মাধ্যমিক বাংলা বঙ্গানুবাদ : দ্বিতীয় সেট | Rlearn

মাধ্যমিক বাংলা অনুবাদ সাজেশান | MP Bangla Bonganubad suggestion


[ 1 ] In ancient India Koutilya was famous for his book Arthasastra. Now Economics (Arthasastra) is a subject in moden education. The great Indian scholar Dr. Amartya Sen is a professor of Economics. He wrote many books for the welfare of the poor people. In the year 1998 he was awarded Nobel Prize for his contribution in Economics. He is the sixth Indian who received the prize. Our country also awarded him the highest award Bharat Ratna in 1998.

প্রাচীন ভারতে কৌটিল্য তাঁর অর্থশাস্ত্র গ্রন্থের জন্য বিখ্যাত ছিলেন। এখন সেই অর্থনীতি (অর্থশাস্ত্র) আধুনিক শিক্ষার একটি বিষয়। মহান ভারতীয় শিক্ষাবিদ ড. অমর্ত্য সেন একজন অর্থনীতির অধ্যাপক। তিনি বহু বই লিখেছেন যা দুঃস্থ মানুষদের উন্নতির সহায়ক। ১৯৯৮ খ্রিস্টাব্দের তিনি অর্থনীতিতে অবদানের জন্য নোবেল পুরস্কার সম্মানিত হয়েছেন। তিনিই ষষ্ঠ ভারতীয় যিনি এই পুরস্কার পেয়েছেন। আমাদের দেশও ১৯৯৮ খ্রিস্টাব্দে তাঁকে সর্বোচ্চ সম্মান ‘ভারতরত্ন’ প্রদান করেছে।


[ 2 ] It is only the poor who really and truly feel for the poor. They alone know each other’s sufferings, they alone know each other’s need of sympathy and kindness. People may talk, as they will, of the charity of the rich, but this is as nothing compared with the charity of the poor. In season of deprivation of sickness, of distress, the poor are each other’s comforters and supporters.

একমাত্র গরিবেরাই বাস্তবিকভাবে এবং সত্যিকারের গরিবদের জন্য ভাবে। তারাই একমাত্র পরস্পরের দুঃখ, পরস্পরের জন্য সহানুভূতি এবং দয়া প্রদর্শনের প্রয়োজনীয়তা বুঝতে করতে পারে। মানুষ ধনীর দানশীলতা সম্বন্ধে অনেক কথা বলতে পারে কিন্তু এক গরিবের দানশীলতার সঙ্গে তার পার্থক্য অনেক। নিজেদের রক্ষা করতে, অসুস্থতার সেবা, দুর্দশায় গরিবেরা পরস্পর পরস্পরের আরামপ্রিয়তা ও নির্ভরতা বজায় রাখতে পারে।

[ 3 ] There was once a father who had two sons. One was clever and sensible, and always knew how to get on. But the younger one was stupid and cold not learn anything. When people saw him they said, “His father will have plenty trouble with him’.

অনেকদিন আগে এক পিতার দুটি সন্তান ছিল। একজন ছিল চালাক এবং বোধশক্তি প্রবণ এবং উন্নতিলাভের পদ্ধতি সম্পর্কে জ্ঞাত। কিন্তু ছোটো ছেলেটি ছিল বোকা এবং কিছুই শিখতে পারত না। লোকে তাকে দেখে বলত, “ওর বাবা ওকে নিয়ে দারুণ সমস্যায় পড়বেন।

[ 4 ] One day a lion lay asleep in his den. A mouse ran to and fro. By chance it entered into the nose of the lion. The lion woke up and caught hold of the mouse. He tried to kill it, but the mouse prayed for its life and promise to make a return of his kindness.

একদিন একটি সিংহ তার গুহাতে ঘুমিয়েছিল। একটা ইঁদুর সেখানে ইতস্তত ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ ইঁদুরটি সিংহের নাকের মধ্যে প্রবেশ করল। সিংহটি জেগে উঠল এবং ইঁদুরটিকে ধরে ফেলল। সে ইঁদুরটিকে মারতে উদ্যত হল কিন্তু ইঁদুর তার প্রাণভিক্ষা চাইল এবং প্রতিজ্ঞা করল সিংহের দয়ার প্রতিদান সে একদিন দেবেই।

[ 5 ] The children must be educated somehow. If they cannot be brought to school, then school must be brought to them. But how ? Canada sloves the problem with school by post and school wheels. Australia provides correspondence course and a school of the air. A school on wheels provides the best teaching methods and materials in an unusual classroom a railway coach.

শিশুদের যেভাবেই হোক শিক্ষা দিতে হবে। যদি তাদের বিদ্যালয়ে না আনা হয় তাহলে তাদের কাছেই বিদ্যালয়কে পৌঁছে দিতে হবে। কিন্তু কীভাবে? কানাডা এ সমস্যার সমাধান করেছে বিদ্যালয়কে চাকায় ও খুঁটিতে বেঁধে। অস্ট্রেলিয়াবাসীরা আকাশবাণীর মাধ্যমে দূর সংযোগকারী শিক্ষাদানের ব্যবস্থা গ্রহণ করেছেন। একটি চক্রযানে শিক্ষাদান ব্যবস্থা খুবই উপযোগী হচ্ছে শিশুশিক্ষায়, একটি অভিনব রেলকোচের শ্রেণিকক্ষে।

Rlearn Education