ধাতুবিদ্যা : মাধ্যমিক ভৌতবিজ্ঞান (প্রথম পর্ব )

খনিজ, আকরিক ও ধাতুসংকর (Mineral,Ore & Alloy) : ধাতুবিদ্যা

অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন (VSAQ) :


1. অ্যালুমিনিয়ামের (Al)একটি প্রধান আকরিকের নাম ও সংকেত লেখো |(MP 2003, MP 2005,MP 2007,MP 2009,MP 2012,MP 2015, MP 2017)

উত্তর : বক্সাইট [ Al2O3, 2H2O]

2. জিংকের বা দস্তার (Zn)একটি প্রধান আকরিকের নাম ও সংকেত লেখো |(MP2002, MP 2009, MP 2012 , MP 2016)

উত্তর : জিঙ্ক ব্লেন্ড (ZnS) |

3. আয়রনের বা লোহা (Fe) একটি প্রধান আকরিকের নাম ও সংকেত লেখো | (ME 2008, MP 2011, ME 2015 )

উত্তর : রেড হেমাটাইট (Fe2O3) |

4. কপার বা তামার (Cu) একটি প্রধান আকরিকের নাম ও সংকেত লেখো |(MP 2001,ME 2006,MP 2008, ME 2014)

উত্তর : কপার পাইরাইটিস (CuFeS2) |

5. পিতলের উপাদানগুলি কী কী ?

উত্তর : কপার 60-80 % এবং জিংক 40 – 20 %

6. পিতলে ম্যাগনেশিয়াম এবং জিংক এর মধ্যে কোন্ ধাতুটি বর্তমান ? (ME 2018, ME 2004, MP 2011)

উত্তর : জিংক ( Zn ) |

7. অ্যালুমিনিয়ামের একটি ব্যবহার লেখো |(MP 2006, MP 2009,MP2016,MP 2018)

উত্তর : বিমান ও মোটর গাড়ির কাঠামো নির্মাণে ব্যবহার করা হয় |

8. কপার বা তামার একটি ব্যবহার লেখো |(ME 2002,ME 2018)

উত্তর : বৈদ্যুতিক তার নির্মাণে ব্যবহার হয় |

9. কোন ধাতুটি পিতল ও ব্রোঞ্জ উভয় সংকর ধাতুতেই উপস্থিত ? (MP 2013, MP 2015)

উত্তর : তামা বা কপার |

10. ডুরালুমিনে সংকর ধাতুর উপাদানগুলি কী কী ?

উত্তর : অ্যালুমিনিয়াম ( 95% ), কপার (4%) এবং ম্যাগনেশিয়াম (0.5%) |

সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (SAQ):
1. ধাতুসংকর বা সংকর ধাতু (Alloy) কাকে বলে ?

উত্তর : দুই বা ততোধিক ধাতু পরস্পর মিশে যে সমসত্ত্ব বা অসমসত্ত্ব কঠিন ধাতব পদার্থ উৎপন্ন করে যা একক ধাতুর মতো ব্যবহার করে তাকে ধাতুসংকর বা সংকর ধাতু বলে |

যেমন- পিতল, কাঁসা, ডুরালুমিন, ইনভার, স্টেনলেস স্টিল ইত্যাদি |

2. কোনো একটি ধাতু অপেক্ষা তার কোনো ধাতুসংকর ব্যবহারের সুবিধাগুলি কী কী ?

অনুরুপ প্রশ্ন : বিশুদ্ধ ধাতুর তুলনায় সংকর ধাতু ব্যবহারের সুবিধা লেখো |

উত্তর : i) ধাতুসংকর অপেক্ষাকৃত বেশি শক্ত হয় |

ii) ধাতুসংকর অপেক্ষাকৃত বেশি নমনীয় ও ঘাতসহ হয় |

iii) ধাতুসংকর অপেক্ষাকৃত বেশি নিষ্ক্রিয় ও ক্ষয়রোধী হয় |

3. খনিজ কাকে বলে ?

উত্তর : প্রকৃতিতে কোনো মৌল যৌগ আকারে অবস্থান করলে ওই যৌগকে মৌলটির খনিজ বলে | যেমন – বক্সাইট হল অ্যালুমিনিয়ামের খনিজ |

4. আকরিক কাকে বলে ?

