Electric Current Chapter Physical Science Class 10
1. কোনও পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 12 C আধান প্রবাহিত হলে, তড়িৎ প্রবাহমাত্রা হল- [MP-22]
(a) 6 অ্যাম্পিয়ার b) 0.1 অ্যাম্পিয়ার (c) 24 অ্যাম্পিয়ার (d) 10 অ্যাম্পিয়ার
উঃ- 0.1 অ্যাম্পিয়ার।
2. পরিবাহীর রোধ (R) ও পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় (t) অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ (H) ও প্রবাহমাত্রার (I) সম্পর্ক হল – [MP-22]
(a) H ∞ I (b) H ∞ 1/I² (c) H ∞ I² (d) H ∞ 1/I
উঃ- H ∞ I²
3. একটি ইলেকট্রনের আধান হল- [MP-22]
(a) -3.2×10-¹⁹ C (b) -1.6×10-¹⁹ C (c) 1.6×10-¹⁹ C (d) 3.2×10-¹⁹ C
উঃ- -1.6×10-¹⁹ C
4. নিম্নলিখিতগুলির ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পেয়ার কোনটি ? [MP 2017]
(a) কুলম্ব.সেকেন্ড (b) ভোল্ট.ওহম-¹ (c) ভোল্ট.ওহম (d)ভোল্ট-¹.ওহম
Ans. (b) ভোল্ট.ওহম-¹
5. নীচের কোনটির রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায় ? [ MP 2017 ]
(a) পরিবাহী (b) অর্ধপরিবাহী (c) অতিপরিবাহী (d) অন্তরক
Ans. (b) অর্ধপরিবাহী |
6. নীচের এককগুলির মধ্যে কোনটি রোধের SI একক ? [ MP 2018 ]
(a) ভোল্ট (b) অ্যাম্পিয়ার (c) কুলম্ব (d) ওহম
Ans. ওহম |
7. গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নীচের কোনটির সঙ্গে যুক্ত থাকে ? [MP 2018]
(a) আর্থ লাইন (b) লাইভ লাইন (c) নিউট্রাল লাইন (d) লাইভ ও নিউট্রাল উভয় লাইন
Ans. লাইভ লাইন |
8. অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভবপ্রভেদ V এবং পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎপ্রবাহমাত্রা I হলে নীচের কোনটি সত্য ? [ MP 2019 ]
(a) V∝I
(b) V∝I2
(c) V∝I−1
(d) V∝I−2
Ans. (a) V∝I
9. তড়িৎচালক বল (V), কার্য (W) ও আধান (Q) -এর মধ্যে সম্পর্কটি হলো [MP 2019]
(a) Q=WV (b) Q=V/W
(c) Q=VW²
(d) Q=W/V
Ans. (d) Q=W/V
10. তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধানের
(a) একটি বিন্দু, একটি গোলাকৃতি (b) দুটিই গোলাকৃতি (c) একটি বিন্দু, অন্যটি বিস্তৃত (d) দুটিই বিন্দু [ MP 2020 ]
Ans. (d) দুটিই বিন্দু |
11. ফিউজ তারের বৈশিষ্ট্য হল—-
(a) রোধ উচ্চ, গলনাঙ্ক উচ্চ (b) রোধ নিম্ন, গলনাঙ্ক নিম্ন (c) রোদ নিম্ন, গলনাঙ্ক উচ্চ (d) রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন [ MP 2020 ]
Ans. (d) রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন |
12. দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত । রোধ দুটি 100 Ω ও 200 Ω । এদের ক্ষমতার অনুপাত হবে-
(a) 1:2 (b) 2:1 (c) 1:4 (d) 4:1
Ans: 2:1
13. কোনো পরিবাহীর দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করা হলে রোধাঙ্ক হবে –
(a) দ্বিগুণ (b) চারগুন (c) অর্ধেক (d) অপরিবর্তিত |
Ans: চারগুন হবে ।
14. তড়িৎ ক্ষমতার একক হল –
(a) জুল (b) ওয়াট (c) ভোল্ট (d) কুলম্ব ।
Ans: watt.
15. কোনটি তড়িৎ শক্তির একক –
(a) কিলোওয়াট (b) কিলোওয়াট – ঘণ্টা (c) ভোল্ট. অ্যাম্পিয়ার (d) ভোল্ট/অ্যাম্পিয়ার ।
উঃ- কিলোওয়াট – ঘণ্টা ।
16. নিচের কোনটি ওহমের সুত্র মানে না ?
