চলতড়িৎ : মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশান

Madhyamik Physical Science Suggestion

Q. তড়িৎক্ষমতা বলতে কী বোঝায় ? একটি বাল্বের রেটিং লেখা আছে 220V−100W এর অর্থ কী ? 1+2

Ans. প্রথম অংশ: কোনো তড়িৎযন্ত্রের সময়ের সাপেক্ষে বৈদ্যুতিক শক্তি ব্যয়ের হারকে তড়িৎক্ষমতা বলা হয়।

দ্বিতীয় অংশ: কোনো বাবের রেটিং ‘220V- 100W’ বলতে বোঝায়, বাবের দুপ্রান্তের বিভবপ্রভেদ 220V হলে বাতিটি সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে এবং বাতিটি প্রতি সেকেন্ডে 100J তড়িৎশক্তি ব্যয় করবে৷

Q. তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয় ? তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে কোনটির ভেদন ক্ষমতা ও কোনটির আয়নায়ন ক্ষমতা সর্বাধিক ? 1+2

Ans. প্রথম অংশ: তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়।

দ্বিতীয় অংশ: তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে γ
রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক ও α রশ্মির আয়নায়ন ক্ষমতা সর্বাধিক।

Q. হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 মৌল গুলির একটি ধর্মের ও গ্রুপ 17 মৌলগুলির দুটি ধর্মের বৈসাদৃশ্যের উল্লেখ করো । 1+2

Ans. হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ- 1 মৌলগুলির (ক্ষার ধাতু) ধর্মের 1 টি বৈসাদৃশ্য—হাইড্রোজেন অধাতু ও সাধারণ উন্নতায় দ্বি-পরমাণুক গ্যাস। অপরদিকে, ক্ষার ধাতুগুলি সাধারণ উম্নতায় এক পরমাণুক কঠিন পদার্থ।

হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ-17 মৌলগুলির (হ্যালোজেন মৌল) দুটি ধর্মের বৈসাদৃশ্য—

[i] হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক মৌল এবং হ্যালোজেনগুলি তড়িৎ-ঋণাত্মক মৌল।

[ii] হাইড্রোজেন বিজারক দ্রব্য কিন্তু হ্যালোজেনগুলি জারক দ্রাব্য।

Q. (a) দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 1 এর অন্তর্গত Na (11), K (19), Li (3), Rb (37) কে পরমাণু ব্যাসার্ধের নিম্নক্রম অনুযায়ী

(b) দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 16 এর অন্তর্গত S (16), O (8), Te (52), Se (34) কে তড়িৎঋণাত্মকতার উর্ধ্বক্রম অনুযায়ী

(c) দীর্ঘ পর্যায় সারণির গ্রুপ 2 এর অন্তর্গত Ca (20), Be (4), Sr (38), Mg (12) কে বিজারন ক্ষমতার নিম্নক্রম অনুযায়ী ।

(মৌলগুলির চিহ্নের পাশে প্রথম ব্র্যাকেটের মধ্যে মৌলগুলির পারমাণবিক সংখ্যা দেওয়া হয়েছে) 1+1+1

Ans :

[a] Na, K, Li, Rb -কে পরমাণু ব্যাসার্ধের নিম্নক্রম অনুযায়ী সাজালে পাই : Rb>K>Na>Li

[b] S, O, Te, Se-কে তড়িৎ-ঋণাত্মকতার উধর্বক্ৰমে সাজালে পাই: Te<Se<S<O

[C] Ca, Be, Sr, Mg-কে বিজারণ ক্ষমতার নিম্নক্রমে সাজালে পাই : Sr>Ca>Mg>Be

Q. কীসের ভিত্তিতে তড়িৎবিশ্লেষ্যগুলিকে তীব্র ও মৃদু তড়িৎবিশ্লেষ্য হিসেবে শ্রেণি- বিভাগ করা হয়েছে ? তীব্র তড়িৎ বিশ্লেষ্যের একটি উদাহরণ দাও । 2+1

