HS Environmental Studies Suggestion 2025 | উচ্চমাধ্যমিক পরিবেশবিদ্যা সাজেশান ২০২৫

HS Environmental Studies Suggestion 2025| উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যা সাজেশন ২০২৫ |পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পরিবেশবিদ্যা পরীক্ষার সাজেশন ২০২৫ | West Bengal Higher Secondary Class 12 Environmental Studies Suggestion 2025 |  HS Environmental Studies Suggestion 2025 | WBCHSE Class 12th HS Environmental Studies Suggestion 2025| HS Environmental Studies Suggestion 2025 | HS Suggestion

১. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখো :

(i) পৃথিবীর কত আয়তন জমি প্রতি বছর ভূমিক্ষয়ের কবলে নষ্ট হয়ে যাচ্ছে? HS 18

(a) 100 লক্ষ হেক্টর, (b) 80 লক্ষ হেক্টর,
(c) 50 লক্ষ হেক্টর,   (d) 30 লক্ষ হেক্টর।

(ii) সরীসৃপের বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত ? – HS 18

(a) 15 তম,  (b) 10 তম,
(c) 5 তম,     (d) 20 তম ।

(iii) মৃত্তিকার ভৌত উপাদান -এর একটি উদাহরণ হল – HS 18

(a) ছত্রাক (ফাংগাস), (b) কেঁচো,
(c) জল, (d) এদের কোনোটিই নয়।

(iv) কোন সালে ভারতবর্ষে ন্যাশনাল বায়োডাইভারসিটি অথারিটি’ স্থাপিত হয়েছিল? —HS 18

(a) 2003 সালে, (b) 1981 সালে,

(c) 1992 সালে  (d) 1972 সালে।

(v) আই এস 10500 অনুযায়ী পানীয় জলে ‘লোহার সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? – HS 18

(a) 0.1 মিলিগ্রাম / লিটার, (b) 0.2 মিলিগ্রাম / লিটার, (c) 0.3 মিলিগ্রাম/লিটার,
(d) 0.4 মিলিগ্রাম / লিটার।

(vi) বসতি এলাকার বাতাসে নাইট্রোজেন অক্সাইড (NO) এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত? –HS 18

(a) 80 মাইক্রোগ্রাম/ঘনমিটার, (b) 60 মাইক্রোগ্রাম / ঘনমিটার, (c) 15 মাইক্রোগ্রাম / ঘনমিটার, (d) এদের কোনোটিই নয়।

(vii) পুনর্নবীকরণযোগ্য সম্পদ-এর একটি উদাহরণ হল – HS 18

(a) পেট্রোলিয়াম, (b) কয়লা,
(c) বনসম্পদ,  (d) এদের কোনোটিই নয়।

(viii) ইয়াম (Dioscorea deltoidea) ব্যবহৃত হয় –HS 18

(a) জন্মনিরোধক বড়ি তৈরিতে
(b) ক্যানসার প্রতিরোধে,
(c) ম্যালেরিয়া প্রতিরোধে,
(d) এদের কোনোটিই নয়।

(ix) ‘ল্যান্টানা ক্যামেরা’ উদ্ভিদটি কোন দেশ থেকে ভারতবর্ষে আমদানি করা হয়েছিল।
HS 18
(a) রাশিয়া,  (b) চিন

(c) মেক্সিকো, (d) বাংলাদেশ।

(x) নারিকেল গাছের বৈজ্ঞানিক নাম হল –

(a) ম্যাশিফেরা ইন্ডিকা, (b) এ্যালবিজিয়া প্রসেরা, (c) কোকোস নুসিফেরা, (d) এদের কোনোটিই নয়।

(xi) ভারতবর্ষে মোট ‘ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের’ সংখ্যা হল – HS 18