(a) রূপো (b)তামা (c) অ্যালুমিনিয়াম (d) সিলিকন ।
উঃ- সিলিকন ।
17. সুপরিবাহীর রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধিতে –
a) অপরিবর্তিত থাকে b) হ্রাস পায় c) বৃদ্ধি পায় d) শূন্য হয়ে যায়।
উত্তর: বৃদ্ধি পায়।
18. ফিউজ তার কোন্ ধাতুর তৈরি?
a) টিন b) সিসা c) টিন ও সিসার সংকর ধাতু d) তামা ও অ্যালুমিনিয়ামের সংকর ধাতু।
উত্তর: টিন ও সিসার সংকর ধাতুর তৈরি।
19. বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি করা হয় –
a) টাংস্টেন b) অ্যালুমিনিয়াম c) কপার d) নাইক্রম দিয়ে।
উত্তর: টাংস্টেন দিয়ে।
20. তড়িৎপ্রবাহের তাপীয় ফলের একটি প্রয়োগ হল –
a) রেডিয়ো b) ফিউজ c) টিভি d) প্রেসার কুকার।
উত্তর: ফিউজ।
21. তড়িৎশক্তির খরচের হিসেবে কোন্টি বেশি তড়িৎ খরচ সাশ্রয়কারী?
a) ভাস্বর বাতি b) প্রতিপ্রভ বাতি c) LED d) CFL
উত্তর: LED বেশি তড়িৎ খরচ সাশ্রয়কারী।
22. R রোধের মধ্য দিয়ে t সময় ধরে I প্রবাহ চললে যে পরিমাণ তড়িৎশক্তি খরচ হবে, তা হল-
a) IR²t b) I²Rt c) IRt d) I²R²t
উত্তর: IR²t
23. ফ্লেমিং- এর বামহস্ত নিয়মকে বলা হয়-
a) ডায়নামোর নিয়ম b) মোটরের নিয়ম c) আবেশের নিয়ম d) ভ্রান্ত নিয়ম।
উত্তর: মোটরের নিয়ম |
24.ওরস্টেড- এর নীতিকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে-
a) হিটার b) বাল্ব c) বৈদ্যুতিক মোটর d) ইনভার্টার।
উত্তর- ওরস্টেড- এর নীতিকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে – c) বৈদ্যুতিক মোটর।
25. লেঞ্জের সূত্রটি প্রদত্ত কোন্ সংরক্ষণ সূত্র থেকে পাওয়া যায়?
a) ভরের সংরক্ষণ সূত্র b) আধানের সংরক্ষণ সূত্র c) শক্তির সংরক্ষণ সূত্র d) ভর ও শক্তির সংরক্ষণ সূত্র।
উত্তর: শক্তির সংরক্ষণ সূত্র থেকে পাওয়া যায়।
26. ফ্যারাডের সূত্র দুটি বিবৃত করে-
a) চৌম্বকক্ষেত্র b) তড়িৎক্ষেত্র c) তড়িৎচৌম্বক ক্ষেত্র d) তড়িৎচুম্বকীয় আবেশ।
উত্তর: তড়িৎচুম্বকীয় আবেশ।
চলতড়িৎ (Electric Current ) এর কিছু গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:-
1. এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় |[MP 2020]
Ans. বৈদ্যুতিক মোটরে তড়িৎশক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়।
2. গৃহস্থালির বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কী কী ? [MP 2020]
Ans. গৃহস্থালির বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি দুটি তার হল আর্থিং তার ও নিউট্রাল তার।
3. একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও । [MP 2019]
Ans. একটি অর্ধপরিবাহীর উদাহরণ হল সিলিকন (Si)।
4. একই পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান । একই বিভব প্রভেদে রাখলে তাদের কোনটির মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ বেশি হবে ? [ MP 2019 ]
Ans. মোটা তারটির মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ বেশি হবে। কারণ, একই পরিবাহী পদার্থের একই দৈর্ঘ্যের সরু তারের চেয়ে মোটা তারের রোধ কম। আবার বিভবপ্রভেদ অপরিবর্তিত থাকলে তড়িৎপ্রবাহ, রোধের ব্যাস্তানুপাতিক হয়। তাই মোটা তারের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ বেশি হবে।
5. উষ্ণতার বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কিভাবে পরিবর্তিত হয় ? [ MP 2019 ]
Ans. উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ হ্রাস পায়।।
6. ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎশক্তিতে রূপান্তরিত হয় ?[MP 2019 ]
Ans. ডায়নামোতে যান্ত্রিক শক্তি তড়িৎশক্তিতে রূপনান্তরিত হয়।
7. যদি তড়িৎপ্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বার্লোচক্রের গতিতে কী পরিবর্তন ঘটবে ? [MP 2017]
Ans. চক্রটি বিপরীত দিকে ঘুরবে |
8. 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে ? [ MP 2017 ]
Ans. জুল |
9. ফ্লেমিং এর বাম হস্ত নিয়মে চৌম্বকক্ষেত্র ও তড়িৎক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত?
