Characteristics of Monsoon Climatic Zones : Madhyamik Geography|Class Ten Geography Suggestion
মৌসুমি জলবায়ু অঞ্চলের অবস্থান:
অক্ষাংশগতভাবে মৌসুমি জলবায়ু নিরক্ষরেখার উভয় দিকে 10° থেকে 25° বা 30° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে মহাদেশ সমূহের পূর্বভাগে পরিলক্ষিত হয়| এই জলবায়ুর অন্তর্গত দেশ বা অঞ্চলগুলি হল—
এশিয়া: ভারত, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, কম্বোডিয়া, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম প্রভৃতি দেশ।
আফ্রিকা: মোজাম্বিক, ইথিওপিয়া, সোমালিয়া, লাইবেরিয়া ও মাদাগাস্কারের পশ্চিমাংশ।
অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ার উত্তরাংশ। 4 উত্তর আমেরিকা: মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাংশ।
মৌসুমি জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য :
মৌসুমি জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্যগুলি হল—
বিভিন্ন ঋতু: এই জলবায়ুতে প্রধান চারটি ঋতু চক্রাকারে আবর্তিত হয়, যথা—গ্রীষ্ম, বর্ষা, শরৎ এবং শীত।
উষ্ণতা: গ্রীষ্মকালে তাপমাত্রা সবচেয়ে বেশি হয়, গড়ে 27° সেলসিয়াস থেকে 32°সেলসিয়াস |
বার্ষিক উষ্ণতার প্রসর: বার্ষিক উষ্ণতার প্রসর প্রায় 2° সেলসিয়াস থেকে 11° সেলসিয়াস।
খামখেয়ালি বায়ু : আর্দ্র দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অনিয়মিত এবং অনিশ্চিত। এর ফলে এখানে প্রায়ই খরা ও বন্যার সৃষ্টি হয়। এজন্য এই বায়ুকে খামখেয়ালি বায়ু বলে |
বৃষ্টিপাত: এই জলবায়ু অঞ্চলের সর্বত্র
বৃষ্টিপাত সমান নয়। কোথাও খুব বেশি, কোথাও কম| বৃষ্টিপাত প্রধানত গ্রীষ্মকালে হয়| বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 150-200
সেমি।
শুষ্ক শীতকাল : শীতকালে বৃষ্টিপাত হয়না | অর্থাৎ শীতকাল শুষ্ক প্রকৃতির |
ঘূর্ণবাতজনিত বৃষ্টি : শরৎকালে উপকূল সংলগ্ন অঞ্চলে ঘূর্ণবাতজনিত বৃষ্টি হয় |