(a) 38, (b) 28, (c) 18, (d) 48 ।

(xii) জৈবিক অগাছানাশক-এর একটি উদাহরণ হল – HS 18

(a) সূর্যমুখী, (b) ডিডিটি,
(c) ইউরিয়া, (d) ফসফেট।

(xiii) পৃথিবীর কত সংখ্যক মানুষ প্রতি বছর কীটনাশকের বিষে মৃত্যুবরণ করে। –HS 18

(a) 4,00,000, (b) 50,000,
(c) 1,00,000, (d) 10,000 1,

(xiv) মাইকোরাইজার একটি উদাহরণ হল – HS 18

(a) গ্লোমাস, (b) নস্টক, (c) মিলেট,
(d) আলফা আলফা

(xv) পৃথিবীর কত আয়তন জমি প্রতি বছর মরুভূমিতে পরিণত হয়ে যাচ্ছে? HS 18

(a) 180 লক্ষ হেক্টর, (b) 80 লক্ষ হেক্টর,
(c) 40 লক্ষ হেক্টর, (d) 20 লক্ষ হেক্টর।

(xvi) সবচেয়ে পুরোনো লোকায়ত কৃষিবন পদ্ধতি হল – HS 18

(a) ঝুম চাষ, (b) টাঙ্গিয়া, (c) সামাজিক বনসৃজন, (d) এদের কোনোটিই নয়।

(xvii) ডিডিটি-এর অধিক ব্যবহারের ফলে সৃষ্টি হয় — HS 18

(a) বায়োডাইভারসিটি, (b) বায়োলুমিনিসেন্স,

(c) বায়োম্যাগনিফিকেশন (জৈব বিবর্ধন),

(d) এদের কোনোটিই নয়।

(xviii) একটি শান্ত এলাকায় দিনেরবেলায় শব্দমাত্রার সর্বাধিক অনুমোদিত মান কত? HS 18

(a) 75 ডেসিবেল, (b) 65 ডেসিবেল,
(c) 50 ডেসিবেল, (d) 45 ডেসিবেল।

(xix) গ্রামাঞ্চল এলাকার বাতাসে ভাসমান ধূলিকণা (SPM)-এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক অনুমোদিত মান কত? HS 18

(a) 360 মাইক্রোগ্রাম/ঘনমিটার,
(b) 120 মাইক্রোগ্রাম/ঘনমিটার,
(c) 140 মাইক্রোগ্রাম/ঘনমিটার,
(d) 70 মাইক্রোগ্রাম/ঘনমিটার।

(xx) মালি সভ্যতা কোন্ দেশের সঙ্গে যুক্ত ছিল? – HS 18

(a) অস্ট্রেলিয়া, (b) ভারতবর্ষ,
(c) আফ্রিকা, (d) এদের কোনোটিই নয়।

(xxi) ভারতবর্ষে বিপন্ন প্রজাতির উদ্ভিদের হিসেব মতো সংখ্যা হল – HS 18

(a) 93 (b) 1336, (c) 49, (d) এদের কোনোটিই নয়।

(xxii) গুজরাটে যজ্ঞাগ্নিতে কোন্ ফুল প্রধানত ব্যবহার করা হয়? – HS 18

(a) জবা (Hibiscus rosa-sinensis),
(b) শমী (Prosopis 1 spicigera),
(c) ধুতুরা (Datura stramonium),
(d) এদের কোনোটিই নয়।

(xiii) নীচের কোনটিকে ‘মেগাডাইভারসিটি দেশ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে? HS 18

(a) পাকিস্তান, (b) ইরাক,
(c) ভারতবর্ষ, (d) এদের কোনোটিই নয়।

(xxiv) ভারতবর্ষের কোন রাজ্যে ‘পাঁচমারী জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা’ অবস্থিত? HS 18

(a) কৰ্ণাটক, (b) তামিলনাড়ু,
(c) মধ্যপ্রদেশ, (d) উত্তরপ্রদেশ।

দ্বিতীয় সেট

(i) ভারতবর্ষে বিপন্ন প্রজাতির মাছের মোট সংখ্যা বর্তমানে কত ?

(a) 72 (b) 2 (c) 5 (d) 39

(ii) কত সংখ্যক প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ভারতবর্ষে পাওয়া যায় ?

(a) 372 (b) 51 (c) 101(d) এদের কোনোটিই নয়।

(iii) ভারতবর্ষের কোন প্রদেশে ‘কেওলাদেও জাতীয় উদ্যান’ অবস্থিত ?

(a) মধ্য প্রদেশ   (b) রাজস্থান
(c) উত্তর প্রদেশ (d) এদের কোনোটিই নয়।

অথবা, ভারতবর্ষের কোন রাজ্যে ‘পাঁচমারী জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা’ অবস্থিত ?

(a) কর্ণাটক (b) তামিলনাড়ু
(c) মধ্য প্রদেশ (d) উত্তর প্রদেশ।

(iv) প্রতি বছর কত পরিমাণ আলকাতরা মণ্ড (পেট্রোলিয়াম শোধনের উপজাত) গোয়ার সমুদ্র উপকূলে জমা হয় ?

(a) 40 টন (b) 120 টন (c) 80 টন (d) এদের কোনোটিই নয়।

অথবা, কত সংখ্যক প্রজাতির কীটপতঙ্গ ভারতবর্ষে পাওয়া যায়?

(a) 57000  (b) 2000  (c) 1000
(d) এদের কোনোটিই নয়।

(v) আনুমানিক কত প্রজাতির ফার্ন আন্দামান দ্বীপপুঞ্জে পাওয়া যায়?