Ans : উঃ- 90⁰
10. গৃস্থলির বর্তনীতে লাইভ তার ছাড়া বাকি তার দুটি কী কী ? [MP-2000]
উঃ- নিউট্রাল তার ও আর্থিং তার।
11. একটি তারকে কেটে সমান দু টুকরো করা হল। তারটি উপাদানের রোধাঙ্কের কী পরিবর্তন হবে?
উঃ- রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না।
12. রোধাঙ্কের SI একক কী ?
উঃ- ওহম. মিটার।
13. দুটি 10 ওহম রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যাঙ্করোধ কত হবে ?
উঃ- 5 ওহম।
14. LED এর পুরো নাম লাখো।
উঃ- Light Emitting Diode.
15. নাইক্রোম তারের একটি ব্যবহার লেখো।
উঃ- তাপ উৎপাদক যন্ত্র যেমন ইলেট্রিক ইস্ত্রি, হিটার ইত্যাদিতে ব্যবহার করা হয়।
16. SI পদ্ধতিতে তড়িৎ আধানের একক কী ? [MP-22]
উঃ- কুলম্ব।
17. তড়িৎ পরিবাহীতার একক কী? [MP-22]
উঃ- অ্যাম্পিয়ার।
18. ফিউজ তারের উপাদান কী কী? [MP-22]
উঃ- টিন (25%) ও সীসা (75%)।
19. ‘ কিলোওয়াট- ঘণ্টা’ কোন ভৌত রাশির একক? [MP-22]
উঃ- তড়িৎ শক্তির একক।
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্মঃ (SAQs on Electric Current Chapter)
1. তড়িৎ চালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লেখো।
2. ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো ।[MP 2017]
Ans. ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে CFL বাতি ব্যবহারের সুবিধা— (1) ভাস্বর বাতির চেয়ে CFL বেশি শক্তি সাশ্রয়কারী। ভাস্বর বাতি ব্যয়িত তড়িৎশক্তির প্রায় 2% এবং CFL ব্যয়িত তড়িৎশক্তির প্রায় 7% থেকে 9% দৃশ্যমান আলো উৎপন্ন করে। (2) ভাস্বর বাতির চেয়ে CFL -এর জীবনকাল বেশি।
3. তড়িচ্চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো । পরবর্তী তড়িৎপ্রবাহ বলতে কী বোঝায় ? (২+১) [ MP 2017 ]
Ans. তড়িৎচুম্বকীয় আবেশ-সংক্রান্ত ফ্যারাডের সূত্রাবলি:
প্রথম সূত্র : কোনো বন্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হয় এবং কুণ্ডলীতে। তড়িৎপ্রবাহ চলে।
দ্বিতীয় সূত্র : তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক।
যে তড়িৎপ্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর পর্যায়ক্রমে বিপরীত হয় তাকে পরিবর্তী তড়িৎপ্রবাহ বা ac বলা হয়।
4. তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো । [ MP 2018 ]
Ans. লেঞ্জের সুত্র: তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎপ্রবাহ এমন একটি অভিমুখে হবে যাতে, যে কারণে প্রবাহের সৃষ্টি হয় প্রবাহ সর্বদা সেই কারনকে বাধা দেয়।
5. তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো । [ MP 2018 ]
Ans. 1841 খ্রিস্টাব্দে ইংরেজ পদার্থবিদ জেমস প্রেসকট জুল তড়িৎ প্রবাহের তাপীয় ফল-সংক্রান্ত তিনটি সূত্র প্রকাশ করেন। সুত্রগুলি হল—
1) প্রবাহমাত্রার সুত্র : কোনো পরিবাহীর রোধ (R) ও তড়িৎপ্রবাহের সময় (t) স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ। (H) , প্রবাহমাত্রার (I) বর্গের সমানুপাতিক।
অর্থাৎ H∝I² [যখন R এবং tধুবক]
