একা আন্দোলন সম্পর্কে টীকা

একা আন্দোলন : মাধ্যমিক ইতিহাস

ভূমিকা :- মহাত্মা গান্ধির ডাকে ব্রিটিশদের বিরুদ্ধে অহিংস অসহযোগ আন্দোলন (১৯২০-২২ খ্রি.) শুরু হলে উত্তরপ্রদেশে এই আন্দোলনের ব্যাপক প্রভাব দেখা যায়। এই রাজ্যের অযোধ্যা অঞ্চলে কৃষকদের নিয়ে একা আন্দোলন গড়ে ওঠে।

নামকরণ :

১৯২১ খ্রিস্টাব্দের শেষ ও ১৯২২ খ্রিস্টাব্দের প্রথমদিকে কৃষক আন্দোলন তীব্র হয়ে ওঠে। আন্দোলনকারী কৃষকরা একতাবদ্ধ থাকার শপথ নেওয়ায় এই আন্দোলনের নাম হয় ‘একা’ বা ‘একতা’ আন্দোলন ৷

আন্দোলনের কারণ :

একা আন্দোলনের প্রধান কারণগুলি ছিল –

(১) কৃষকদের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ নতুন কর আরোপ।
(২) কর আদায়ে চরম অত্যাচার।
(৩) প্রভুর জমি ও খামারে কৃষককে বিনা বেতনে বেগার শ্রম দিতে বাধ্য করা প্রভৃতি।

আন্দোলনের নেতৃত্ব :

একা আন্দোলনে নেতৃত্ব দেন মাদারি পাশি ও বাবা গরিবদাস। এই আন্দোলন উত্তরপ্রদেশের উত্তর-পশ্চিম অযোধ্যাঅঞ্চলের হরদৈ, বারাবাকি, সীতাপুর, বারাইচ প্রভৃতি জেলায়ছড়িয়ে পড়ে।

শপথ :

আন্দোলনকারীরা শপথ গ্রহণ করে যে, তারা-

(১) অতিরিক্ত কর দেবে না,
(২) বেগার শ্রম দেবে না,
(৩) অপরাধীদের সাহায্য করবে না,
(৪) জমি থেকে উৎখাত করলেও তারা জমি ছেড়ে যাবে না,
(৫) তারা পঞ্চায়েতের যাবতীয় সিদ্ধান্ত মেনে নেবে।

কংগ্রেসের ভূমিকা :

প্রথমদিকে কংগ্রেস একা আন্দোলনের প্রতি সমর্থন জানালেও কিছুকাল পর এই আন্দোলনে হিংসার প্রবেশ ঘটলে কংগ্রেস ও জাতীয় নেতৃবৃন্দ এই আন্দোলন থেকে নিজেদের সরিয়েনেয়।

উপসংহার:- একা আন্দোলনের নেতৃত্ব থেকে কংগ্রেস ও জাতীয় নেতৃবৃন্দ সরে গেলে আন্দোলন কিছুটা দুর্বল হয়ে পড়ে। তীব্র সরকারি দমননীতির ফলে ১৯২২ খ্রিস্টাব্দের মার্চ মাস নাগাদ এই আন্দোলন বন্ধ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *