HS Geography Suggestion 2025| উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৫

HS Geography Suggestion 2025| উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৫ |পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষার সাজেশন ২০২৫ | West Bengal Higher Secondary Class 12 Geography Suggestion 2025 |  HS Geography Suggestion 2025 | WBCHSE Class 12th HS Geography Suggestion 2025| HS Geography Suggestion 2025

HS Geography Suggestion 2025| উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৫

উচ্চ মাধ্যমিক ভূগোল MCQ প্রশ্ন

1] আবহবিকারের প্রভাবে ভূত্বকের ওপরে চূর্ণ-বিচূর্ণ বিয়োজিত শিলার যে-একটি শিথিল স্তরের সৃষ্টি হয়, তার নাম—
(a) ব্যাথোলিথ (b) ল্যাকোলিথ (c) রেগোলিথ (d) লপোলিথ |

2] লবণাক্ত জলাভূমিতে জন্মানো উদ্ভিদের নাম—
(a) লিথোফাইট (b) সাইক্রোফাইট (c) মেসোফাইট (d) হ্যালোফাইট |

3] নিম্নলিখিতগুলির মধ্যে যে-টি অর্থনীতির কুইনারি ক্ষেত্রভুক্ত—
(a) বাণিজ্য (b) পরিবহণ (c) আইটি সেক্টর (d) কনসালটেন্ট বা পরামর্শদাতা |

4] সুষম ক্ষয় প্রতিরোধযুক্ত অঞ্চলে যে-জলনির্গম প্রণালী গড়ে ওঠে—
(a) জাফরিরূপী (b) বৃক্ষরূপী (c) আয়তকার (d) কৌণিক জল নির্গম প্রণালী |

5] ভারতে কার্পাস শিল্পের প্রাথমিক একদেশীভবন ঘটে—
(a) মুম্বইতে (b) বেঙ্গালুরুতে  (c) চেন্নাইতে (d) গোয়ালিয়রে |

6] নিম্নলিখিতগুলির মধ্যে যে-টি অর্থনীতির কুইনারি ক্ষেত্রভুক্ত—
(a) বাণিজ্য (b) পরিবহণ (c) আইটি সেক্টর (d) কনসালটেন্ট বা পরামর্শদাতা |

7] ব্যাপক কৃষিতে সাধারণত হয়—
(a) একফসলি কৃষি (b) দুইফসলি কৃষি (c) বহুফসলি কৃষি (d) মিশ্র কৃষি |

8] নীল বিপ্লবের উদ্দেশ্য হল—
(a) নীলচাষ বৃদ্ধি (b) মৎস্য উৎপাদন বৃদ্ধি (c) ফসল বৃদ্ধি (d) ফলের উৎপাদন বৃদ্ধি |

9] ব্যাপক কৃষিতে সাধারণত হয়—
(a) একফসলি কৃষি (b) দুইফসলি কৃষি (c) বহুফসলি কৃষি (d) মিশ্র কৃষি

(ix) কিং যে-অঞ্চলের ক্ষয়চক্রের ধারণা দিয়েছেন—
(a) আর্দ্র অঞ্চলের (b) শুষ্ক অঞ্চলের (c) চিরহিমায়িত অঞ্চলের (d) পরিহিমবাহ অঞ্চলের

(x) সুয়েজ খাল যুক্ত করেছে—
(a) ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে (b) ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে (c) লোহিত সাগর ও এডেন উপসাগরকে  (d) পারস্য ও কাস্পিয়ান সাগরকে

(xi) ভারতের সিলিকন ভ্যালি নামে বিখ্যাত শহরটি হল—
(a) মুম্বই (b) বেঙ্গালুরু (c) হায়দরাবাদ (d) চেন্নাই

(xii) চুনাপাথর গঠিত অঞ্চলে পোলজির ওপর চুনাপাথরের খণ্ড-বিখণ্ড শিলাময় স্তূপ যা অবশিষ্ট টিলারূপে অবস্থান করে, তাকে বলে—
(a) হামস (b) ল্যাপিস (c) গ্রাইকস (d) ক্লিন্টস

(xiii) চেরাপুঞ্জির কাছে দ্রবণের ফলে চুনাপাথরের মেঝে থেকে বৃদ্ধিপ্রাপ্ত ভূমিরূপকে বলে—
(a) স্ট্যালাকটাইট (b) ডোলাইনস (c) পোনর (d) স্ট্যালাকমাইট |

