মাধ্যমিক ইতিহাস প্রশ্ন – 2019

মাধ্যমিক 2019 ইতিহাস প্রশ্নের সমাধান : অতিসংক্ষিপ্ত

১। সঠিক উত্তরটি নির্বাচন করো : ২০ x ১ = ২০

১.১ মোহনবাগান ক্লাব আই.এফ.এ. শিল্ড জয় করেছিল—

(ক) ১৮৯০ খ্রিঃ (খ) ১৯০৫ খ্রিঃ (গ) ১৯১১ খ্রিঃ (ঘ) ১৯১৭ খ্রিঃ

Ans. (গ) ১৯১১ খ্রিঃ

১.২ দাদাসাহেব ফালকে যুক্ত ছিলেন—

(ক) চলচ্চিত্রের সঙ্গে (খ) ক্রীড়া জগতের সঙ্গে (গ) স্থানীয় ইতিহাসচর্চার সঙ্গে (ঘ) পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে

Ans. (ক) চলচ্চিত্রের সঙ্গে

১.৩ ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রকাশিত হত—

(ক) যশোর থেকে (খ) রানাঘাট থেকে (গ) কুষ্ঠিয়া থেকে (ঘ) বারাসাত থেকে

Ans. (গ) কুষ্ঠিয়া থেকে

১.৪ কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বি.এ. পরীক্ষা অনুষ্ঠিত হয়—

(ক) ১৮৫৭ খ্রিঃ (খ) ১৮৫৮ খ্রিঃ (গ) ১৮৫৯ খ্রিঃ (ঘ) ১৮৬০ খ্রিঃ

Ans. (খ) ১৮৫৮ খ্রিঃ

১.৫ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন—

(ক) ড. এম. জে. ব্রামলি (খ) ড. এইচ. এইচ. গুডিভ (গ) ড. এন. ওয়ালিশ (ঘ) ড. জে. গ্রান্ট

Ans. (ক) ড. এম. জে. ব্রামলি

১.৬ তিতুমিরের প্রকৃত নাম ছিল—

(ক) চিরাগ আলি (খ) হায়দর আলি (গ) মির নিসার আলি (ঘ) তোরাপ আলি

Ans. (গ) মির নিসার আলি

১.৭ সন্ন্যাসী-ফকির বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন—

(ক) রানি কর্ণাবতী (খ) রানি শিরোমণি (গ) দেবী চৌধুরানী (ঘ) রানী দুর্গাবতী

Ans. (গ) দেবী চৌধুরানী

১.৮ “বন্দেমাতরম” সংগীতটি রচিত হয়—

(ক) ১৮৭০ খ্রিঃ (খ) ১৮৭২ খ্রিঃ (গ) ১৮৭৫ খ্রিঃ (ঘ) ১৮৭৬ খ্রিঃ

Ans. (গ) ১৮৭৫ খ্রিঃ

১.৯ ‘বর্তমান ভারত’ গ্রন্থটি রচনা করেন—

(ক) অক্ষয় কুমার দত্ত (খ) রাজনারায়ণ বসু (গ) স্বামী বিবেকানন্দ (ঘ) রমেশচন্দ্র মজুমদার

Ans. (গ) স্বামী বিবেকানন্দ

১.১০ গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন—

(ক) সঙ্গীত শিল্পী (খ) নাট্যকার (গ) কবি (ঘ) ব্যঙ্গ চিত্রশিল্পী

Ans. (ঘ) ব্যঙ্গ চিত্রশিল্পী

১.১১ ‘বর্ণপরিচয়’ প্রকাশিত হয়েছিল—

(ক) ১৮৪৫ খ্রিঃ (খ) ১৮৫০ খ্রিঃ. (গ) ১৮৫৫ খ্রিঃ (ঘ) ১৮৬০ খ্রিঃ

Ans. (গ) ১৮৫৫ খ্রিঃ |

২। যে-কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি প্রশ্নের উত্তর দিতে হবে) : ১৬ x ১ = ১৬

উপবিভাগ – ২.১

একটি বাক্যে উত্তর দাও:

(২.১.১) ‘গোরা’ উপন্যাসটি কে রচনা করেন ?

Ans. গোরা উপন্যাসটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর ।

(২.১.২) বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম লেখো ।

Ans. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম অন্নদামঙ্গল ।

(২.১.৩) কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় ?

Ans. ১৮০০ খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় ।

(২.১.৪) ঊষা মেহতা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ?

