সংস্কারঃ বৈশিষ্ট্য ও মূল্যায়ন |Rlearn

Class Ten History Second Chapter Very short type questions


1. কবে ভারতে কোম্পানীর একচেটিয়া বাণিজ্যাধিকার লোপ পায়?

উঃ ১৮১৩ খ্রীষ্টাব্দে।

2. কে, কবে কোলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?

উঃ বড়লার্ট হেস্টিংস ১৭৮১ খ্রীষ্টাব্দে।

3. কে, কবে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন?

উঃ জোনাথান ডানকান ১৭৯২ খ্রীষ্টাব্দে।

4. বিশপ কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮২০ খ্রীষ্টাব্দে কলকাতার শিবপুরে।

5. জেনারেল অ্যাসেম্বলি ইন্সটিটিউশন কে প্রতিষ্ঠা করে? প্রতিষ্ঠানটির বর্তমান নাম কী?

উঃ আলেকজাণ্ডার ডাফ। বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ।

6. কে, কবে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন?

উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দে রামমোহন রায়।

7. কারা, কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন?

উঃ ১৮১৭ খ্রীষ্টাব্দের ২০ শে জানুয়ারি ডেভিড হেয়ার, রাধাকান্ত দেব, বৈদ্যনাথ মুখোপাধ্যায় এবং সুপ্রিম কোটের বিচারপতি এডওয়ার্ড হাইড ইস্ট।

8. হেয়ার স্কুল কত সালে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দে।

9. ক্যালক্যাটা স্কুল বুক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮১৭ খ্রীষ্টাব্দে।

10. কাউন্সিল অব এডুকেশন কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৪২ খ্রীষ্টাব্দে।

11. চার্লস উডের নির্দেশনামায় কাদের শিক্ষার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়?

উঃ স্ত্রীশিক্ষার উপর।

12. ক্যালক্যাটা স্কুল সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দে।

13. মেয়েদের মধ্যে কে কত সালে প্রথম এম. এ. পাশ করেন?

উঃ ১৮৮৩ খ্রীষ্টাব্দে কাদম্বিনী গাঙ্গুলী এবং চন্দ্রমুখী বসু।

14. উডের ডেসপ্যাচ কী? কে, কত সালে তা প্রকাশ করেন?

উঃ শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা। ১৮৫৪ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়।

15. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে?

উঃ স্যার জেমস উইলিয়াম কোলভিল।

16. ভারতীয় নবজাগরণের অগ্রদূত কে?

উঃ রামমোহন রায়।

17. রামমহন রায়কে ‘ভারতপথিক’ বলে কে সম্মান জানিয়েছেন?

উঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

18. কে, কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন?

উঃ ১৮১৫ সালে রামমোহন রায়।

19. কে, কত সালে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন? কত সালে এটি ব্রাহ্মসমাজ নাম গ্রহণ করে?

উঃ ১৮২৮ খ্রীষ্টাব্দে রামমোহন রায়। ১৮৩০ খ্রীষ্টাব্দে।

20. কে, কত সালে সম্বাদকৌমুদী পত্রিকাটি প্রকাশ করেন?

উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দে রামমোহন রায়।

21. রামমোহন রায়ের ফার্সি ভাষাতে প্রকাশিত সংবাদপত্রটির নাম কী? কত সালে সেটি প্রথম প্রকাশিত হয়?

উঃ মিরাৎ-উল-আখবর। ১৮২২ সালে প্রকাশিত।

22. কে, কত সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন?

উঃ ১৮২৯ সালের ৪ঠা ডিসেম্বর রামমোহন রায়ের সমর্থন ও সহযোগিতায় গভর্নর জেনারেল বেণ্টিং।

23. বাংলায় প্রথম বিধবা বিবাহ কবে অনুষ্ঠিত হয়?

উঃ ১৮৫৬ খ্রীষ্টাব্দের ৭ই ডিসেম্বর।

24. তত্ত্ববোধিনী সভা কে, কত সালে স্থাপন করেন?

