ধান চাষের অনুকূল পরিবেশ

ধানচাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ : মাধ্যমিক ভূগোল

ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ :

ধান চাষের উপযুক্ত প্রাকৃতিক পরিবেশগুলি হল—

বৃষ্টিপাত : ধান চাষের প্রাথমিক অবস্থাতে প্রচুর বৃষ্টিপাত প্রয়োজন । বার্ষিক 100-200 সেমি বৃষ্টি ধান উৎপাদনের ক্ষেত্রে উপযুক্ত । তবে , 100 সেমির কম বৃষ্টি হলে জলসেচের প্রয়োজন হয় ।

উষ্ণতা : সাধারণত বীজের অঙ্কুরোদ্গমের থেকে ধান পাকা পর্যন্ত 20°সে – 30°সে তাপমাত্রা প্রয়োজন ।

আর্দ্রতা : ধানের চারা বৃদ্ধির সময় বাতাসের আর্দ্রতা বেশি থাকা প্রয়োজন । তবে ধান কাটার সময় শুষ্ক আবহাওয়া আদর্শ ।

মৃত্তিকা : সাধারণত উর্বর পলিমাটি ধান চাষের জন্য উপযুক্ত । এ ছাড়া উর্বর দোআঁশ , এঁটেল , বেলে মাটিতেও ধান চাষ হয় ।

ভূমি : গাছের গোড়ায় জলে জমে থাকলে ধান গাছের দ্রুত বৃদ্ধি ঘটে বলে বিস্তীর্ণ নদী অববাহিকা বা বদ্বীপ অঞ্চলের নীচু সমতলভূমি ধান চাষের পক্ষে আদর্শ ।

ধান চাষের অনুকূল অপ্রাকৃতিক বা অর্থনৈতিক পরিবেশ :

ধান চাষের অপ্রাকৃতিক পরিবেশগুলি হল—

শ্রমিক : সাধারণত ধান চাষ শ্রমনিবিড় হওয়ার কারণে অধিক জনঘনত্বপূর্ণ অঞ্চলে ধান চাষের সর্বাধিক উন্নতি লক্ষ করা যায় ।

পরিবহণ : সাধারণত ধান চাষের বিভিন্ন প্রকার উপকরণ সংগ্রহ ও উৎপাদিত ফসল মজুত করা বা বিপণন কেন্দ্রে পাঠানো প্রভৃতি ক্ষেত্রে সুবিধার জন্য উন্নত ও দ্রুত পরিবহণ ব্যবস্থা প্রয়োজন ।

চাহিদা : যেসব অঞ্চলে খাদ্যশস্য হিসেবে ধানের চাহিদা বেশি , সেখানে স্বাভাবিকভাবেই ধান চাষও দ্রুত প্রসার লাভ করে ।

Comments 1

Rlearn Education