উপকূলের সমান্তরালে বা অর্ধ-চন্দ্রাকারে গড়ে ওঠা বালির বাঁধকে বলে—
(a) পুরোদেশীয় বাঁধ (b) স্পিট (c) হুক (d) ফোরল্যান্ড

(xv) নিম্নলিখিতগুলির মধ্যে যে-টি ক্রান্তীয় ঘূর্ণবাত নয়—
(a) সাইক্লোন (b) ফ্রন্টাল সাইক্লোন (c) টাইফুন (d) হ্যারিকেন

(xvi) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত নয়—
(a) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (b) মধ্য চিলি (c) কঙ্গো অববাহিকা (d) আমাজন অববাহিকা

(xvii) জেট বায়ুপ্রবাহ দেখা যায়—
(a) ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে (b) ট্রপোস্ফিয়ারের নিম্নস্তরে (c) স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে (d) স্ট্র্যাটোপজ-এ

(xviii) নিম্নলিখিত যে-টির সম্পর্কে সঠিক পূর্বাভাস দেওয়া সম্ভব—
(a) সুনামি (b) অগ্ন্যুৎপাত (c) ভূমিকম্প (d) ঘূর্ণিঝড়

(xix) 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব হল—
(a) 282 (b) 382 (c) 482 (d) 582

(xx) ভারতে সর্বাধিক জনসংখ্যাবিশিষ্ট মহানগর হল—
(a) দিল্লি (b) মুম্বই (c) কলকাতা (d) বেঙ্গালুরু

(xxi) সংকর ইস্পাত কারখানা অবস্থিত-
(a) রাউরকেলায় (b) ভিলাইতে (c) বোকারোতে (d) সালেমে |

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৫| HS Geography Suggestion 2025

উচ্চ মাধ্যমিক ভূগোল সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও |

(i) তথ্যপ্রযুক্তিনির্ভর কাজকর্ম অর্থনীতির কোন্ ক্ষেত্রের অন্তর্গত?
অথবা, কার্টেল সংস্থা বলতে কী বোঝায় ?

(ii) অপারেশন ফ্লাড বলতে কী বোঝায় ?অথবা, ভূ-উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে যে-নদী দ্রুত নিম্নক্ষয় দ্বারা আগের প্রবাহ বজায় রাখে, তাকে কোন ধরনের নদী বলে?

(ii) ফ্লোরিকালচার কাকে বলে? অথবা, শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রের বার্ধক্যে অবশিষ্ট পাহাড় কী নামে পরিচিত? অথবা, শুকনো ডালের ঘর্ষণে ঘর্ষণে বনভূমিতে কোন্ ধরনের বিপর্যয় দেখা যেতে পারে?

(iv) বেঙ্গালুরুতে অবস্থিত ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্রটির নাম কী?

(v) ভারতে জনসংখ্যা 10 লক্ষের বেশি এরূপ শহরকে কী বলে ?
অথবা, শুষ্কবিন্দু বসতি বলতে কী বোঝায়?
অথবা, পশ্চিমবঙ্গের কোথায় পেট্রো-রসায়ন শিল্পকেন্দ্র আছে?

(vi) হিউমাস গঠনের প্রক্রিয়া কী নামে পরিচিত?
অথবা, সোলানচাক মৃত্তিকা কোন্ জলবায়ু অঞ্চলে দেখা যায়?
(vii) বিনুনিরূপী জলনির্গম প্রণালী নদীর কোন্ প্রবাহে দেখা যায়?

অথবা, ভূ-উন্নয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে যে-নদী দ্রুত নিম্নক্ষয় দ্বারা আগের প্রবাহ বজায় রাখে, তাকে কোন ধরনের নদী বলে?

(viii) দুটি ফিয়র্ড উপকূলের উদাহরণ দাও।

অথবা, মিশ্র বা যৌগিক উপকূল কাকে বলে?

(ix) ভারতের দুটি কাস্ট অঞ্চলের উদাহরণ দাও।অথবা,ভূমধ্যসাগর থেকে বহুদূরে ভূমধ্যসাগরীয় জলবায়ুযুক্ত দুটি অঞ্চলের নাম লেখো।

(x) জীবের স্বস্থানে সংরক্ষণকে কী বলে?অথবা, ভারতের দুটি হটস্পট অঞ্চলের নাম লেখো।

Upcoming ————

Rlearn Education