গম চাষের অনুকূল পরিবেশ

গম চাষের উপযোগী অনুকূল প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ

প্রশ্ন : গম চাষের অনুকূল ভৌগলিক পরিবেশগুলি আলোচনা |

উত্তর :

(A) প্রাকৃতিক পরিবেশ :


(i) জলবায়ু :- গম প্রধানত নাতিশীতোয় বা উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে ভালো হয়।

(ii) বৃষ্টিপাত :- যে সব অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 50-100 সেমি-এর মতো সেখানেই গম চাষ সম্ভব। আবার 100 সেমির অধিক বৃষ্টিপাত গম চাষের পক্ষে ক্ষতিকর। এই কারণে ভারতে শীতকালে রবিশস্য হিসেবে অধিকাংশ গম চাষ হয়ে থাকে।

(iii) উষ্ণতা : অঙ্কুরোদগম ও চারা বৃদ্ধির সময় 15° সে থেকে 16° সে উয়তা। ফসল পাকার সময় 18 থেকে 20% সে উষ্ণতা প্রয়োজন।

(iv) মৃত্তিকা :- ভারী-উর্বর দোঁ-আঁশ মৃত্তিকা ও হালকা কাদা মৃত্তিকায় গমের চাষ ভালো হয়।

(v) ভূমির প্রকৃতি :- গম গাছের গোড়ায় জল দাড়ানো চলবে না। তাই উত্তম জলনিকাশিযুক্ত সামান্য ঢালু বা প্রায় সমতল জমির প্রয়োজন।

(B) আর্থসামাজিক পরিবেশ :


(i) শ্রমিক : নাতিশীতোষ্ব অঞ্চলে গম চাষে কৃষি যন্ত্রপাতি বেশি ব্যবহৃত হওয়ায় শ্রমিক কম লাগে কিন্তু আমাদের দেশে কৃষিকাজ মনুষ্যশ্রম নির্ভরশীল হওয়ায় সুলভ শ্রমিক পাওয়ার সুবিধা থাকা দরকার।

(ii) চাহিদা ও বাজার : স্থায়ী বাজারের সঙ্গে সঙ্গে অন্যত্র এই ফসলের চাহিদা গম চাষের অনুকূল পরিবেশ সৃষ্টি করে।

(iii) মূলধন : উন্নত বীজ ক্রয়, সার ও কীটনাশক ক্রয় শ্রমিকদের মজুরি প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহের জন্য প্রচুর পরিমাণে মূলধনের প্রয়োজন হয়।

Comments 1

Rlearn Education