(a) 200 (b) 180 (c) 120 (d) এদের কোনোটিই নয়।

(vi) মৃত্তিকার জৈব উপাদানের একটি উদাহরণ হল

(a)  ছত্রাক ( ফাংগাস )   (b) বালি (c) জল
(d) এদের কোনোটিই নয়।

(vii) কোন সালে ‘কনভেনশন অন বায়োডাইভারসিটি’ (সি.বি.ডি.) অনুষ্ঠিত হয়েছিল ?

(a) 1992  (b) 1980  (c) 1972 (d) 2002.

অথবা, কত সংখ্যক প্রজাতির উদ্ভিদ শুধুমাত্র ভারতবর্ষের পশ্চিমঘাট অঞ্চলে পাওয়া যায় ?

(a) 1500 (b) 1000 (c) 2500 (d) 200.

(viii) ‘ভার্মিকম্পোস্ট’ হল এক প্রকারের

(a) রাসায়নিক কীটনাশক  (b) সায়ানোব্যাকটেরিয়া  (c) জৈব সার
(d) সবুজ শৈবাল।

(ix) ভূপৃষ্ঠের উপর 2.5 সেন্টিমিটার মৃত্তিকার স্তর তৈরী হতে আনুমানিক সময় লাগে

(a) 3000 বছর (b) 5000 বছর
(c) 10000 বছর (d) 200 – 1000 বছর।

(x) বালি মাটি প্রধানত দেখতে পাওয়া যায়

(a) মরুভূমিতে  (b) পাহাড়ের চূড়ায়
(c) আগ্নেয়গিরির মুখে  (d) এদের কোনোটিই নয়।

(xi) ফসফোব্যাকটেরিয়াম হল এক প্রকার

(a) জৈব সার (b) অরগানোক্লোরিন
(c) বিষাক্ত ধাতু (d) এদের কোনোটিই নয়।

(xii) ‘ডি.ডি.টি.’-র মূল কাজ হল

(a) পুষ্টির জন্য ফসফরাস সংযুক্তিকরণ
(b) মাটির আর্দ্রতা বজায় রাখা
(c) কীটনাশক হিসাবে কাজ করা
(d) এদের কোনোটিই নয়।

(xiii) 2025 সালে ভারতবর্ষের জনসংখ্যা হবে আনুমানিক

(a) 140 কোটি  (b) 100 কোটি
(c) 200 কোটি (d) এদের কোনোটিই নয়।

(xiv) কোন সালে ই. ও. উইলসন ‘জৈববৈচিত্র্য’ শব্দটি প্রথম প্রচলন করেছিলেন ?

(a) 1985  (b) 1995 (c) 1980
(d) 2000.

অথবা, ভারতবর্ষে ‘জৈববৈচিত্র্য আইন’ কোন সালে প্রণয়ন হয়েছিল ?

(a) 2002  (b) 2005 (c) 2004
(d) এদের কোনোটিই নয়।

(xv) কোন্ সালে ভারতবর্ষে ‘বন্যপ্রাণী সুরক্ষা আইন’ প্রণয়ন হয়েছিল ?

(a) 2000   (b) 1970 (c) 1972 (d) এদের কোনোটিই নয়।

অথবা, নিম্নলিখিত কোন দেশটি সবচেয়ে বেশি জৈববৈচিত্র্যে সমৃদ্ধ ?

(a) জাপান   (b) ইরান (c) ব্রাজিল (d) ইরাক।

(xvi) ভারতবর্ষের প্রথম জৈবমণ্ডল সংরক্ষিত এলাকার নাম হল

(a) মানস  (b) পাঁচমারী (c) নীলগিরি
(d) এদের কোনোটিই নয়।

(xvii) বট (বানিয়ান) গাছের বৈজ্ঞানিক নাম হল?

(a) ম্যাংগিফেরা ইন্ডিকা।
(b) অ্যালবিজিয়া প্রসেরা ।
(c) ফিকাস বিঙ্গালেকাসিস।
(d) এদের কোনোটিই নয়।

(xviii) সুস্থায়ী উন্নয়নের প্রধান তিনটি উদ্দেশ্য হল

(a) অর্থনৈতিক, বাস্তুতান্ত্রিক এবং সামাজিক উন্নয়ন
(b) অর্থনৈতিক বৃদ্ধি, বেসরকারী মুনাফা এবং বাজার প্রসারণ
(c) মনুষ্য জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ এবং পরিবেশ দূষণ
(d) এদের কোনোটিই নয়।

