি রাজ্যে অনুকূল জলবায়ুর জন্য লোকবসতি ঘন। অপরদিকে, রাজস্থান এর মরু অঞ্চলে বা গুজরাটের কচ্ছ অঞ্চলে চরম জলবায়ুর জন্য লোকবসতি কম।

নদী উপত্যকায় উর্বর মৃত্তিকায় এবং মহারাষ্ট্রের কৃয় মৃত্তিকায় কৃষিকার্যের জন্য লোকবসতি ঘন।

ঘন অরণ্যাবৃত পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালএবং পূর্ব ঢালয়ের পাদদেশে লোকবসতি কম।

(খ) অর্থনৈতিক কারণ :

(i) কৃষি ও শিল্প – সমতল ভূমি, উর্বর মৃত্তিকা ও জলসেচের সুবিধার জন্য গঙ্গা, গোদাবরী, কাবেরী নদী অববাহিকায় নিবিড় জনবসতি গড়ে উঠেছে।
ভারতের শিল্প শহর ও শহরাঞলগুলিতে যেমন, দুর্গাপুর-আসানসোল, মুম্বাই-পুনে প্রভৃতি অত্যন্ত ঘনবসতিপূর্ণ।
(ii) যোগাযোগ ব্যবস্থা – উন্নত সড়ক ও রেল পরিসেবার জন্য উত্তর ভারতে জনসংখ্যা বেশি।
(iii) খনিজ সম্পদ – খনি অঞলে কর্মসংস্থানের সুযোগ বেশি হওয়ায় জনবসতি বেশি হয়।

(গ) সামাজিক ও সাংস্কৃতিক কারণ :

(1) নগরায়ন,
(2) জ্ঞান, বিদ্যা, প্রযুক্তির উন্নতি,
(3) সরকারি নীতি,
(4) শিক্ষা ও ধর্ম প্রভৃতি সামাজিক ও সাংস্কৃতিক কারণও ভারতের জনবন্টনের তারতম্যকে নিয়ন্ত্রণ করে।
উপরোক্ত কারণগুলি সম্মিলিতভাবে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যকে নিয়ন্ত্রণ করে।

Rlearn Education