উত্তর : যে সব খনিজ পদার্থ থেকে প্রয়োজনীয় ধাতুকে অল্প খরচে এবং সহজ উপায়ে নিষ্কাশন করা যায় তাকে ওই ধাতুর আকরিক বলে | যেমন- অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক বক্সাইট |

5. লোহা বা আয়রন বা Fe এর একটি প্রধান সংকর ধাতুর নাম , উপাদান ও ব্যবহার লেখো |

উত্তর : কলঙ্কহীন ইস্পাত বা স্টেনলেস স্টীল ৷

উপাদান : Fe (73%) , Cr ( 18% ) , Ni (8 % ) এবং সামান্য কার্বন থাকে |

ব্যবহার : বাসনপত্র, ছুরি, কাঁটা চামচ তৈরিতে ব্যবহার হয় |

6. কপার ও জিংকের প্রধান সংকর ধাতুর নাম , উপাদান ও ব্যবহার লেখো |

উত্তর : পিতল বা ব্রাস , ব্রোঞ্জ এবং জার্মান সিলভার |

পিতল :

উপাদান : Cu (60 – 80% ) , Zn ( 20-40% )

ব্যবহার : বাসনপত্র, কল ইত্যাদি তৈরিতে |

ব্রোঞ্জ :

উপাদান : Cu (80%) , Sn (18%) এবং Zn (2%) |

ব্যবহার : মূর্তি , মেডেল প্রভৃতি তৈরিতে |

জার্মান সিলভার :

উপাদান : Cu (50%), Zn ( 20%), Ni ( 30%) |

ব্যবহার : বাসনপত্র, ফুলদানি প্রভৃতি তৈরিতে |

7. অ্যালুমিনিয়ামের প্রধান সংকর ধাতুর নাম, উপাদান ও ব্যবহার লেখো |

উত্তর : ডুরালুমিন |

উপাদান : Al (95 % ) , Cu (4%), Mn ( 0.5 % ) এবং Mg ( 0.5 % ) |

ব্যবহার : বিমানের কাঠামো তৈরিতে ব্যবহার হয় |

8. অ্যামালগাম বা পারদ-সংকর কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর : অ্যামালগাম : ধাতুসংকরের একটি উপাদান পারদ বা মারকারি হলে তাকে অ্যামালগাম (amalgam) বা পারদ-সংকর বলে। যেমন- Na-Hg, Ag-Hg ইত্যাদি।

9. দুটি পারদ-সংকরের নাম ও তাদের ব্যবহার উল্লেখ করো।

উত্তর : দস্তার পারদ-সংকর (Zn-Hg) : এটি তড়িৎ কোশে তড়িদ্দ্বার হিসেবে ব্যবহৃত হয়।

রুপার পারদ-সংকর (Ag-Hg) : এটি দাঁতের চিকিৎসায় ব্যবহৃত হয়।

10. জিংক ব্লেন্ডকে জিংকের খনিজ ও আকরিক দুই-ই বলা যায় কেন ? MP 2019

উত্তর : প্রকৃতিতে কোনো মৌল যৌগ আকারে অবস্থান করলে ওই যৌগকে মৌলটির খনিজ বলে। জিংক ব্লেন্ড যৌগরূপে জিংককে প্রকৃতিতে পাওয়া যায়। সুতরাং জিংক ব্লেন্ড জিংকের খনিজ। আবার, যেসব খনিজ পদার্থ থেকে প্রয়োজনীয় ধাতুকে অল্প খরচে ও সহজ উপায়ে নিষ্কাশন করা যায় তাকে ওই ধাতুর আকরিক বলে। জিংক ব্লেন্ড থেকে জিংককে অল্প খরচে ও সহজ উপায়ে নিষ্কাশন করা যায়। সুতরাং জিংক ব্লেন্ড জিংকের আকরিক।
এই জন্য জিংক ব্লেন্ডকে জিংকের খনিজ ও আকরিক দুই-ই বলা হয়।

11. খনিজ মল কাকে বলে ? উদাহরণ দাও |

উত্তর : আকরিকের মধ্যে আসল ধাতব পদার্থের সঙ্গে মিশ্রিত মাটি, বালি, সালফেট প্রভৃতি অশুদ্ধি বা অপদ্রব্যকে খনিজ মল বলে। যেমন—কপার পাইরাইটিস আকরিকের (Cu2S. Fe2S3) মধ্যে বালি, আয়রন সালফাইড, মাটি, সালফার, আর্সেনিক প্রভৃতি খনিজ মলরূপে উপস্থিত থাকে।

12. সব আকরিকই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়—ব্যাখ্যা করো। অথবা, খনিজ ও আকরিকের প্রভেদ কী?