উঃ ১৮৩৯ খ্রীষ্টাব্দে দেবেন্দ্রনাথ ঠাকুর।

25. কার সম্পাদনায়, কত সালে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়?

উঃ অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় ১৮৪৩ খ্রীষ্টাব্দে।

26. বামাবোধিনী সভা কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৬৩ খ্রীষ্টাব্দে।

27. বামাবোধিনী পত্রিকা কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ আগস্ট ১৮৬৩ খ্রীষ্টাব্দে।

28. বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ উমেশচন্দ্র দত্ত।

29. পার্থেনন পত্রিকা কে, কত সালে প্রথম প্রকাশ করেন?

উঃ ১৮২৯ খ্রীষ্টাব্দে ডিরোজিও।

30. বিদ্যাসাগর ক’টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন?

উঃ ৩৫ টি।

31. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম দুইজন মহিলা গ্রাজুয়েটের নাম লেখ।

উঃ কাদম্বিনী গাঙ্গুলী এবং চন্দ্রমুখী বসু।

32. বিধবা বিবাহ আইন কবে পাশ হয়?

উঃ ১৮৫৬ খ্রীষ্টাব্দের ২৬ শে জুলাই।

33. বিধবা বিবাহ আইন কে পাশ করেন?

উঃ বিদ্যাসাগরের উদ্যোগে লর্ড ক্যানিং।

34. মেট্রোপলিটন ইন্সটিটিউশন-এর প্রতিষ্ঠিতা কে? বর্তমানে এই প্রতিষ্ঠানের নাম কী?

উঃ বিদ্যাসাগর। বর্তমান নাম বিদ্যাসাগর কলেজ।

35. উইলিয়াম কেরী রচিত গ্রন্থ দু’টির নাম লেখ।

উঃ কথোপকথন ১৮০১খীষ্টাব্দ, ইতিহাসমালা ১৮১২ খ্রীষ্টাব্দ।

36. হুতোম প্যাঁচার নক্‌শা-গ্রন্থটির রচয়িতা কে?

উঃ কালীপ্রসন্ন সিংহ।

37. আলালের ঘরের দুলাল-গ্রন্থটির রচয়িতা কে?

উঃ প্যারীচাঁদ মিত্র।

38. কে, কত সালে সংবাদ প্রভাকর পত্রিকাটি প্রকাশ করেন?

উঃ ১৮৩২ খ্রীষ্টাব্দে ঈশ্বর গুপ্ত।

39. কে, কত সালে বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রথম প্রকাশ করেন? পত্রিকাটি কোন ভাষায় রচিত?

উঃ ১৭৮০ খ্রীষ্টব্দে ২৯ শে জানুয়ারী জেমস অগাস্টাস হিকি সাহেব। পত্রিকাটি ইংরেজি ভাষায় প্রকাশিত।

40. সমাচার দর্পণ পত্রিকাটি কবে, কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়?

উঃ ১৮১৮ খ্রীষ্টাব্দের মে মাসে মার্শম্যানের সম্পাদনায়।

41. বাঙ্গাল গেজেট পত্রিকাটির সম্পাদক কে?

উঃ গঙ্গাকিশোর ভট্টাচার্য।

42. কবে, কাদের উদ্যোগে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়? এই সভার সভাপতি কে ছিলেন?

উঃ ১৮৩৮ খ্রীষ্টাব্দে ১২ ই নভেম্বর রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর ও প্রসন্নকুমার ঠাকুরের উদ্যোগে। সভাপতি ছিলেন রাধাকান্ত দেব।

43. কত সালে রামমোহন রায়ের মৃত্যু হয়?

উঃ ১৮৩৩ খ্রীষ্টাব্দে।

44. কত সালে ডিরোজিও জন্মগ্রহণ করেন?

উঃ ১৮০৯ খ্রীষ্টাব্দে।

45. ডিরোজিও-র মৃত্যু কত সালে হয়?

উঃ ১৮৩১ খ্রীষ্টাব্দে।

46. কত সালে বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন?

উঃ ১৮২০ খ্রীষ্টাব্দে।

47. কত সালে বিদ্যাসাগর সংস্কৃত কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন?