(2) রোধের সূত্র : কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা (I) ও তড়িৎ প্রবাহের সময় (t) স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ (H) , পরিবাহীর রোধের (R) সমানুপাতিক।।
অর্থাৎ H∝R [যখন I এবং t ধ্রুবক]
(3) সময়ের সুত্র : কোনো পরিবাহীর রোধ (R) ও প্রবাহমাত্রা (I) স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ (H), তড়িৎপ্রবাহের । সময়ের (t) সমানুপাতিক।
অর্থাৎ H∝t [যখন R এবং I ধুবক]
সুত্র তিনটি থেকে যৌগিক ভেদের নিয়মানুযায়ী পাই, H∝I²Rt [যখন, I, R ও t তিনটিই পরিবর্তনশীল]
6. তড়িৎক্ষমতা বলতে কী বোঝায় ? একটি বাল্বের রেটিং লেখা আছে 220V−100W
— এর অর্থ কী ? [ MP 2020 ]
Ans. প্রথম অংশ: কোনো তড়িৎযন্ত্রের সময়ের সাপেক্ষে বৈদ্যুতিক শক্তি ব্যয়ের হারকে তড়িৎক্ষমতা বলা হয়।
দ্বিতীয় অংশ: কোনো বাবের রেটিং ‘220V-100W’ বলতে বোঝায়, বাবের দুপ্রান্তের বিভবপ্রভেদ 220V হলে বাতিটি সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে এবং বাতিটি প্রতি সেকেন্ডে 100J তড়িৎশক্তি ব্যয় করবে৷
7. বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তারের প্রকৃতি কীরূপ?
উত্তর- বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তার উচ্চ গলনাঙ্ক ও উচ্চ রোধাঙ্ক বিশিষ্ট হয়। উচ্চ রোধাঙ্ক হওয়ায় বেশি পরিমাণ তাপ উৎপন্ন হয়। এবং উচ্চ গলনাঙ্ক হওয়ার কারণে অধিক তাপে নাইক্রোম তার গলে যায় না।
8. শর্ট সার্কিট কী?
উত্তর- কোনো কারণে কোনো তড়িৎ বর্তনীর লাইন দুটির মধ্যে সরাসরি সংযোগ ঘটলে বর্তনীর রোধ প্রায় শূন্য হয়। একেই বলা হয় শর্ট সার্কিট (Short circuit)। শর্ট সার্কিট হলে বর্তনীতে প্রবাহমাত্রা খুব বেড়ে যায়। ফলে লাইনে প্রচুর তাপ উৎপন্ন হয়ে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে।
9. আর্থিং কী?
উত্তর- ব্যবহৃত যন্ত্রের ধাতব ও আচ্ছাদন তড়িৎ গ্রস্ত হয়ে পড়লে বিপদের আশঙ্কা থাকে অর্থাৎ ব্যবহারকারী ভূমিতে দাঁড়ানো অবস্থায় ওই যন্ত্র স্পর্শ করলে তার শক লাগার সম্ভাবনা থাকে। এই বিপদ দূর করার জন্য আর্থিং ব্যবহার করা হয়।
10. লাইভ, নিউট্রাল এবং আর্থিং তারের আন্তর্জাতিক নিয়ম অনুসারে বর্ণ লেখো।
উত্তর- আন্তর্জাতিক নিয়ম অনুসারে, লাইভ তারের বর্ণ – বাদামি
নিউট্রাল তারের বর্ণ – হালকা নীল
আর্থ তারের বর্ণ – সবুজ বা হলুদ।
11. পরিবর্তী প্রবাহ (AC) ও সম প্রবাহ (DC) –এর মধ্যে পার্থক্য লেখো।
12. একটি রোধ অপর একটি রোধের তিনগুন। রোধ দুটিকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ হয় 12 Ω । রোধ দুটির মান নির্ণয় করো।
উত্তর : সমাধান, ধরি, একটি রোধ R অপরটি 3R।
রোধ দুটিকে শ্রেণি সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ = (R + 3R) = 4R
∴ 4R=12
∴ R = 3
উত্তর- একটি রোধ 3Ω অপরটি (3 x 3) = 9Ω
13. একটি স্কুলে 10টি 40 W –এর পাখা প্রতিদিন 5 hr চলে এবং 5টি 60 W –এর বাতি গড়ে 3 hr জ্বলে। প্রতি ইউনিট 5 টাকা হলে, মাসিক খরচ কত হবে ?
