Famous works of various authors | GK
❖ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ➠ বেতাল পঞ্চবিংশতি, বোধোদয়, বর্ণপরিচয়, ভ্রান্তিবিলাস, কথামালা
❖ মাইকেল মধুসূদন দত্ত ➠ একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, মেঘনাদবধ কাব্য, কৃষ্ণকুমারী, ব্রজাঙ্গনা, তিলোত্তমাসম্ভব, বীরাঙ্গনা, শর্মিষ্ঠা, দ্য ক্যাপটিভ লেডি
❖ দীনবন্ধু মিত্র ➠ নীলদর্পণ, সধবার একাদশী
❖ কাজী নজরুল ইসলাম ➠ অগ্নিবীণ, ঝিঙে ফুল, সঞ্চিতা , কামাল পাশা
❖ লীলা মজুমদার ➠ পিদিপিসির বর্মিবাক্স, মাকু, হলদে পাখির পালক, খেরোর খাতা
❖ আশাপূর্ণা দেবী ➠ প্রথম প্রতিশ্রুতি, বকুলকথা, সুবর্ণলতা, বলয়গ্রাস
❖ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী ➠ টুনটুনির গল্প, গুপি গাইন বাঘা বাইন
❖ সুকুমার রায় ➠ আবোল তাবোল, হযবরল, খাই খাই, পাগলা দাশু, লক্ষ্মণের শক্তিশেল
❖ অবনীন্দ্রনাথ ঠাকুর ➠ ক্ষীরের পুতুল, বড়ো আংলা, রাজকাহিনী, নালক
❖ মহাশ্বেতা দেবী ➠ হাজার চুরাশির মা, অরণ্যের অধিকার, রুদালী
❖ প্যারিচাদ মিত্র ➠ আলালের ঘরের দুলাল
❖ তসলিমা নাসরিন ➠ লজ্জা, আমার মেয়েবেলা, নির্বাচিত কলাম, দ্বিখণ্ডিত
❖ বকিমচন্দ্র চটোপাধ্যায় ➠ রাজমোহনস্ ওয়াইফ (প্রথম ভারতীয় ইংরেজি উপন্যাস), দুর্গেশনন্দিনী, কপালকুণ্ডলা, মৃণালিনী, চন্দ্রশেখর, বিষবৃক্ষ, সীতারাম, রজনী, রাধারাণী, আনন্দমঠ, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, ইন্দিরা, কমলাকান্তের দপ্তর
❖ রবীন্দ্রনাথ ঠাকুর ➠ ভিখারিণী (প্রথম গল্প); ঘাটের কথা (প্রথম বাংলা ছোটোগল্প); বউ-ঠাকুরানীর হাট, রাজর্ষি, চোখের বালি, নৌকাডুবি, গোরা, চতুরঙ্গ, দুই বোন, মালঞ্চ, ঘরে বাইরে, যোগাযোগ, চার অধ্যায়, শেষের কবিতা (উপন্যাস); নষ্টনীড়, স্ত্রীর পত্র, রবিবার, ল্যাবরেটরি, গুপ্তধন, ক্ষুধিত পাষাণ, চুটি, পোস্টমাস্টার, কাবুলিওয়ালা, সমাপ্তি, অতিথি, খোকাবাবুর প্রত্যাবর্তন, দেনাপাওনা, সে (ছোটোগল্প); সোনার তরী, ক্ষণিকা, নৈবেদ্য, মানসী, গীতাঞ্জলি, বলাকা (কাব্য),শ্যামা, চণ্ডালিকা, বাল্মীকি প্রতিভা (কাব্যনাট্য); কর্ণকুন্তী সংবাদ (নাট্যকাব্য); বিসর্জন, ডাকঘর, রাজা ও রানি, রক্তকরবী (নাটক)
❖ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ➠ মন্দির (প্রথম গল্প), বড়দিদি (প্রথম উপন্যাস), কাশীনাথ, বিরাজ বৌ, মেজদিদি, নিষ্কৃতি, বিন্দুর ছেলে, রামের সুমতি, পন্ডিতমশাই, দত্তা, দেনাপাওনা, পরিণীতা, দেবদাস, বিপ্রদাস, পল্লীসমাজ, শ্রীকান্ত, গৃহদাহ, চরিত্রহীন, পথের দাবী, শেষ প্রশ্ন, অনুরাধা, সতী, ছবি, পরেশ, মহেশ, অভাগীর স্বর্গ, একাদশী বৈরাগী
❖ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ➠ পথের পাঁচালী, অপরাজিত, অপূর্ব, কাজল, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, দেবযান, ইছামতী কেদার রাজা, অশনি সংকেত, কিন্নর দল, মেঘমল্লার, মৌরীফুল, চাঁদের পাহাড়
❖ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ➠ রাইকমল, ধাত্রীদেবতা, কালিন্দী, গণদেবতা, নাগিনী কন্যার কাহিনী, হাঁসুলি বাঁকের উপকথা, মঞ্জরী অপেরা, আরোগ্য নিকেতন, সপ্তপদী, বিচারক, যোগভ্ৰষ্ট, কালাপাহাড়, না, অগ্ৰদানী
❖ মানিক বন্দ্যোপাধ্যায় ➠ দিবারাত্রির কাব্য, পদ্মানদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা, শহরতলি, অহিংসা, চতুষ্কোণ, হারানের নাতজামাই, প্রাগৈতিহাসিক, হলুদপোড়া, ছোট বকুলপুরের যাত্রী, সরীসৃপ, অতসী মামী
❖ রাজশেখর বসু ➠ গড্ডলিকা, কজ্জলী, হনুমানের স্বপ্ন, কৃষ্ণকলি, আনন্দীবাঈ, চমৎকুমারী, ধুস্তুরি মায়া
❖ সত্যজিৎ রায় ➠ বাদশাহী আংটি, প্রফেসর শঙ্কু, এক ডজন গপ্পো, সোনার কেল্লা, জয় বাবা ফেলুনাথ, বোম্বাইয়ের বোম্বেটে, গ্যাংটকে গণ্ডগোল, ফটিকচাঁদ
❖ বলাইচাঁদ মুখোপাধ্যায় ➠ ভুবন সোম, ভীমপলশ্রী, হাটে বাজারে, মৃগয়া, ডানা, পক্ষীমিথুন, অগ্নীশ্বর, জঙ্গম, স্থাবর, প্রচ্ছন্ন, মহিমা, সন্ধিপূজা
❖ নারায়ণ গঙ্গোপাধ্যায় ➠ অমাবস্যার গান, পদসঞ্চার, আগন্তুক, চারমূর্তির অভিযান, টেনিদার অভিযান, পঞ্চাননের হাতি, নিশিযাপন, শিলালিপি, বিদিশা
❖ সুনীল গঙ্গোপাধ্যায় ➠ একা এবং কয়েকজন, অরণ্যের দিনরাত্রি, সেই সময়, অমৃতের পুত্রকন্যা, অর্জুন, একটি মেয়ে অনেক পাখি, প্রথম আলো, খালি জাহাজের রহস্য, জীবন যে রকম, নীল মানুষের কাহিনী, কাকাবাবু সিরিজ |
Join WhatsApp Click here
General Knowledge | Gk for Competitive Exam Gk| জেনারেল নলেজ | বিভিন্ন সরকারী চাকরী পরীক্ষার জেনারেল নলেজ | PSC পরীক্ষার GK | SSC পরীক্ষার GK | Railway পরীক্ষার GK | WBP পরীক্ষার GK | KP পরীক্ষার GK |