উঃ ১৮৫১ খ্রীষ্টাব্দে।

48. বিধবা বিবাহ আইন কত সালে প্রবর্তিত হয়?

উঃ ১৮৫২ খ্রীষ্টাব্দে।

49. কবে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়?

উঃ ১৮৩৫ খ্রীষ্টাব্দ।

50. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে? কত খ্রীষ্টাব্দে এটি প্রথম প্রকাশিত হয়?

উঃ হরিশচন্দ্র মুখোপাধ্যায়। ১৮৫৩ খ্রীষ্টাব্দের ৫ই জুন।

51. ন্যাশানাল থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয়?

উঃ ১৮৭২ খ্রীষ্টাব্দে।

52. কোন নাটকের অভিনয় দিয়ে ন্যাশানাল থিয়েটারের যাত্রা শুরু হয়?

উঃ নীলদর্পণ।

53. ‘গ্রামবার্ত্তাপ্রকাশিকা’ পত্রিকাটি কবে প্রথম প্রকাশিত হয়?

উঃ ১৮৬৩ খ্রীষ্টাব্দের এপ্রিল মাসে।

54. ‘গ্রামবার্ত্তাপ্রকাশিকা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

উঃ কাঙ্গাল হরিনাথ বা হরিনাথ মজুমদার।

55. বিদ্যাসাগর রচিত যেকোন দু’টি পুস্তকের নাম লেখ।

উঃ কথামালা, সীতার বনবাস।

56. ‘যত মত তত পথ’ উক্তিটি কার?

উঃ শ্রীরামকৃষ্ণদেবের উক্তি।

57. ‘বর্তমান ভারত’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ স্বামী বিবেকানন্দ।

58. ‘প্রাচ্য ও পাশ্চাত্য’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ স্বামী বিবেকানন্দ।

59. ‘বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব’ গ্রন্থটির রচয়িতা কে?

উঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

60. ‘বিধায়ক নিষেধকের সম্বাদ’ গ্রন্থটি কার লেখা?

উঃ কাশীনাথ তর্কবাগীশ- এর।

61. ‘সহমরণ বিষয়ে প্রবর্তক ও নিবর্ত্তকের সম্বাদ’ গ্রন্থটি কার লেখা?

উঃ রামমোহন রায়ের।

62. ‘সহমরণ বিষয়ে প্রবর্তক ও নিবর্ত্তকের দ্বিতীয় সম্বাদ’ গ্রন্থটি কার রচনা?

উঃ রামমোহন রায়ের।

63. কে কবে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন?

উঃ ১৮২৭ খ্রীষ্টাব্দে ডিরোজিও।

64. ‘ক্যালাইডোস্কোপ’ পত্রিকা কার উদ্যোগে প্রকাশিত হয়?

উঃ ডিরোজিও-এর উদ্যোগে।

65. কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি কে ছিলেন?

উঃ টমাস ব্যাবিংটন মেকলে।

66. বাংলার দুজন বাউল সাধকের নাম লেখ।

উঃ লালন ফকির, পঞ্জ শাহ |

Class ten History Second chapter MCQ,class ten history suggestion, Dosom srenir itihas Suggestion, History Suggestion for Madhyamik, Important Questions Answer for Madhyamik Exam,Khan sir Suggestion,Madhyamik Challengers Suggestion,Madhyamik History Suggestion,Model Question paper Madhyamik History Exam, Rafi Ahmed Jewel Sir Suggestion, Ready Steady go Madhyamik Suggestion, Rlearn Education,Samrat Exclusive Suggestion,very short type questions for Madhyamik history exam, WBBSE History Suggestion, West Bengal Madhyamik History Suggestion, সংস্কারঃ বৈশিষ্ট্য ও মূল্যায়ন অতিসংক্ষিপ্ত প্রশ্ন,দশম শ্রেণীর মাধ্যমিক ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের অতিসংক্ষিপ্ত প্রশ্ন,মাধ্যমিক ইতিহাস MCQ,

Rlearn Education