উত্তর: মোট তড়িৎশক্তি ব্যয় = [(10 x 40) x 5 x 30 + (5 x 60) x 3 x 30] = 60000 + 27000 = 87000 = 87KWh
এক মাসে কত খরচ হবে = 87 x 5 = 435 টাকা |
14. রোধাঙ্কের সংজ্ঞা দাও।
উঃ- নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থ দ্বারা নির্মিত একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদবিশিষ্ট একটি পরিবাহীর রোধের মানকে ওই পদার্থের রোধাঙ্ক বলে।
15. অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো।
উঃ- যদি কোনো কাল্পনিক সাঁতারু তড়িৎ পরিবাহী তার বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে হাত ছড়িয়ে এমনভাবে সাঁতার কাটে যে তার মুখ চুম্বক শলাকার দিকে থাকে তাহলে চুম্বক শলাকার উত্তর মেরু তার বাঁ হাতের দিকে বিক্ষিপ্ত হবে।
16. ওহমের সূত্রটি লেখো।
উঃ- উষ্ণতা, উপাদান এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ -প্রবাহমাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব-পার্থ্যকের সমানুপাতিক।
17. গৃহস্থলির বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং করা হয় কেন?
উঃ- গৃহস্থলির বিদ্যুৎ লাইন ও ওই লাইনে যুক্ত বৈদ্যুতিক যন্ত্রপাতিকে শর্ট-সার্কিটের বিপদ থেকে রক্ষা করার জন্য গৃহস্থলি বৈদ্যুতিক বর্তনীতে আর্থিং করা হয়। কোনো কারনে কোনো বৈদ্যুতিক যন্ত্রে তড়িৎ প্রবাহের লিকেজ হলে অথবা, তড়িৎ বর্তনীতে হঠাৎ করে অতিরিক্ত পরিমান তড়িৎ প্রবাহ হলে তা আর্থিং এর মধ্য দিয়ে মাটিতে চলে যায় কারন পৃথিবীর বিভব শূন্য।
18. ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি লেখো।
উঃ- বামহস্তের বৃদ্ধাঙ্গুলি , মধ্যমা এবং তর্জনীকে পরস্পরের সঙ্গে সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চৌম্বকক্ষেত্রের দিক এবং মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করবে।
19. একমুখী তড়িৎপ্রবাহ (AC) ও পরিবর্তী তড়িৎপ্রবাহ (DC) কাকে বলে ?
একমুখী তড়িৎপ্রবাহ (AC): যদি একটি পরিবাহীতে তড়িৎপ্রবাহের অভিমুখ সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে তাহলে সেই তড়িৎপ্রবাহকে একমুখী তড়িৎপ্রবাহ বলে।
পরিবর্তী তড়িৎপ্রবাহ (DC): যদি একটি পরিবাহীতে তড়িৎপ্রবাহের অভিমুখ নির্দিষ্ট সময় অন্তর পূর্বের বিপরীত হয় এবং তড়িৎপ্রবাহের মান নির্দিষ্ট হারে পরিবর্তিত হয় তাহলে সেই তড়িৎপ্রবাহকে পরিবর্তী তড়িৎপ্রবাহ বলে।
20. মুক্ত বর্তনীতে তড়িৎ- কোশের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও। [MP-22]
উঃ- মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোশের দুটি মেরুর মধ্যে যে বিভব পার্থক্য থাকে, তাকে ওই কোশের তড়িৎ চালক বল বলে।
21. বার্লোর চক্রে ঘূর্ণনের ক্ষেত্রে কী ঘটবে যদি (i) তড়িৎ প্রবাহ বিপরীতমুখী হয় ? (ii) চুম্বকের মেরু দুটিকে উলটে দেওয়া হয়? (ii) তড়িৎপ্রবাহ বিপরীতমুখী ও একই সঙ্গে চুম্বকের মেরু দুটিকে উলটে দেওয়া হয়? (iv) DC এর পরিবর্তে AC পাঠানাে হয়?