(xix) সবুজ সারের ব্যবহারের ফলে সৃষ্টি হয়

(a) বায়োম্যাগনিফিকেশন (জৈব বিবর্ধন)
(b) জীববৈচিত্র্যের অবক্ষয়
(c) বায়োলুমিনিসেন্স
(d) এদের কোনোটিই নয়।

( xx) যে প্রজাতিকে গত 50 বছরে নির্দিষ্টভাবে দেখা যায় নি, তাকে বলে

(a) লুপ্ত  (b) অতি বিরল (c) বিরল
(d) বিপন্ন।

( xxi) ভারতবর্ষের কোন প্রদেশে অগস্থ্যমালাই জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা’ অবস্থিত ?
(a) কেরালা  (b) মহারাষ্ট্র  (c) রাজস্থান
(d) তামিলনাড়ু।

(xxii) নীচের কোন্ গাছটি প্রশান্তিদায়ক ঔষধ তৈরীতে কাজে লাগে ?

(a) ডায়োস্কোরিয়া   (b) বট (বানিয়ান)
(c) সর্পগন্ধা (d) আম।

(xxiii) কোন্ দেশ থেকে ‘ল্যান্টানা ক্যামেরা’ উদ্ভিদটি ভারতবর্ষে আমদানি করা হয়েছিল ?

(a) মেক্সিকো  (b) জাপান (c) চীন
(d) কানাডা।

(xxiv) পুনর্নবীকরণযোগ্য সম্পদ-এর একটি উদাহরণ হল

(a) প্রাকৃতিক গ্যাস (b) লিগনাইট
(c) জ্বালানি কাঠ (d) এদের কোনোটিই নয়।

নিম্নলিখিত প্রশ্নগুলির এককথায় উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)

HS Environmental Studies Suggestion 2025

প্রথম সেট –

(i) ‘জৈব সার’ বলতে কী বোঝো?

(ii) ল্যাটেরাইট মৃত্তিকার উৎস কী?

(iii) ‘কলিফর্ম’ কাকে বলে?

(iv) ‘সুস্থায়ী অর্থনীতি বলতে কী বোঝো?

অথবা, ‘সুস্থায়ী সমাজ’ কাকে বলে?

(v) ভারতবর্ষে কীটনাশক আইন’ কোন সালে প্রণয়ন হয়েছিল?

অথবা, ভারতীয় বয়লার আইন’ কোন সালে প্রণয়ন হয়েছিল?

(vi) সর্বাধিক অনুমোদিত মাত্রা কত?

অথবা, পানীয় জলের ‘অস্বচ্ছতা’ বলতে কী বোঝো?

(vii) কোন সালে ‘ফরেস্ট সার্ভে অব ইন্ডিয়া’ স্থাপিত হয়েছিল

অথবা, কোন্ সালে ভারতবর্ষে ‘ব্যাঘ্র প্রকল্প’ চালু হয়েছিল ?

(viii) ভারতবর্ষের কোন্ রাজ্যে গির অরণ্য অবস্থিত?

(ix) আই আর 36 কাকে বলে ?

(x) ‘ক্রপ রোটেশন’ বলতে কী বোঝো?

(xi) ‘NCEP’-এর পুরো কথাটি কী?

(xii) ‘বহন ক্ষমতা’ কাকে বলে?

(xiii) শিল্পাঞ্চলের বাতাসে শ্বসনযোগ্য ভাসমান ধূলিকণা )-এর বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত ? (RSPM)-

(xiv) ‘মন্ট্রিল চুক্তি’ কোন্ সালে স্বাক্ষরিত হয়েছিল?

অথবা, ‘ম্যানগ্রোভ’ কাকে বলে?

(xv) জাতীয় বন্যপ্রাণী কার্যক্রম পরিকল্পনা’-র মুখ্য উদ্দেশ্য কী?

অথবা, বটগাছের বৈজ্ঞানিক নাম কী?

(xvi) ভারতবর্ষে বিপন্ন প্রজাতির মাছের সংখ্যা কত?

অথবা, প্রবাল প্রাচীর কাকে বলে?

অথবা, ভারতবর্ষে কত প্রজাতির উভচর পাওয়া যায়?

HS Environmental Studies Suggestion 2025

দ্বিতীয় সেট-

(i) ‘জিন সমাহার’ কাকে বলে?

(ii) ‘NAEB’-এর পূর্ণরূপ কী?

(ii) পানীয় জলের কাঠিন্য’ বলতে কী বোঝো?

(iv) কোন্ সালে ভারতবর্ষে ‘হস্তি প্রকল্প’ চালু হয়েছিল।

(v) ‘অর্থনৈতিক উন্নয়ন’ বলতে কী বোঝো?

অথবা, ‘পার্থিব মূলধন’ কাকে বলে ?