Ans. প্রথম অংশ: তড়িৎ পরিবাহিতার ক্ষমতা অনুযায়ী তড়িবিশ্লেষ্য পদার্থগুলিকে দুই ভাগে বিভক্ত করা হয়—তীব্র তড়িবিশ্লেষ্য ও মৃদু তড়িবিশ্লেষ্য। গলিত বা দ্রবীভূত অবস্থায় যেসব তড়িবিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহণের মাত্রা খুব বেশি তাদের তীব্র তড়িবিশ্লেষ্য পদার্থ বলা হয়। আবার গলিত বা দ্রবীভূত অবস্থায় যেসব তড়িবিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবহণের মাত্রা খুব কম তাদের মৃদু তড়িবিশ্লেষ্য পদার্থ বলা হয়।

দ্বিতীয় অংশ: তীব্র তড়িবিশ্লেষ্যের একটি উদাহরণ হল তীব্র অ্যাসিড যেমন নাইট্রিক অ্যাসিড (HNO3) |

Q. অ্যামোনিয়াকে বায়ুর অক্সিজেন দ্বারা জারণ ঘটিয়ে কীভাবে নাইট্রিক অক্সাইড উৎপাদন করা হয় অনুঘটকের নাম ও শর্ত উল্লেখ সহ লেখো । বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণও লেখো । 2 + 1

Ans. শুষ্ক ও বিশুদ্ধ অ্যামোনিয়া গ্যাস এবং ধূলিকণামুক্ত বায়ুর মিশ্রণকে (প্রায় 1: 7.5 আয়তন অনুপাতে) 5-7 বায়ুমণ্ডলীয় চাপে ও 700-800°C উষ্মতায় উত্তপ্ত প্ল্যাটিনাম বা প্ল্যাটিনাম দুত(সংস্পর্শকাল 0.0014 সেকেন্ড) চালনা করা হয়। এর ফলে অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইডে (NO) পরিণত হয়।

Q. ইথিলিনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ার শর্ত উল্লেখ করো । বিক্রিয়াটির সমিত রাসায়নিক সমীকরণ লেখো । সি এন জি (CNG) র একটি ব্যবহার উল্লেখ করো । 2+1

Ans : প্রথম অংশ:Pt, Pd বা র্যানি নিকেল অনুঘটকের উপস্থিতিতে সাধারণ উষ্মতাতেই ইথিলিনের সঙ্গে হাইড্রোজেন গ্যাসের বিক্রিয়ায় যুত যৌগ ইথেন উৎপন্ন হয়। এই বিক্রিয়ায় প্রতিটি ইথিলিন (C2H4
) অণু এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে সম্পৃক্ত হাইড্রোকার্বন ইথেন (C2H6
) -এ পরিণত হয়।

দ্বিতীয় অংশ: জ্বালানিরূপে CNG ব্যবহৃত হয়।

Q. আলোকের বিচ্ছুরণ কী ? একটি কাচ ফলকের ওপর 45° কোণে আপতিত সাদা আলোর প্রতিসরণের পর কাচফলকের ভিতরে বিচ্ছুরণ হবে কী ? 2+1

Ans. প্রথম অংশ: বহুবণী বা যৌগিক আলোকরশ্মি কোনো প্রতিসারক মাধ্যমের মধ্য দিয়ে গেলে বিভিন্ন বর্ণে ভেঙে যাওয়ার ঘটনাকে আলোর বিচ্ছুরণ বলা হয়।

দ্বিতীয় অংশ: না, এক্ষেত্রে আলোর বিচ্ছুরণ হবে না।

Q. নীচের যৌগগুলি থেকে একটি সমগণীয় শ্রেণির সদস্যদের বেছে নিয়ে তাদের আণবিক ওজনের ঊর্ধক্রমে পরপর সাজাও :

CH3COOH , CH3CH2OH , CH3OCH3
,CH3OH , C2H4 , C2H6, CH3CH2CH2OH , C3H4

Ans : প্রদত্ত যৌগগুলির মধ্যে সমগণীয় শ্রেণির সদস্যগুলি হল:

CH3CH2OH,CH3OH
এবং CH3CH2CH2OH

এদের আগবিক ওজনের উধর্বক্ৰমে সাজালে পাই: CH3OH,CH3CH2OH,CH3CH2CH2OH

Q. কার্যকরী গ্রুপ বলতে কী বোঝায় একটি উদাহরণ সহ লেখো ।

Ans : কার্যকরী গ্রুপ: যেসব মূলক বা গ্রুপ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে যৌগের প্রকৃতি ও ধর্ম নির্ধারণ করে তাদের কার্যকরী গ্রুপ বলা হয়।

