দেশে শুরু হয়ে গেল CAA আইন, দ্রুত করুন এইসব কাজ- না হলে বিপদে পড়বেন ! বাঁচতে চাইলে তাড়াতাড়ি জেনে নিন |

Credit: Javatpoint.com

দীর্ঘদিন আগেই পার্লামেন্টে পাশ করা হয়েছে CAA, কিন্তু সমগ্র দেশে সেটি কার্যকরী হয়নি এতদিন। অবশেষে 11-03-2024 সোমবার সন্ধ্যা থেকে কার্যকরী হয়ে গেল এই আইন। এই আইনে বলা হয়েছে ভারতের পার্শ্ববর্তী যেমন , বাংলাদেশ ,পাকিস্তান ও আফগানিস্তান থেকে যারা এদেশে এসেছেন তাদের নাগরিকত্বের জন্য আবেদন জানাতে হবে। তবে যারা এদেশের নাগরিক তাদেরও নাগরিকত্ব প্রমাণ করার জন্য বিভিন্ন ডকুমেন্টস ও কাগজপত্র থাকতে হবে। যদিও এই আইনের বিরুদ্ধে বিভিন্ন রাজ্য সরকার বিরোধীতা করছে তবুও কেন্দ্র সরকার এই আইন চালু করে দিল সমগ্র ভারতবর্ষে।

পশ্চিমবঙ্গের একটা বিরাট বড় জনসংখ্যা বাংলাদেশ থেকে এদেশে এসে স্থায়ী বাসিন্দা হয়ে রয়েছেন। সকলেই এদেশের স্থানীয় ডকুমেন্টস বানিয়ে ফেলেছেন। কিন্তু এদেশের স্থানীয় বাসিন্দা হিসেবে সমস্ত ডকুমেন্টস বানিয়ে ফেললেও তারা এদেশের স্থানীয় বাসিন্দা নয় |  তবে ভয়ের কোন কারণ নেই যারা এদেশের স্থানীয় বাসিন্দাদের | যারা স্থানীয় বাসিন্দা নয় তাদের জন্যই এই আইন চালু করা হয়েছে অর্থাৎ যারা অন্য দেশ থেকে এ দেশে এসে বসবাস শুরু করেছেন তাদের উদ্দেশ্যেই মূলত এই আইন। এখানে বলা হয়েছে সকলকে CAA মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হবে তবে এর জন্য করতে হবে কিছু কাজ। তবে অনেকেই এদেশের স্থানীয় বাসিন্দা তাদের এও কিন্তু প্রমাণ করতে হবে তারা এদেশের স্থানীয় বাসিন্দা, না হলে পরবর্তীকালে তারাও সমস্যায় পড়তে পারেন। তাহলে আপনি যদি প্রমাণ করতে চান আপনি এদেশের স্থানীয় বাসিন্দা বা আপনি যদি CAA মাধ্যমে নাগরিকত্ব পেতে চান তাহলে অবশ্যই বিস্তারিতভাবে কি কি করতে হবে সমস্ত কিছু জেনে নিন।


বলা হয়েছে CAA হলো নাগরিকত্ব আইন যেখানে সকলকেই নাগরিকত্ব দেওয়া হবে। তবে অনেকেই এই নিয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। এই আইন চালু হওয়ার পরে ভারতীয় নাগরিকের উপর কতটা প্রভাব পড়বে তা নিয়ে অনেকেই চিন্তিত। তবে স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী এই আইনের দ্বারা কারো নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না বরঞ্চ যাদের নাগরিকত্ব নেই তাদের নাগরিকত্ব দেওয়া হবে।

তবে এখন সবার মনে একটাই প্রশ্ন যেন দীর্ঘদিন ধরে এদেশে রয়েছে তারা কি করে প্রমাণ করবে যে তারা এদেশের স্থানীয় বাসিন্দা এবং যাদের জন্ম এ দেশে জন্ম তারা কী করে প্রমাণ করবে তারা এদেশের নাগরিক? তবে ভয়ের কোন কারণ নেই সকলেই এই আইনের মাধ্যমে নাগরিকত্ব পাবেন এর জন্য আপনাকে নাগরিকত্বের জন্য আবেদন জানাতে হবে। এজন্য কেন্দ্র সরকারের তরফ থেকে একটি পোর্টাল চালু করা হয়েছে যেখান থেকে সকলেই নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

শেষ করে যারা ২০১৪ সালের ৩১ শে ডিসেম্বর এর আগে কমপক্ষে ছয় বছর এদেশে বাসিন্দা হয়ে রয়েছেন তারা সকলেই এদেশের নাগরিকত্ব পেয়ে যাবেন। তবে এজন্য তাকে প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র জমা করতে হবে।

আপনি নাগরিকত্বের জন্য আবেদন জানাবেন কিভাবে?

এখানে জানানো হয়েছে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সকলেই। নিজেরাই ঘরে বসে এর জন্য আবেদন জানাতে পারবেন অথবা নিকটবর্তী কোনো অনলাইনের দোকানে বা ক্যাফে গিয়েও আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদন জানানোর জন্য অবশ্যই বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি থাকতে হবে। এখানে আবেদন জানানোর সময় মোবাইলে একটি OTP আসবে। কাল থেকেই এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে আবেদন জানাতে হলে কি কি নথিপত্র লাগবে সে ব্যাপারে পরবর্তীকালে আপনাদের আরো বিস্তারিত ভাবে জানিয়ে দেওয়া হবে। সরাসরি অনলাইনে আবেদন জানাতে পারবেন এই ওয়েবসাইটে গিয়ে- https://indiancitizenshiponline.nic.in/

তবে এখানে তাড়াহুড়োর কোন সময় দরকার নেই | দীর্ঘ সময় দেওয়া হবে আবেদন জানানোর জন্য, সকলেই আস্তে আস্তে আবেদন জানাতে পারবেন |

Comments 1

  • I loved as much as you will receive carried out right here. The sketch is attractive, your authored material stylish. nonetheless, you command get got an impatience over that you wish be delivering the following. unwell unquestionably come more formerly again since exactly the same nearly a lot often inside case you shield this hike.

Rlearn Education