(vi) ‘ভারতীয় বন আইন’ কোন্ সালে প্রণয়ন হয়েছিল ?

(vii) ‘অ্যাজোলা’ কাকে বলে ?

অথবা, ‘অ্যালুভিয়াল মাটি’র উৎস কী?

(viii) ‘সজীব আগাছানাশক’ বলতে কী বোঝো ?

অথবা, ‘সায়ানোব্যাকটেরিয়া’ কাকে বলে?

(ix) ‘RSPM’ কাকে বলে ?

(x) ‘সুস্থায়ী জীবনযাত্রা’ বলতে কী বোঝো?

অথবা, প্রাচীন ‘জল সভ্যতার’ একটি উদাহরণ দাও ।

(xi) টিসু কালচার বলতে কী বোঝো?

অথবা, ‘আবাসস্থল বিভাজন’ বলতে কী বোঝো ?

(xii) জৈববৈচিত্র্যের ‘গুরুত্বপূর্ণ স্থান’ বলতে কী বোঝো?

অথবা, ‘জৈব ভূ-রাসায়নিক চক্র’ বলতে কী বোঝো ?

(xiii) ভারতবর্ষে ‘ফ্যাক্টরিস আইন’ কোন্ সালে প্রণয়ন হয়েছিল?

(xiv) আই এস 10500 অনুযায়ী পানীয় জলে ‘আর্সেনিক’-এর সর্বাধিক অনুমোদিত মাত্রা কত

(xv) ‘ঝুম চাষ’ কাকে বলে ?

অথবা, ‘টাঙ্গিয়া’ কাকে বলে ?

(xvi) ‘জৈব কীটনাশক’-এর একটি উদাহরণ দাও ।

অথবা, উদ্ভিদের একটি প্রধান রোগের নাম লেখো ।

HS Environmental Studies Suggestion 2025

তৃতীয় সেট-

(i) ‘হিউমাস’ কাকে বলে? HS 20

অথবা, লেগুম জাতীয় উদ্ভিদের একটি উদাহরণ দাও। HS 20

(ii) মৃত্তিকায় কেঁচোর ভূমিকা উল্লেখ করো।HS 20

অথবা, ‘অ্যাজোস্পাইরিলাম” কাকে বলে? HS 20

(iii) জমিতে অতিরিক্ত সেচের ফলে কী ধরনের দূষণ সৃষ্টি হয়? HS 20

(iv) শিরীষ গাছের বিজ্ঞানসম্মত নাম কী?

অথবা, বিরল প্রজাতির প্রাণী বলতে কী বোঝো? HS 20

(v) ‘সুস্থায়ী অর্থনীতি’ বলতে কী বোঝো? HS 20

vi ) ‘মহাজৈববৈচিত্র্যময় দেশ’ কাকে বলে?HS 20

অথবা, ভারতবর্ষে প্রবাল প্রাচীর কোথায় পাওয়া যায় |

(vii) ‘CITES’-এর পুরো কথাটি কী? HS 20

(viii) ‘জৈব-সঞ্চয়ন’ কাকে বলে?

(ix) ‘রাইজোবিয়াম’ কাকে বলে?

অথবা, কীট পোকার জৈব নিয়ন্ত্রণের একটি উদাহরণ দাও। HS 20

(x) ‘গ্লোমাস’ কাকে বলে?

অথবা, ‘কৃষিবন’ কাকে বলে?

(xi) ‘DDT’-র পুরো কথাটি কী?

অথবা, ‘ট্রাইকোডারমা’র গুরুত্ব উল্লেখ করো।

(xii) পরিবেশে ‘নীলাভ-সবুজ শৈবাল’-এর গুরুত্ব কী?

(xiii) মৃত্তিকায় পাওয়া যায় এমন একটি বিষাক্ত ধাতুর উদাহরণ দাও ।

(xiv) ‘জীবাশ্ম-জ্বালানি যুগ’ বলতে কী বোঝো?

(xv) ‘জিনগত জৈববৈচিত্র্য’ কাকে বলে?

অথবা, ‘বিশ্ব ঐতিহ্যময় স্থান’ কাকে বলে?

(xvi) RSPM’-এর পুরো কথাটি কী?

HS Environmental Studies Suggestion 2025

চতুর্থ সেট-

(i) ‘কালো মাটির’ উৎস কি ?

অথবা, ‘নেমাটোড’ কাকে বলে?

(ii) ‘I.P.M’. এর পুরো কথাটি কি?

অথবা, ‘শস্য পোকার ভৌত নিয়ন্ত্রণ’ বলতে কি বোঝো ?

(iii) ‘জৈববৈচিত্রের গুরুত্বপূর্ণ স্থান’ কাকে বলে?

