জ্ঞানচক্ষু : আশাপূর্ণা দেবী

মাধ্যমিক বাংলা সাজেশান : জ্ঞানচক্ষু

১. ‘জ্ঞানচক্ষু’ গল্পটি কার লেখা? এর উৎস উল্লেখ করো।
উত্তর:- আশাপূর্ণা দেবী রচিত ‘জ্ঞানচক্ষু’ গল্পটির উৎস হল তাঁর ‘কুমকুম’ নামক ছোটোদের গল্পসংকলন।
২. ‘কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল!’ কোন্ কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল ?
উত্তর:- লেখকরা ভিন্ন জগতের প্রাণী—এটিই ছিল তপনের ধারণা। কিন্তু তার নতুন মেসোমশাই একজন লেখক শুনে বিস্ময়ে তপনের চোখ মার্বেল হয়ে গেল।
৩. ‘সত্যিকার লেখক।’ –এই উক্তির মধ্য দিয়ে তপনের মনের কোন্ ভাব প্রকাশিত হয়েছে বলে তোমার মনে হয় ?
উত্তর:- এই উক্তির মধ্য দিয়ে তপনের মনের বিস্ময় প্রকাশ পেয়েছে। লেখকরা আদৌ বাস্তব জগতের মানুষ নন—এই অলীক ভাবনা নতুন মেসোর সঙ্গে পরিচয়ে ভেঙে যাওয়াতেই এমন উক্তি।
৪. ‘এমন সময় ঘটল সেই ঘটনা।’ –কোন্ ঘটনার কথা বলা হয়েছে?
উত্তর:- ছোটোমাসি ও লেখক মেসোমশাইয়ের ‘সন্ধ্যাতারা’ পত্রিকা নিয়ে তপনদের বাড়িতে আসার কথা প্রদত্ত অংশে বলা হয়েছে।
৫. ‘এ বিষয়ে সন্দেহ ছিল তপনের।’—কোন্ বিষয়ে তপনের সন্দেহ ছিল ?
উত্তর:- লেখকদের যে বাস্তব জীবনে কখনও দেখা যেতে পারে, তাঁরাও যে তপনের বাবা, ছোটোমামা বা মেজো কাকার মতোই সাধারণ মানুষ— সে বিষয়ে তপনের সন্দেহ ছিল।
৬. ‘আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন।’— কোন্ সুযোগে তপন কী দেখতে পাচ্ছে?
উত্তর:- লেখক মেসোমশাইকে কাছ থেকে দেখার সুযোগ পেয়ে তপন বুঝতে পারে লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তাদেরই মতো মানুষ।
৭. ‘তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়।’— কে, কেন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় ?
উত্তর:- ছোটোমেসো তপনের লেখাটা ছাপানোর কথা বললে তপন প্রথমে সেটাকে ঠাট্টা বলে ভাবে। কিন্তু মেসোর মুখে করুণার ছাপ দেখে তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়।
৮. ‘মেসোর উপযুক্ত কাজ হবে সেটা।’— উক্তিটি কার? কোন্‌টা মেসোর উপযুক্ত কাজ হবে?
উত্তর:- উক্তিটি তপনের ছোটোমাসির।তপনের লেখা গল্পটা ছোটোমেসো যদি একটু কারেকশন করে ছাপানোর ব্যবস্থা করে দেন, তবে সেটাই মেসোর উপযুক্ত কাজ হবে।
৯. ‘নতুন মেসোকে দেখে জানলে সেটা।’— তপন কী জেনেছিল?
উত্তর:- তপন ছোটো থেকেই বহু গল্প শুনেছে ও পড়েছে। কিন্তু সে জানত না যে, সাধারণ মানুষ সহজেই তা লিখতে পারে। নতুন মেসোকে দেখে সেটাই জানল।
১০. ‘যেন নেশায় পেয়েছে।’— কোন্ নেশার কথা বলা হয়েছে ?
উত্তর:- নতুন মেসোকে দেখে অনুপ্রাণিত হয়ে তপন যে-গল্প লিখেছিল তা মাসির উৎসাহে মেসো ছাপিয়ে দেওয়ার কথা বলেন। এরপর থেকে তপনকে গল্প লেখার নেশায় পায়।
১১. ‘বুকের রক্ত ছলকে ওঠে তপনের।’ – তপনের বুকের রক্ত ছলকে ওঠার কারণ কী ছিল?
উত্তর:- গল্প ছাপানোর প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন অদৃশ্য থাকার পর হঠাৎই একদিন ছোটোমাসি ও মেসো ‘সন্ধ্যাতারা’ পত্রিকা হাতে নিয়ে তপনদের বাড়িতে আসে। তাতে তার গল্প ছাপার কথা ভেবে তপনের বুকের রক্ত ছলাত করে ওঠে।
১২. ‘পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?’ এখানে কোন্‌ ঘটনাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে?
উত্তর:- পত্রিকায় তপন কুমার রায়ের লেখা গল্প ছাপার অক্ষরে প্রকাশিত হওয়া এবং সেই পত্রিকা বহু মানুষের কাছে পৌঁছে যাওয়ার ঘটনাকেই ‘জ্ঞানচক্ষু’ গল্পে অলৌকিক ঘটনা বলা হয়েছে।

Rlearn Education