উত্তর : খনিজ ও আকরিকের প্রভেদ অথবা আকরিক মাত্রেই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয়—প্রকৃতিতে খনিজ রূপে রেড হেমাটাইট (Fe2O3), ম্যাগনেটাইট (FezO,) এবং আয়রন পাইরাইটিস (FeS2) প্রচুর
পরিমাণে পাওয়া যায়। কিন্তু আয়রন পাইরাইটিস থেকে অল্প খরচে এবং সহজ পদ্ধতিতে আয়রন নিষ্কাশন করা সম্ভব হয় না। সেজন্য এটি আয়রনের খনিজ কিন্তু আকরিক নয়। আবার রেড হেমাটাইট এবং ম্যাগনেটাইট থেকে আয়রন নিষ্কাশন করা হয়। সেজন্য এরা আয়রনের আকরিক। অতএব দেখা যাচ্ছে যে-কোনো ধাতুর আকরিক সর্বদাই এটির খনিজ কিন্তু কোনো ধাতুর যে কোনো খনিজই এটির আকরিক নাও হতে পারে।

13. দস্তা বা জিংকের সংকর ধাতু এবং আকরিকের নাম লেখো |

উত্তর : সংকর ধাতু :

a) ইলেকট্রন ( Mg 95% , Zn 5% )

b) জার্মান সিলভার ( Cu 50% , Zn 20% , Ni 30% )

আকরিকের নাম :

a) সালফাইড রূপে : জিঙ্ক ব্লেন্ড ( ZnS )

b) কার্বনেট রূপে : ক্যালামাইন (CaCO3)

c) অক্সাইড রূপে : জিঙ্কাইট (ZnO)

14. অ্যালুমিনিয়ামের (Al) এর সংকর ধাতু এবং আকরিকের নাম লেখো |

উত্তর : সংকর ধাতু :

a) ডুরালুমিন : Al (95 % ) , Cu (4%), Mn ( 0.5 % ) এবং Mg ( 0.5 % )

b) ম্যাগনেলিয়াম : Al (98%) , Mg ( 2% )

আকরিকের নাম :

a) অক্সাইড রূপে : বক্সাইট ( Al2O3, 2H2O)

এবং গিবসাইট ( Al2O3, 3H2O) |

b) ফ্লুরাইড রূপে : ক্রায়োলাইট ( AlF3, 3NaF)

15. লোহা বা আয়রনের সংকর ধাতুর নাম এবং আকরিকের নাম লেখো |

উত্তর : সংকর ধাতুর নাম :

a) স্টেনলেস স্টিল ( Fe- 73% , Cr -16% , Ni- 10% , C- 1%)

b) ইনভার ( Fe 64% , Ni 36%)

আকরিকের নাম :

অক্সাইড রূপে :

i) রেড হেমাটাইট ( Fe2O3)

ii) ম্যাগনেটাইট (Fe3O4)

কার্বনেট রূপে : সিডেরাইট ( FeCO3)

16. তামা বা কপারের আকরিক ও ধাতুসংকরের নাম লেখো |

উত্তর : ধাতু সংকরের নাম :

a) পিতল : Cu (60 – 80% ) , Zn ( 20-40% )

b) ব্রোঞ্জ : Cu (80%) , Sn (18%) এবং Zn (2%) |

আকরিকের নাম :

a) অক্সাইড রূপে : কিউপ্রাইট ( Cu2O)

b) সালফাইড রূপে :

i) কপার গ্লান্স বা চ্যালকো সাইট (Cu2S)

ii) কপার পাইরাইটিস ( CuFeS2) |

Rlearn Education