বঙ্গভাষা প্রকাশিকা সভা : মাধ্যমিক ইতিহাস

প্রশ্ন : বঙ্গভাষা প্রকাশিকা সভা-কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন?
[Madhyamik 19]
অথবা, টীকা লেখো : বাঙালির প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান |

উত্তর : বঙ্গভাষা প্রকাশিকা সভা : উনিশ শতকে বাংলায় বেশকিছু রাজনৈতিক প্রতিষ্ঠানের উন্মেষ ঘটেছিল, তার মধ্যে অন্যতম হল- বঙ্গভাষা প্রকাশিকা সভা।

প্রতিষ্ঠাকাল ও প্রতিষ্ঠাতা :
➤ বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় ১৮৩৬ খ্রিস্টাব্দে |
➤ এই সভার প্রতিষ্ঠাতাদের মধ্যে প্রধান ছিলেন টাকির জমিদার |
➤ কালীনাথ রায়চৌধুরী, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, প্রসন্নকুমার ঠাকুর, গৌরীশঙ্কর ভট্টাচার্য এবং রামমোহন রায়ের অন্যান্য শিষ্যরা।
➤ ১৮৩৬ খ্রিস্টাব্দের ৮ ডিসেম্বর বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশন বসে। এই অধিবেশনে সভাপতিত্ব করেন গৌরীশঙ্কর
ভট্টাচার্য।

প্রতিষ্ঠার উদ্দেশ্য :
➤ সরকারি শাসনব্যবস্থার ত্রুটি সম্পর্কে আলোচনা করা |
➤ জনগণের স্বার্থরক্ষার জন্য সরকারের কাছে আবেদনপত্র পেশ করা |

কার্যাবলি :

রাজনৈতিক আলোচনা : বঙ্গভাষা প্রকাশিকা সভায় সরকারের বিভিন্ন কার্যাবলি ও বিভিন্ন রাজনৈতিক বিষয়ে আলোচনা হত।

কর আদায়ের প্রতিবাদ : ব্রিটিশ সরকার এক আইন দ্বারা নিষ্কর জমির উপর কর আদায় করলে তার বিরুদ্ধে বঙ্গভাষা প্রকাশিকা সভা জনসভা আহ্বান করে।

পাশ্চাত্য শিক্ষার প্রসারে ভূমিকা : এই সভা পাশ্চাত্য শিক্ষার প্রসারে উদ্যোগ গ্রহণ করেছিল।

উদ্দেশ্য পূরণে সাফল্য : ব্রিটিশ সরকার এক আইন দ্বারা নিষ্কর জমির উপর কর আদায় করলে তার বিরুদ্ধে বঙ্গভাষা প্রকাশিকা সভা একটি জনসভা আহ্বান করে। পাশ্চাত্য শিক্ষার প্রসারেও এই সভা উদ্যোগ গ্রহণ করেছিল। এই সভা বেশিদিন স্থায়ী না হলেও এটিই ছিল বাংলা তথা ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন।

মূল্যায়ন : বঙ্গভাষা প্রকাশিকা সভা বেশিদিন স্থায়ী হয়নি। তবে তার কার্যাবলি লক্ষ করে প্রখ্যাত গবেষক যোগেশচন্দ্র বাগল বলেছেন
যে, এটিই হল ‘বাঙালি তথা ভারতবাসীর মধ্যে সর্বপ্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান।’

Rlearn Education