Bhumoddho Sagoryo Jolobayu oncholer boysisto: Madhyamik Geography
ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান :
অক্ষাংশগত অবস্থান: ভূমধ্যসাগরীয় জলবায়ু উত্তর ও দক্ষিণ গোলার্ধের 30°-40° অক্ষাংশের মধ্যে মহাদেশসমূহের পশ্চিমভাগে
পরিলক্ষিত হয়।
মহাদেশগত অবস্থান: এই জলবায়ুর অন্তর্গত দেশ বা অঞ্চলগুলি হল—
ইউরোপ: পোর্তুগাল, স্পেন, ইটালি, গ্রিস প্রভৃতি দেশের ভূমধ্যসাগরসংলগ্ন অঞ্চলসমূহ
এশিয়া: পশ্চিম তুরস্ক, লেবানন, ইজরায়েল, সিরিয়া প্রভৃতি দেশ।
আফ্রিকা: মিশর,লিবিয়া, মরক্কো,আলজিরিয়া প্রভৃতি দেশের ভূমধ্যসাগরসংলগ্ন অঞ্চলসমূহ এবং দক্ষিণ আফ্রিকার কেপ উপকূল।
উত্তর আমেরিকা: দক্ষিণ ক্যালিফোর্নিয়া |
দক্ষিণ আমেরিকা: মধ্য চিলি।
ওশিয়ানিয়া: অস্ট্রেলিয়ার দক্ষিণ ও দক্ষিণ- পশ্চিম উপকূল এবং নিউজিল্যান্ডের উত্তর দ্বীপ।
ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য :
ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলি হল—
জলবায়ু: সারাবছর মাঝারি উষ্ণতা এবং সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে।
উষ্ণতা: গ্রীষ্মকালে এখানে 20° সেলসিয়াস থেকে 27°সেলসিয়াস তাপমাত্রা থাকে| শীতকালে এই অঞ্চলে উষ্ণতা থাকে 5° সেলসিয়াস থেকে 10°সেলসিয়াস |
বার্ষিক উষ্ণতার প্রসর: এখানে বার্ষিক উষ্ণতার প্রসর হয় 15 °সেলসিয়াস থেকে 17°সেলসিয়াস।
আকাশের অবস্থা: গ্রীষ্মকাল এখানে শুষ্ক এবং এইসময় এখানকার আকাশ পরিষ্কার থাকে।
বৃষ্টিপাত: শীতকালে আর্দ্র পশ্চিমা বায়ুর
প্রভাবে এখানে ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত হয়| বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 35 থেকে 65 সেমি |
তুষারপাত: শীতকালে কোনো কোনো স্থানে তুষারপাত হয়।