উদাহরণ: অ্যালকোহল শ্রেণির কার্যকরী গ্রুপের নাম হাইড্রক্সিল যার সংকেত −OH
এবং গঠন −O−H
| অ্যালকোহল শ্রেণির উদাহরণ হল মিথাইল অ্যালকোহল (CH3OH ), ইথাইল অ্যালকোহল (CH3CH2OH ) ইত্যাদি।

Q. 100°C উষ্ণতায় উত্তপ্ত ক্যালশিয়াম কার্বাইড এর ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কী ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো । 2

Ans : 1100°C উষ্মতায় উত্তপ্ত ক্যালশিয়াম কার্বাইডের ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালশিয়াম সায়ানামাইড (CaCN2) ও কার্বন উৎপন্ন হয়। ক্যালশিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর মিশ্রণকে নাইট্রোলিম বলে।

Q. বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে কোনটিতে চাপ সবথেকে বেশি কারণ সহ লেখো ।

Ans. বায়ুমণ্ডলের স্তরগুলির মধ্যে ট্রোপোস্ফিয়ারের চাপ সবচেয়ে বেশি। এর কারণ বায়ুমণ্ডলের উপাদানের বেশিরভাগই ট্রোপোস্ফিয়ারে অবস্থান করায় এখানে চাপ সবচেয়ে বেশি হয়।

Q. একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো ।

অথবা

অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে কোথায় গঠিত হবে ? প্রতিবিম্বটির একটি বৈশিষ্ট্য উল্লেখ করো । 1+1

Ans. সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য:

[i] প্রতিবিম্ব সৎ [i] প্রতিবিম্ব অবশীর্ষ ও খর্বাকার

অথবা, প্রথম অংশ: অসীমে অবস্থিত কোনো বিস্তৃত বস্তুর অবতল দর্পণ কর্তৃক গঠিত প্রতিবিম্ব দর্পণের সামনে ফোকাসে (বা ফোকাস তলে) গঠিত হবে।

দ্বিতীয় অংশ: প্রতিবিম্বের একটি বৈশিষ্ট্য—প্রতিবিম্ব সৎ হবে।

Q. একটি আয়নীয় যৌগের উদাহরণ দিয়ে দেখাও যে এর আয়নগুলি অষ্টক নীতি মান্য করে না । 2

Ans : সমস্ত আয়নীয় যৌগের উপাদান আয়নগুলির যোজ্যতা কক্ষে৪ টি ইলেকট্রনের উপস্থিতি তথা অষ্টক পূর্তির দ্বারা যৌগগুলির স্থায়িত্ব ব্যাখ্যা করা যায় না। ক্ষার ধাতু Li দ্বারা গঠিত LiH যৌগে Li+ আয়নের যোজ্যতা কক্ষে 2 টি ও H− আয়নের যোজ্যতা কক্ষে 2 টি ইলেকট্রন আছে। এক্ষেত্রে অষ্টক সূত্রের নীতি মান্য হয় না |

Q. অ্যাভোগাড্রো সূত্রটি বিবৃত করো ।

Ans : অ্যাভোগাড্রো সূত্র: একই চাপ ও উন্নতায় সমআয়তনবিশিষ্ট সকল গ্যাসেই (মৌলিক বা যৌগিক) সমান সংখ্যক অণু বর্তমান |

Q. তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও ।

Ans : তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ হল থার্মোমিটার, যেখানে পারদের আয়তন প্রসারণের নীতিকে ব্যবহার করা হয়।

Q. একটি প্রিজমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ । ওই প্রিজমের একটি প্রতিসারক তলে 30° কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে 45° কোণে নির্গত হয় তাহলে চ্যুতি কোণ কত ? 3

Ans : প্রিজমের প্রতিসারক কোণ (A) = 60°

আপতন কোণ (i1) = 30°,

নির্গমণ কোণ (i2) = 45°

∴ চ্যুতি কোণ, δ=i1+i2−A

বা,δ=30∘+45∘−60∘=75∘−60∘=15∘

Rlearn Education