পরিবহন ব্যবস্থার প্রয়োজনীয়তা | পরিবহন ব্যবস্থার গুরুত্ব | মাধ্যমিক ভূগোল | Madhyamik Geography Suggestion
মানবদেহে শিরা-উপশিরা-ধমনির যে গুরুত্ব, ভারতের মতো বিকাশশীল দেশে পরিবহণের গুরুত্ব তার থেকে কিছু কম নয়।
পণ্য আদানপ্রদান: একদেশের পণ্য অন্যদেশে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পরিবহণের গুরুত্ব অপরিসীম। যেমন— ভারতের চা, পাট উন্নত পরিবহণের মাধ্যমে বিশ্বের বাজারে
পৌঁছে দেওয়া যায়, আবার বিদেশ থেকেও নানা পণ্য আমদানি করা যায়।
শিল্পের বিকেন্দ্রীকরণ: শিল্পের বিকেন্দ্রীকরণ পরিবহণ ব্যবস্থার উন্নতির কারণেই সম্ভব হয়েছে। উন্নত পরিবহণের কারণেই কাঁচামাল এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে
গিয়ে শিল্পস্থাপন করা গেছে।
বিপর্যয় মোকাবিলা: বন্যা, খরা, ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় ঘটলে সেখানে দ্রুত উদ্ধারকার্যের জন্য পরিবহণের ভূমিকা খুব বেশি।
কৃষির উন্নতি: পরিবহণের মাধ্যমে গ্রামের কৃষিজমি থেকে শহরের বাজারে দ্রব্যসামগ্রী বিক্রয় বা কৃষিতে ব্যবহৃত প্রয়োজনীয় সার, রাসায়নিক বীজ শহর থেকে গ্রামে
পাঠানো যায়।
শহর ও নগরের সৃষ্টি: পরিবহণ ব্যবস্থার উন্নতির সাথে.সাথে শিল্প ও ব্যাবসাবাণিজ্যের উন্নতি ঘটে। এতে মূল শহর থেকে দূরে ছোটো বড়ো শহর ও নগরের সৃষ্টি হয়।
শিক্ষা ও সাংস্কৃতিক উন্নতি: পরিবহণের মাধ্যমেই মানুষ এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করে। এতে পারস্পরিক শিক্ষা, সংস্কৃতি, শিল্প ও প্রযুক্তিবিদ্যার উন্নতি ঘটে।
প্রতিরক্ষা: দুর্গম অঞ্চলে সেনা, তাদের রসদ ও অস্ত্রশস্ত্র পাঠানোতে পরিবহণের ভূমিকা অতুলনীয়। অর্থাৎ, দেশরক্ষার কাজে বা প্রতিরক্ষার কাজে পরিবহণ খুবই গুরুত্বপূর্ণ।
[…] এখানে ক্লিক করো […]