অথবা, ‘বিপন্ন প্রজাতি’ বলতে কি বোঝো ?

(vi) ‘রেড ডাটা বুক’ কাকে বলে ?

অথবা, ‘এন্ডেমিক প্রজাতি’ কাকে বলে ?

(v) ‘অ্যাজোলা’ কাকে বলে?

(vi) ‘সুস্থায়ী উৎপাদন’ বলতে কি বোঝো ?

(vii) ‘ঝুম চাষ’ কাকে বলে ?

(viii) ‘আই. আর. 36’ কাকে বলে ?

(ix) ‘নীল শিশু সিনড্রোম’ কাকে বলে ? WBCHSE 2022

অথবা, ‘মিশ্র চাষ’ কাকে বলে ?

(x) ‘বীজ ভান্ডার’ – এর উৎস কি ?

অথবা, ‘জিনের অবক্ষয়’ বলতে কি বোঝো ?

(xi) ‘মৃত্তিকা পরিপোষক’ বলতে কি বোঝো ?

অথবা, ‘মৃত্তিকার অম্লতা’ বলতে কি বোঝো ?

(xii) ‘জীবাশ্ম জ্বালানি’ থেকে কি ধরণের দূষণ সৃষ্টি হয় ?

অথবা, ‘গভীর বাস্তুতন্ত্র’ বলতে কি বোঝো ?

(xiii) পরিবেশের ‘বহন ক্ষমতা’ বলতে কি বোঝো ?

(xiv) জৈববৈচিত্রের ‘নান্দনিক মূল্য’ বলতে কি বোঝো ?

(xv) ‘গার্হস্থ জীববৈচিত্র’ কাকে বলে ?

(xvi) ভারতবর্ষে একটি ‘বিশ্ব ঐতিহ্যময় স্থান’ এর উদাহরণ দাও।

HS Environmental Studies Suggestion 2025

পঞ্চম সেট –

(i) ‘তেঁতুল (ট্যামারিন্ড)’ গাছের বৈজ্ঞানিক নাম কী ?

অথবা, ‘I.U.C.N.’ -এর পুরো কথাটি কী ?

(ii) ‘স্তন্যপায়ী প্রাণীর’ বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত ?

অথবা, ‘পাখির’ বৈচিত্র্যের নিরিখে বিশ্বের মধ্যে ভারতবর্ষের স্থান কত ?

(iii) ‘বিরল প্রজাতি’ বলতে কী বোঝো ?

অথবা, ‘টিস্যু কালচার’-এর উদ্দেশ্য কী ?

(iv) “একটি সাম্রাজ্যের স্থায়িত্ব নির্ভর করে এর পরিবেশের সুস্থিতির ওপর” – এই উক্তিটি কে করেছিলেন ? –

অথবা, ‘জল সভ্যতা’ বলতে কী বোঝো ?

(v) কোন্ সালে ‘আমাদের সাধারণ ভবিষ্যৎ (Our Common Future)’ নামক রিপোর্টটি প্রকাশিত হয়েছিল ?

অথবা, ‘পার্থিব মূলধন’-এর একটি উদাহরণ দাও।

(vi) মাটির গুণমান বজায় রাখতে ‘হিউমাস’ কীভাবে সাহায্য করে?

অথবা, ‘ল্যাটেরাইট মাটি’ কাকে বলে ?

একটি মিথোজীবী ফার্নের উদাহরণ দাও।WBCHSE 23

অথবা, ‘মাইকোরাইজা’ কাকে বলে ? WBCHSE 17, 23

(viii) ‘ক্রিস্টাল প্রোটিন’ কাকে বলে ?

অথবা, ‘শস্য পোকার জৈব নিয়ন্ত্রণ’ বলতে কী বোঝো ?

(ix) ‘ইন্টারক্রপিং’ কাকে বলে ?

(x) পানীয় জলের ‘কাঠিন্য’ বলতে কী বোঝো ?

(xi) ‘দূষণকারী মূল্য দেবে’ নীতি কি ?

(xii) পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে ‘তথ্য বিনিময়ের’ গুরুত্ব উল্লেখ করো।

(xiii) ‘ব্যুরো অফ্‌ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস্’-এর ভূমিকা কী ?

(xiv) ‘R.S.P.M.’-এর পুরো কথাটি কী ?

(xv) ‘পরিবেশের সূচক’ বলতে কী বোঝো ?

(xvi) ‘N.A.E.B.’-এর পুরো কথাটি কী ?