➫ (i) বার্লোর চক্রে চৌম্বকক্ষেত্রের অভিমুখ একই রেখে তড়িৎপ্রবাহ বিপরীতমুখী করলে চক্রটি বিপরীত দিকে ঘুরৰে। (ii) বার্লোর চক্র তড়িৎপ্রবাহের অভিমুখ একই রেখে চুম্বকের মেরু দুটিকে উলটে
দিলে বার্লোর চক্ৰ বিপরীত দিকে ঘুরবে। (iii) বার্লোর চক্রে তড়িৎপ্রবাহ বিপরীতমুখী ও একইসঙ্গে চুম্বকের মেরু দুটিকে উলটে দিলে বার্লোর চক্র একই দিকে ঘুরবে। (iv) DC এর পরিবর্তে AC পাঠালে বার্লোর চক্রের ‘ঘূর্ণন বন্ধ হয়ে যাবে।
22. ফিউজ তার ব্যবহার করা হয় কেন?
➫ ফিউজ তারের তড়িৎপ্রবাহ মাত্রার একটি সর্বোচ্চ নির্দিষ্ট সহনসীমা থাকে। কোনাে কারণে ওই সইনসীমার বেশি তড়িৎপ্রবাহ হলে ফিউজ তার উত্তপ্ত হয়ে গলে যায় ফলে বর্তনী ছিন্ন হয়ে যায় এবং বর্তনীতে তড়িৎপ্রবাহ বন্ধ হয়ে যায়। যার মাধ্যমে বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
23. থ্রিপিন প্লাগের আর্থ পিনটি কিছুটা বেশি মোটা ও লম্বা করা হয় কেন?
➫ থ্রি-পিন প্লাগের আর্থ পিনটি মােটা করা হয় যাতে ভুলবশত এই পিনটকে অন্য দুটি ছিদ্রে প্রবেশ করানো না যায়। আবার আর্থ পিনটি লম্বা করা হয়, যাতে লাইভ পিন বা নিউট্রাল পিন অপেক্ষা এই পিনটির প্রান্ত সকেটের সঙ্গে আগে যুক্ত হয় এবং ব্যবহারকারীর সর্ট খাওয়ার সম্ভাবনা কম হয়।
24. কোশের তড়িচ্চালক বল 1.5 ভােল্ট—বলতে কী বােঝো?
➫ কোনাে কোশের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে বােঝায় যে, ওই কোশের ধনাত্মক তড়িৎদ্বার থেকে ঋণাত্মক তড়িৎদ্বারে এক কুলম্ব তড়িতাধান নিয়ে যেতে 1.5 জুল কাজ করতে হয়।
25. কোশের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
উত্তরঃ কোশের অভ্যন্তরীণ রোধ নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে –
(১) তড়িদ্দারদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপরঃ তড়িদ্দারদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বাড়ালে অভ্যন্তরীণ রোধ বৃদ্ধি পায়।
(২) সক্রিয় তরলের মধ্যে তড়িদ্দারদ্বয়ের নিমজ্জিত অংশের ক্ষেত্রফলের উপরঃ নিমজ্জিত অংশের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে অভ্যন্তরীণ রোধ হ্রাস পায়।
(৩) কোশ মধ্যস্থ সক্রিয় তরলের প্রকৃতির উপরঃ সক্রিয় তরলের পরিবাহিতা বৃদ্ধি পেলে কোশের অভ্যন্তরীণ রোধের মান হ্রাস পায়।
26. সমপ্ৰথচ্ছেদ বিশিষ্ট একটি লম্বা ও একটি ছোটো তামার তারের মধ্য দিয়ে একই সময় একই পরিমাণ তড়িৎ পাঠালে কোন তারটি বেশি উত্তপ্ত হবে ও কেন?
উত্তরঃ সমপ্রথচ্ছেদ বিশিষ্ট একটি লম্বা ও একটি ছোটো তামার তারের মধ্য দিয়ে একই সময় একই পরিমাণ তড়িৎ পাঠালে লম্বা তারটি বেশি উত্তপ্ত হবে।
কারণ আমরা জানি, একই উপাদান ও একই বিশিষ্ট তারের রোধ ওর দৈর্ঘ্যের সমানুপাতিক। লম্বা তারটির রোধ ছোটো তারটির রোধ অপেক্ষা বেশি হয়। আবার জুলের সূত্রানুযায়ী, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহমাত্রা ও তড়িৎপ্রবাহের সময় অপরিবর্তিত থাকলে, পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক হয়। অর্থাৎ, পরিবাহীতে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক হয়। অর্থাৎ, পরিবাহীর রোধ বেশি হলে ওতে উৎপন্ন তাপের পরিমাণ বেশি হবে। লম্বা তারটির রোধ বেশি হওয়ায় লম্বা তারটি বেশি উত্তপ্ত হবে।
27. ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয় কেন?
