HS History Suggestion 2025| উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫

HS History Suggestion 2025| উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫ |পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার সাজেশন ২০২৫ | West Bengal Higher Secondary Class 12 History Suggestion 2025 |  HS History Suggestion 2025 | WBCHSE Class 12th HS History Suggestion 2025| HS History Suggestion 2025

HS History Suggestion 2025| উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫

1. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :

i] খোলা দ্বারনীতি স্বাক্ষরিত হয়—
(a) ১৯০৪ খ্রিস্টাব্দে (b) ১৯১১ খ্রিস্টাব্দে (c) ১৮৯৯ খ্রিস্টাব্দে (d) ১৮৫০ খ্রিস্টাব্দে |

ii] শিল্পবিপ্লব সর্বপ্রথম সংঘটিত হয়—
(a) ইংল্যান্ডে (b) ফ্রান্সে (c) জার্মানিতে (d) হল্যান্ডে |

iii] ‘মার্কেন্টাইলবাদ কথাটি ব্যবহার করেন—
(a) অ্যাডাম স্মিথ (b) ডেভিড টমসন (c) ভি আই লেনিন (d) ডেভিড হারোউইজ|

iv] আলিনগরের সন্ধি হয়েছিল
(a) ১৭৫৬ খ্রিস্টাব্দে (b) ১৭৫৭ খ্রিস্টাব্দে (c) ১৭৫৮ খ্রিস্টাব্দে (d) ১৭৫৯ খ্রিস্টাব্দে

v] কোড কর্নওয়ালিশ প্রণয়ন করেন-
(a) হেস্টিংস (b) ক্লাইভ (c) কর্নওয়ালিশ (d) বেন্টিঙ্ক|

vi] কে রচনা করেন “সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের সর্বোচ্চ স্তর গ্রন্থটি।
(a) ভি আই লেনিন (b) জন সিলি (c) জে এ হবসন (d) ভেভিত টমসন|

vii] দ্বৈতশাসনব্যবস্থা প্রবর্তন করা হয়
(a) ১৭৬৪ খ্রিস্টাব্দে (b) ১৭৬৫ খ্রিস্টাব্দে (c) ১৭৬৬ খ্রিস্টাব্দে (d) ১৭৬৭ খ্রিস্টাব্দে |

viii] বাংলাদেশের সংবিধান কার্যকারী হয়—
(a) ১৯৭০ খ্রিস্টাব্দে (b) ১৯৭১ খ্রিস্টাব্দে (c) ১৯৭২ খ্রিস্টাব্দে (d) ১৯৭৩ খ্রিস্টাব্দে |

ix] কে ছিলেন গণপ্রজাতন্ত্রী চিনের প্রথম রাষ্ট্রপ্রধান ।
(a) সান-ইয়াত-সেন (b) চিয়াং-কাইশেক (c) চেন-তু-শিউ (d) মাও সে তুং |

x] স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন—
(a) মাউন্টব্যাটেন (b) চেমসফোর্ড (c) ওয়াভেল (d) রাজাগোপালাচারী |

xi] ইয়াল্টা সম্মেলন হয়েছিল-
(a) ১৯৪৫ খ্রিস্টাব্দে (b) ১৯৪৬ খ্রিস্টাব্দে (c) ১৯৪৭ খ্রিস্টাব্দে (d) ১৯৪৮ খ্রিস্টাব্দে|

xii] বান্দুং অবস্থিত ছিল-
(a) ভিয়েতনামে (b) কোরিয়ায় (c) চিনে (d) ইন্দোনেশিয়ায় |

xiii] ফালটন বক্তৃতা দিয়েছিলেন-
(a) লেনিন (b) স্তালিন (c) চার্চিল (d) রুজভেল্ট |

xiv] নৌ-বিদ্রোহ শুরু হয়েছিল যে-জাহাজে—
(a) এনভি (b) লরেন্স (c) তলোয়ার (d) বিক্রম |

xv] দিয়েন-বিয়েন-ফু ঘটনাটি ঘটে—
(a) ১৯৭২ খ্রিস্টাব্দে (b) ১৯৫৩ খ্রিস্টাব্দে (c) ১৯৭৬ খ্রিস্টাব্দে (d) ১৯৫৪ খ্রিস্টাব্দে |

xvi] ভারতছাড়ো আন্দোলনের ডাক দেন—
(a) মহাত্মা গান্ধি (b) জওহরলাল নেহরু (c) সরোজিনী নাইডু (d) বল্লভভাই প্যাটেল|

xvii] গান্ধি-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল—
(a) ১৯৩১ খ্রিস্টাব্দে (b) ১৯৩২ খ্রিস্টাব্দে (c) ১৯৩৫ খ্রিস্টাব্দে (d) ১৯৩৭ খ্রিস্টাব্দে|

xviii] রসিদ আলি দিবস পালিত হয়—
(a) ১৯৪৬-র ১৭ জানুয়ারি (c) ১৯৪৬-র ১২ ফেব্রুয়ারি (c) ১৯৪৬-র ১৪ আগস্ট (d) ১৯৪৬-র ৪ সেপ্টেম্বর |

xix] জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল—
(a) ১৯১৩ খ্রিস্টাব্দে (b) ১৯১৪ খ্রিস্টাব্দে (c) ১৯১৬ খ্রিস্টাব্দে (d) ১৯১৯ খ্রিস্টাব্দে|

xx] বর্তমান ভারত রচনা করেন-
(a) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (b) রামমোহন রায় (c) স্বামী বিবেকানন্দ (d) বিদ্যাসাগর |

(xxi) ভাইকম সত্যাগ্রহ শুরু করেন–
(a) দয়ানন্দ সরস্বতী (b) শ্রীনারায়ণ গুরু (c) জ্যোতিবা ফুলে (d) বীরসালিঙ্গম |

(xxii) বক্সার বিদ্রোহ হয়েছিল—
(a) চিনে (b) ভারতে (c) জাপানে (d) কোরিয়ায় |

(xxiii) ডিরোজিয়োর অনুগামীরা_____নামে পরিচিত ছিলেন।
(a) বঙ্গীয় যুবক (b) বঙ্গীয় সম্প্রদায় (c) নব্যযুবক (d) নব্যবঙ্গ |

HS History Suggestion 2025| উচ্চ মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৫

2. নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও |

i] চিনে অর্থনৈতিক শোষণের বিকাশ কীভাবে হয়েছিল?

ii] ভারতে কুটির শিল্পের অবক্ষয় বলতে কী বোঝো?

iii] রেগুলেটিং আইনের গুরুত্ব কী ছিল?

iv] রেগুলেটিং আইনের শর্তাবলি লেখো।

v] চিনে কয়েকটি অসম চুক্তির নাম লেখো।

Upcoming ———–

Rlearn Education