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)

HS Environmental Studies Suggestion 2025 | উচ্চমাধ্যমিক পরিবেশবিদ্যা সাজেশান ২০২৫

প্রথম সেট –

(a) ‘গার্হস্থ্য জৈববৈচিত্র্য’ বলতে কী বোঝো? জৈববৈচিত্র্য বিনাশের বিভিন্ন কারণগুলি সংক্ষেপে ব্যাখ্যা করো। HS 2018

অথবা, ‘স্বস্থানিক’ এবং ‘অস্থানিক’ সংরক্ষণের পার্থক্য উল্লেখ করো। ‘জেনেটিক ইঞ্জিনিয়ারিং’ বলতে কী বোঝো ?

(b) পরিবেশ সুরক্ষা আইন (1986)-এর ওপর একটি সংক্ষিপ্ত টাকা লেখো। পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলি সংক্ষেপে বিবৃত করো।

অথবা, ‘পরিবেশ সূচকের মূল্যায়ন’ বলতে কী বোঝো? উদাহরণসহ ব্যাখ্যা করো।HS 2018

(c) সুস্থায়ী উন্নয়ন’ বলতে কী বোঝো? বর্তমান এবং ভবিষ্যৎ কালের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সূস্থায়ী উন্নয়নের আবশ্যকতা ব্যাখ্যা করো। HS 2018

(d) সুস্থায়ী উন্নয়নের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো।HS 2018

(e) পরিবেশের উপর কৃষি-রাসায়নিকের প্রভাবগুলি ব্যাখ্যা করো। HS 2018

অথবা, সুস্থায়ী কৃষিকার্যের বিভিন্ন উপাদান গুলি সংক্ষেপে বর্ণনা করো। HS 2018

জৈববৈচিত্র্যের বিভিন্ন প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো। HS 17 ‘জৈববৈচিত্রের মূল্য’ বলতে কী বোঝো? HS 17,23

অথবা, ‘জৈববৈচিত্র্য সংরক্ষণ’-এর গুরুত্ব উল্লেখ করো। HS 22 “জৈববৈচিত্র্য সংরক্ষণ’-এ প্রধান কৌশলগুলি আলোচনা করো। HS 23

HS Environmental Studies Suggestion 2025

দ্বিতীয় সেট –

(i) ‘পরিবেশ ব্যবস্থাপনা’ বলতে কী বোঝো ? পরিবেশ ব্যবস্থাপনার সাথে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক উদাহরণসহ আলোচনা করো।

অথবা, পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে আইনি সংস্থানের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। HS 2023

(ii) সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান প্রতিবন্ধকতা গুলি আলোচনা করো। ‘সুস্থায়িত্বের’ তিনটি নীতি উল্লেখ করো। HS 2023

(iii) সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে সরকারি এবং অসরকারি সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো । HS 2023

(iv) ‘মিশ্র চাষ’, ‘শস্যের আবর্তন’ এবং ‘কৃষিবন’-এর ভূমিকা সংক্ষিপ্তভাবে উল্লেখ করো ? I.P.M.’- এর দুটি সুবিধার কথা লেখো। HS 2023

অথবা, সুস্থায়ী কৃষির বিকাশের জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি ব্যাখ্যা করো। ‘সজীব-আগাছানাশক’ কাকে বলে ? HS 2023

HS Environmental Studies Suggestion 2025

তৃতীয় সেট-

(i) জৈববৈচিত্র্য বিনাশের বিভিন্ন কারণগুলি ব্যাখ্যা করো। HS 19

অথবা, “ভারতবর্ষ একটি মহাজৈববৈচিত্র্যময় দেশ বা মেগাডাইভারসিটি দেশ । – উদাহরণসহ ব্যাখ্যা করো। HS 22

(ii) বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা করো।

অথবা, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে মানুষের ভূমিকা উল্লেখ করো। HS 2022

(iii) বর্তমান ও ভবিষ্যৎকালের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি উল্লেখ করো।

অথবা, ‘সুস্থায়ী সমাজ’ বলতে কী বোঝো ? এর সাথে ‘সুস্থায়ী উন্নয়নের’ সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা করো।

(iv) ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো।

(v) সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় জৈবসার’-এর গুরুত্ব আলোচনা করো।

HS Environmental Studies Suggestion 2025

চতুর্থ সেট –

(i) ভারতবর্ষের ‘জৈবমণ্ডল সংরক্ষিত এলাকা’-এর ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। ‘টিসু ভাণ্ডার’ কাকে বলে?

অথবা, ‘বন্যজীবের ব্যাবসা’র ওপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো। ‘জিন সম্পদ ভাণ্ডার’ কাকে বলে?