উত্তরঃ ইলেকট্রিক হিটারে নাইক্রোম তার ব্যবহারের কারণ হল –
(১) নাইক্রোম হল নিকেল (Ni), ক্রোমিয়াম (Cr) ও লোহার (Fe) সংকর ধাতু। এর গলনাঙ্ক রোধাঙ্ক খুব বেশি হয়। রোধাঙ্ক বেশি হওয়ায় রোধও বেশি। আবার রোধ বেশি হওয়ায় জুলের সূত্রানুযায়ী, তড়িৎপ্রবাহের ফলে তারটিতে বেশি তাপ উৎপন্ন হয়। আর গলনাঙ্ক বেশি হওয়ায় উচ্চ তাপমাত্রাতেও তারটি গলে যায় না।
(২) উচ্চ উষ্ণতাতেও নাইক্রোম বায়ুর সংস্পর্শে এলে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় না।
28. ফিউজ তারের বৈশিষ্ট্য উল্লেখ করো?
উত্তরঃ ফিউজ তার নিম্ন গলনাঙ্ক এবং উচ্চ রোধাঙ্ক যুক্ত হয়ে থাকে। ফিউজ তার এমন এক সংকর ধাতু দিয়ে তৈরি হয় যা 25 শতাংশ টিন এবং 75% সীসা থাকে।
29. বৈদ্যুতিক মোটরের শক্তি কী কী উপায়ে বাড়ানো যায়?
উত্তরঃ বৈদ্যুতিক মোটরের শক্তি বাড়ানোর উপায় হল –
(১) আর্মেচারের মধ্যে তড়িৎপ্রবাহের মাত্রা বাড়িয়ে।
(২) আর্মেচারের তারের পাকসংখ্যা বাড়িয়ে।
(৩) ক্ষেত্র চুম্বকের চৌম্বকশক্তি বাড়িয়ে।
30. ডিসি অপেক্ষায় এসি ব্যবহারের সুবিধা উল্লেখ করো?
উত্তরঃ এসির ক্ষেত্রে ট্রান্সফর্মার ব্যবহার করে এর বিবাহ মান বাড়ানো বা কমানো সম্ভব। ডিসি তুলনায় এসির উৎপাদন খরচ অনেক কম হয়। এসি বহুদূরে সম্প্রচার করা সম্ভব।
31. কিলোওয়াট-ঘন্টা (KWh) বা BOT একক কাকে বলে?
উত্তরঃ কিলোওয়াট-ঘণ্টা (KWh) বা BOT : এক কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্র এক ঘন্টা চললে যে তড়িৎশক্তি ব্যয় হয়, তাকে 1 কিলোওয়াট-ঘন্টা (KWh) বা 1 বোর্ড অব ট্রেড ইউনিট বা BOT একক বলে।
32. পরিবাহীর রোধ কী কী বিষয়ের ওপর নির্ভর করে?
➫ কোনাে পরিবাহীর রােধ সাধারণত নিম্নলিখিত বিষয়গুলির ওপর নির্ভর করে – (i) পরিবাহীর দৈর্ঘ্য, (ii) প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, (iii) পরিবাহীর উপাদান ও (iv) পরিবাহীর তাপমাত্রা। এছাড়া কোন পরিবাহীর রােধ (i) আলাের তীব্রতী, (ii) চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য এবং (iii) চাপের ওপর নির্ভর করে।
West Bengal Madhyamik Physical Science Suggestion Electricity | Class ten Physical Science Suggestion| Physical Science Suggestion for Madhyamik| Dosom srenir voutobiggan Suggestion Cholotorit| WBBSE Physical Science Suggestion| Important Questions Answer for Madhyamik Exam| Model Question paper Madhyamik Physical Science Exam | Madhyamik Physical Science Suggestion |Madhyamik Physical Science Suggestion | Rlearn Education |Samrat Exclusive Suggestion| Ready Steady go Madhyamik Suggestion| Madhyamik Challengers Suggestion|Khan sir Suggestion| Rafi Ahmed Jewel Sir Suggestion|Rlearn Education.
[…] 6] চলতড়িৎ : Madhyamik 2025 Physical Science Suggestion […]