উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান : জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান : চলন
1] সামগ্রিক চলন বা গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম লেখো | MP 2008

উত্তর- ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স |

2] পদ্মফুল আলোর তীব্রতায় ফোটে এবং কম আলোতে মুদে যায়, এটি কী প্রকারের চলন ?

উত্তর- ফোটোন্যাস্টিক চলন |

3] টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে আবার কম তাপে মুদে যায় , এটি কী প্রকারের চলন ?

উত্তর- থার্মোন্যাস্টিক চলন |

4] কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুজে যায়, এটি কী প্রকারের চলন ?

উত্তর- ফোটোন্যাস্টিক চলন |

5] সূর্যশিশির নামক পতঙ্গভূক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে | এটি কী প্রকার চলন ? মাধ্যমিক 2018

উত্তর- কেমোন্যাস্টিক চলন |

6] ট্রপিক চলন সম্পর্কিত একটি সত্য বক্তব্য লেখো | মাধ্যমিক 2019

উত্তর- এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন |

7] ভলভক্স মৃদু আলোর দিকে অগ্রসর হওয়া আবার তীব্র আলোকে উৎস থেকে দূরে সরে যাওয়া কোন ধরনের চলনকে নির্দেশ করে ? মাধ্যমিক 2017

উত্তর- ফোটোট্যাকটিক চলন |

8] বনচাঁড়ালের পাতার পার্শ্বফলক দুটি রসস্ফীতির তারতম্যের জন্য ওঠানামা করে , এটি কী প্রকার চলন ?

উত্তর- প্রকরণ চলন |

9] ক্ল্যামাইডোমোনাস বা ভলক্সের আলোর দিকে গমনকে কী বলে ?

উত্তর- ফোটোট্যাকটিক চলন |

10] ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়াকে কী বলে ?

উত্তর- কেমোট্যাকটিক চলন |

11] ট্যাকটিক চলন সম্পর্কিত একটি সঠিক বক্তব্য লেখো ?

উত্তর- এটি উদ্দীপকের গতিপথ ও তীব্রতা উভয় দ্বারা নিয়ন্ত্রিত হয় |

12] লজ্জাবতী পাতা স্পর্শ করলে পত্রকগুলি নুয়ে পড়ে , এটি কী প্রকার চলন ?

উত্তর- সিসমোন্যাস্টিক চলন |

13] ইন্ডিয়ান টেলিগ্রাফ নামে পরিচিত উদ্ভিদ কোনটি ?

উত্তর- বনচাঁড়াল |

14] লবণাম্বু উদ্ভিদের ( সুন্দরী ) শ্বাসমূলে কোন প্রকার চলন দেখা যায় ?

উত্তর- নেগেটিভ জিওট্রপিক চলন |

15] ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন ? MP 2014

উত্তর- অক্সিন হরমোন |

16] আচার্য জগদীশচন্দ্র বসু লজ্জাবতী এবং বনচাঁড়াল উদ্ভিদে বৈদ্যুতিক উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের কোন ধর্ম প্রমাণ করেন ? মাধ্যমিক 2020

উত্তর- সংবেদনশীলতা |

17] ট্রপিক চলন হল উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন | মাধ্যমিক 2020

উত্তর- সত্য |

18] ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের ——— দ্বারা প্রভাবিত ও নিয়ন্ত্রিত হয় | মাধ্যমিক 23

উত্তর- তীব্রতা |

19] জগদীশচন্দ্র বসু কোন যন্ত্রের সাহায্যে উদ্ভিদের দেহে প্রাণের উপস্থিতি প্রমাণে সমর্থ হন ?

উত্তর – ক্রেসকোগ্রাফ |

20] বাহ্যিক উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের বক্রচলনকে কী বলে ?

উত্তর- ট্যাকটিক চলন বলে |

মাধ্যমিক জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় | উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান |Control and Coordination of Living Organism | ট্রপিক চলন | ট্যাকটিক চলন | ন্যাস্টিক চলন | মাধ্যমিক জীবনবিজ্ঞান সাজেশান | ট্রপিক চলনের প্রকারভেদ | ন্যাস্টিক চলনের প্রকারভেদ | ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের পার্থক্য | ট্রপিক চলন ও ট্যাকটিক চলনের পার্থক্য | ট্যাকটিক চলন ও ন্যাস্টিক চলনের পার্থক্য | WBBSE Life Science Suggestion| Class Ten Life Science| Madhyamik Life Science suggestion | West Bengal Madhyamik Exam Life Science suggestion|WBBSE Life Science Questions & Answer| Class ten Life Science Suggestion| Jibonbiggan suggestion for Madhyamik Exam |Paschimbanga Madhyamik Life Science Suggestion | Questions & Answer for Class ten Life science suggestion| Madhyamik 2025 Life Science suggestion| Important Questions Answer Life Science| West Bengal Madhyamik Life science suggestion |Khansir Suggestion| Samrat Exclusive Suggestion| Ray & Martin Suggestion Madhyamik Life Science | Science suggestion 2025| Rlearn.

Rlearn Education