(ii) ভারতবর্ষের পরিবেশ সুরক্ষার জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি আলোচনা করো ।

অথবা, ‘বসুন্ধরা সম্মেলন’ (1992)-এ গৃহীত যে-কোনো চারটি নীতি উল্লেখ করো ।

(iii) ‘বাস্তুতান্ত্রিক উন্নয়ন’-এর সঙ্গে ‘আর্থ সামাজিক উন্নয়ন’-এর সম্পর্ক চিত্র সহকারে ব্যাখ্যা করো।

(iv) ভারতবর্ষের সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে সরকারি এবং বেসরকারি সংস্থাগুলির ভূমিকা আলোচনা করো ।

(v) পরিবেশের ওপর ‘কৃষি-রাসায়নিকের’ প্রভাব ব্যাখ্যা করো।

অথবা, ভারতবর্ষে ‘সুস্থায়ী কৃষি’র প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো।

HS Environmental Studies Suggestion 2025

পঞ্চম সেট-

(i) ‘জৈববৈচিত্র্য’র বিভিন্ন প্রকারভেদগুলি সংক্ষেপে আলোচনা করো। ‘বীজ ভাণ্ডার’ কাকে বলে ? HS 17, 23

অথবা, ‘পরিবেশ দূষণ’-এর সঙ্গে ‘জৈববৈচিত্র্যের সম্পর্ক ব্যাখ্যা করো। ‘জৈববৈচিত্র্যের মূল্য’ বলতে কী বোঝো? HS 17, 23

(ii) ‘পরিবেশ ব্যবস্থাপনা’ বলতে কী বোঝো? ভারতবর্ষের ক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো।

অথবা, ‘পরিবেশ ব্যবস্থাপনা’র সঙ্গে ‘উন্নয়নের’ সম্পর্ক উদাহরণসহ আলোচনা করো। ‘জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট’ কাকে বলে ?

(iii) সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় ‘জৈব সারের গুরুত্ব আলোচনা করো। ‘মিশ্র চাষ’ কাকে বলে? HS 19, 22

অথবা, ‘সুসংহত কীটপোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা’ বলতে কী বোঝো? ফসল উৎপাদনে ‘মাইকোরাইজা’র ভূমিকা উল্লেখ করো।

(iv) সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে প্রধান বাধাগুলি আলোচনা করো। ‘বাস্তুতান্ত্রিক উন্নয়ন’ বলতে কী বোঝো?

(v) সুস্থায়িত্বের বিভিন্ন নীতিগুলি বিস্তারিত ভাবে উল্লেখ করো।

HS Environmental Studies Suggestion 2025

ষষ্ঠ সেট –

(i) জৈববৈচিত্র্যের বিনাশের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। HS 16, 22

অথবা, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো।

(ii) ‘পরিবেশ ব্যবস্থাপনা’ বলতে কী বোঝো?

অথবা, ‘পরিবেশ সুরক্ষা আইন’ (1986)-এর উপর একটি সংক্ষিপ্ত টীকা লেখো।

(iii) ‘সুস্থায়ী উন্নয়ন’-এর সংজ্ঞা লেখো। এর প্রধান লক্ষ্যগুলি উল্লেখ করো।

(iv) সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা’ কীভাবে সম্ভব হতে পারে?

অথবা, ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো।

(v) পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা সংক্ষেপে বিবৃত করো।

HS Environmental Studies Suggestion 2025

সপ্তম সেট-

(i) ভারতবর্ষের বিপন্ন প্রজাতির ওপর একটি টীকা লেখো।

অথবা, ‘পরিবেশগত ভারসাম্য’ বলতে কী বোঝো? উদাহরণসহ এর গুরুত্ব আলোচনা করো। HS 2015

(ii) পরিবেশ সুরক্ষায় গণসচেতনতা এবং পরিবেশ আইনের প্রয়োজনীয়তা উদহরণসহ আলোচনা করো।

অথবা, ‘কার্বন ব্যাবসা’ বলতে কী বোঝো? ‘পরিবেশগত হিসাব পরীক্ষা’ সংক্ষিপ্তভাবে বিবৃত করো। HS 2015

(iii) ‘লবণাক্ত মাটিতে কৃষিকাজ সম্বন্ধে পর্যালোচনা করো।

অথবা, শস্যের বিবিধ রোগ এবং তাদের প্রতিকার পদ্ধতির ওপর একটি টাকা লেখো।HS 2015

(iv) জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কি করা সম্ভব? উদাহরণসহ আলোচনা করো।HS 2015

v) সুসংহত পেষ্ট নিয়ন্ত্রণ বা IPM বলতে কী বোঝো ? IPM এর সুবিধাগুলো লেখো | HS 2023

HS Environmental Studies Suggestion 2025
                                                            

Wait Few days —

Rlearn Education