Primary & Upper Primary Tet Exam ENVS|Environment Science
■ সুন্দরলাল বহুগুণা কোন আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন ?
Ans: চিপকো আন্দোলনের।
■ ডেঙ্গু রোগের জীবাণু বাহকের নাম কি ?
Ans: এডিশ মশকী (স্ত্রী মশা)।
■ WHO – এর পুরো নাম কি ?
Ans: World Health Organization.
■ বিশুদ্ধ জলের pH এর মাত্রা কত থাকে ?
Ans: 7.0
■ ISRO এর পুরো নাম কি ?
Ans: Indian space Research
Organisation.
■ প্রতিবছর কোন তারিখে ‘বিশ্ব পরিবেশ দিবস’ পালন করা হয় ?
Ans: ৫ই জুন।
■ ভারতবর্ষের কোন রাজ্যে মৃত্যুহার সর্বনিম্ন ?
Ans: কেরালা।
■ করোনা ভাইরাসটি প্রথম কোথায় চিহ্নিত করা হয়?
Ans: চীনের হুঁবেই প্রদেশের উহানে।
■ কলেরা রোগের পরজীবীর নাম কি ?
Ans: ভিব্রিও কলেরি।
■ কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়?
Ans: ভিটামিন -এ বা রেটিনল।
■ কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?
Ans: ভিটামিন-সি।
■ কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় ?
Ans: ভিটামিন-ডি।
■ ভারতের নবীনতম জীবমণ্ডল সংরক্ষন অঞ্চল কোনটি ?
Ans: পান্না।
■ ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল
কোনটি ?
Ans: নীলগিরি অঞ্চল।
■ ম্যানগ্রোভ জাতীয় বনভূমি কোথায় দেখা যায় ?
Ans: সমুদ্র তীরবর্তী লবনাক্ত মাটিতে।
■ বর্তমানে ভারতবর্ষের মোট বায়োস্ফিয়ার রিজার্ভ কয়টি ?
Ans: ১৮টি।
■ বর্তমানে ভারতবর্ষের মোট অভয়ারণ্যের সংখ্যা কয়টি ?
Ans: ১৫১টি।
■ বর্তমানে ভারতবর্ষের জাতীয় উদ্যানের
সংখ্যা কয়টি ?
Ans: ১০৬ টি
■ প্রতিবছর কোন দিনটিকে ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ রূপে পালন করা হয় ?
Ans: ১১ই জুলাই।
■ কোনো দেশের জনসংখ্যা যদি সেই দেশের কার্যকর জমির সমানুপাতে গড়ে ওঠে, তখন তাকে কি বলে ?
Ans : কাম্য জনসংখ্যা |
■ NGO-কোন ধরণের সংস্থা ?
Ans: বেসরকারী সংস্থা।
■ ‘মিনামাটা’ রোগের জন্য কোন ধাতুটি দায়ী ?
Ans: পারদ বা মার্কারি।
■■আউচ আউচ রোগটির জন্য কোন ধাতুটি দায়ী ?
Ans: ক্যাডমিয়াম।
■ ব্ল্যাক ফুট ডিজিজের জন্য কোন ধাতুটি দায়ী ?
Ans: আর্সেনিক |
■ প্রধান গ্রিণ হাউস গ্যাস কোনটি?
Ans: কার্বন ডাই অক্সাইড।
■ বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী আর্সেনিকের নিরাপদ মাত্রা কত ?
Ans: প্রতি লিটার জলে ০.০১ মিলিগ্রাম।
■ মানবদেহে আর্সেনিকের সর্বাধিক সহনসীমা কত ?
Ans: প্রতি লিটার জলে ০.০৫ মিলিগ্রাম।
■ ওজন হোল সৃষ্টির ক্ষেত্রে কোন গ্যাসটি প্রধান দায়ী ?
Ans: CFC বা ক্লোরোফ্লুরো কার্বন।
■ ভারতের প্রতিষ্ঠিত প্রথম জাতীয় উদ্যান কোনটি ?
Ans : জিম করবেট |
■ মধুমেহ রোগের জন্য কোন হরমোনটি দায়ী ?
Ans: ইনসুলিন হরমোন।