Ans. ঊষা মেহতা ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন ।

উপবিভাগ – ২.২

ঠিক বা ভুল নির্ণয় করো :

(২.২.১) ‘সোমপ্রকাশ’ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ ।

Ans. ঠিক

(২.২.২) কলকাতা বিশ্ববিদ্যালয় -এর প্রথম মহিলা এম.এ. ছিলেন কাদম্বিনী বসু (গাঙ্গুলি) ।

Ans. ভুল

(২.২.৩) বাংলা সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী ।

Ans. ভুল

(২.২.৪) দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত ।

Ans. ভুল

উপবিভাগ – ২.৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও :

Ans : ২.৩১–––৪ ২.৩২––৩ ২.৩৩–––২ ২.৩৪–––১

উপবিভাগ – ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত কর :

(২.৪.১) সাঁওতাল বিদ্রোহের (১৮৫৫) এলাকা ।

(২.৪.২) বারাসাত বিদ্রোহের এলাকা ।

(২.৪.৩) নীলবিদ্রোহের অন্যতম কেন্দ্র : যশোর ।

(২.৪.৪) দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ।

অথবা

( কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য )

(২.৪.১) সরলাদেবী চৌধুরানী আত্মজীবনী গ্রন্থের নাম ______ ।

Ans. জীবনের ঝরাপাতা

(২.৪.২) কলকাতা মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠিত হয় ______ খ্রিস্টাব্দে ।

Ans. ১৮৩৫ খ্রিস্টাব্দে

(২.৪.৩) সুই মুণ্ডা ছিলেন ______ বিদ্রোহের অন্যতম নেতা ।

Ans. কোল

(২.৪.৪) ভারতসভা প্রতিষ্ঠিত হয় ______ খ্রিস্টাব্দে ।

Ans. ১৮৭৬

উপবিভাগ – ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক বাক্যটি নির্বাচন কর ।


(২.৫.১) বিবৃতি : রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন (১৮২৩ খ্রিঃ) ।

ব্যাখ্যা – ১ : সতীদাহ প্রথা বন্ধের অনুরোধ জানিয়ে ।

ব্যাখ্যা – ২ : ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের আবেদন জানিয়ে ।

ব্যাখ্যা – ৩ : ভারতে সংস্কৃত শিক্ষাবিস্তারের আবেদন জানিয়ে ।

Ans. ব্যাখ্যা – ২ : ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের আবেদন জানিয়ে ।

(২.৫.২) বিবৃতি : স্বামী বিবেকানন্দ ‘বর্তমান ভারত’ গ্রন্থটি রচনা করেন ।

ব্যাখ্যা – ১ : তাঁর উদ্দেশ্য ছিল আধুনিক ভারতের ইতিহাস প্রণয়ন করা ।

ব্যাখ্যা – ২ : তাঁর উদ্দেশ্য ছিল নব্য হিন্দুধর্ম প্রচার করা ।

ব্যাখ্যা – ৩ : তাঁর উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা ।

Ans. ব্যাখ্যা – ৩ : তাঁর উদ্দেশ্য ছিল স্বদেশিকতা প্রচার করা ।

(২.৫.৩) বিবৃতি : বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক-কৃষকদের জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি ।

ব্যাখ্যা – ১ : শ্রমিক-কৃষকরা এই আন্দোলনের বিরোধী ছিল ।

ব্যাখ্যা – ২ : ব্রিটিশ সরকার শ্রমিক-কৃষকদের আন্দোলনের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ।

ব্যাখ্যা – ৩ : বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণির আন্দোলন ।

Ans. ব্যাখ্যা – ৩ : বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছিল মূলত মধ্যবিত্ত শ্রেণির আন্দোলন ।

(২.৫.৪) বিবৃতি : গান্ধিজি জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলন সমর্থন করেননি ।

ব্যাখ্যা – ১ : গান্ধিজি ছিলেন জমিদার শ্রেণির প্রতিনিধি ।

ব্যাখ্যা – ২ : গান্ধিজি হিংসাত্মক আন্দোলনের বিরোধী ছিলেন ।

ব্যাখ্যা – ৩ : গান্ধিজি শ্রেণিসংগ্রামের পরিবর্তে শ্রেণি সমন্বয়ে বিশ্বাসী ছিলেন ।

Ans. ব্যাখ্যা – ৩ : গান্ধিজি শ্রেণিসংগ্রামের পরিবর্তে শ্রেণি সমন্বয়ে বিশ্বাসী ছিলেন ।

Rlearn Education