হাইড্রোজেন সালফাইড(H2S) ও নাইট্রোজেন(N2) প্রস্তুতি:

হাইড্রোজেন সালফাইড(H2S) ও নাইট্রোজেন(N2) প্রস্তুতি: মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি

A. সঠিক উত্তর নির্বাচন করো (MCQ):

1. প্রদত্ত কোন গ্যাসটি কিপযন্ত্রের যাহায্যে প্রস্তুত করা যায় ?

a) N2 b) H2S c) NH3 d) HCl

Ans : b) H2S

2. সোডিয়াম নাইট্রোপ্রুসাইড এর ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কী রং উৎপন্ন হয় ? MP 20

a) বেগুনি b) কমলা c) সবুজ d) গাঢ় নীল

Ans : a) বেগুনি |

3. নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে প্রদত্ত কোন্ যৌগটি উৎপন্ন হয় ? MP 19

a) NO2 b) NO c) H2O d) HNO3

Ans: b) NO

4. কিপযন্ত্রে প্রস্তুত করা যায় না যে গ্যাস-

a) CO2 b) H2 c) HCl d) H2S

Ans : c) HCl

5. চোখের কর্নিয়া সংরক্ষণে ব্যবহৃত হয় –

a)N2. b) NO. c) H2S. d) NO2

Ans: a) N2

6. লা- ব্ল্যাঙ্ক পদ্ধতিতে তৈরি হয় –

a) H2S. b) HCl. c) H2SO4. d) HNO3

Ans: b ) HCl

7. লেড আ্যাসিটেট সিক্ত কাগজ কালো করে –

a) H2S. b) NH3. c) H2. d) O2

Ans: a) H2S

8. স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির সময় যে অনুঘটক ব্যবহার হয় –

a) V2O5. b) MNO2. c) pt. d) আয়রন চূর্ণ

Ans: V2O5

9. ওলিয়ামের সংকেত –

a) H2S2O7. b) H2SO4. c) H2S2O8

Ans: a) H2S2O7

অতিসংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (VSAQ):

1. NaOH দ্রবণ দিয়ে ক্ষারীকৃত হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণে কয়েক ফোঁটা সোডিয়াম নাইট্রোপ্রুসাইডের জলীয় দ্রবণ যোগ করলে বর্ণের কী পরিবর্তন দেখা যায় ? (পর্ষদ নমুনা প্রশ্ন )

Ans : বর্ণহীন দ্রবণ বেগুনি বর্ণ ধারণ করে |

2. লেড নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো |MP 2017

Ans : PbS.

3. আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে বর্ণের কী পরিবর্তন দেখা যায় ? MP 2018

Ans : কমলা থেকে সবুজ বর্ণ হয় |

4. সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে যে অধঃক্ষেপ পড়ে তার সংকেত লেখো |MP 2019

Ans: Ag2S

5. উচ্চ উষ্ণতায় ম্যাগনেশিয়াম ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় যে যৌগ উৎপন্ন হয় তার নাম লেখো | MP 2019

Ans : ম্যাগনেশিয়াম নাইট্রাইড (Mg3N2)

6. NaOH + H2S ➞ ——— + H2O. শূন্যস্থান পূরণ করো | MP 2020

Ans: NaHS

7. ওলিয়ামের রাসায়নিক নাম কী ?

Ans : পাইরো সালফিউরিক অ্যাসিড |

8. CaNCN এবং কার্বনের মিশ্রণ কে বলে?

Ans : নাইট্রোলিম |

9. অসওয়াল্ড পদ্ধতিতে HNO3 উৎপাদনে কী অনুঘটক ব্যবহার হয় ?

Ans : Rom তারজালি |

10. শিল্প পদ্ধতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুতির প্রয়োজনীয় কাঁচামাল কী কী ?

Ans: সাধারণ লবণ (NaCl) এবং গাঢ় H2SO4

11. নাইট্রোলিম ——– হিসেবে ব্যবহৃত হয় |

Ans : জমিতে সার |

12. রুপার টাকা কোন্ গ্যাসের সংস্পর্শে কালো হয়ে যায় ?

অনুরূপ প্রশ্ন : পুরোনো তৈলচিত্র বায়ুর কোন্ গ্যাসের সংস্পর্শে কালো হয়ে যায় ?

অনুরূপ প্রশ্ন : একটি বায়ু দূষক ও বিজারণ ধর্মী গ্যাসের নাম লেখো |

Ans: H2S

13. স্পর্শ পদ্ধতিতে কোন্ অ্যাসিড প্রস্তুহয় ?

Ans: সালফিউরিক অ্যাসিড |

14. একটি গ্যাসীয় পদার্থের নাম লেখো যা ঠান্ডা জলে দ্রাব্য কিন্তু গরম জলে অদ্রাব্য |

Ans : H2S

15. H2S গ্যাসের সাহায্যে শনাক্ত করা যায় এমন দুটি ধাতব মূলকের নাম লেখো |

Ans: Cu2+,Pb2+

সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন (SAQ) :

1. উপযুক্ত রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে H2S একটি বিজারক পদার্থ |(WBBSE Model Question Paper)

অনুরূপ প্রশ্ন : হাইড্রোজেন সালফাইডের বিজারণ ধর্মের উদাহরণ দাও |

অনুরুপ প্রশ্ন : H2SO4 দ্বারা অম্লায়িত পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়া সমীকরণ সহ লেখো |

অনুরূপ প্রশ্ন : লঘু H2SO4 মিশ্রিত কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে কী ঘটে সমীকরণ সহ লেখো |

অনুরুপ প্রশ্ন : H2S একটি বিজারক দ্রব্য-একটি উদাহরণ সহযোগে প্রমাণ করো।

উঃ লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে হাইড্রোজেন সালফাইড গ্যাস পাঠালে পটাশিয়াম ডাইক্রোমেট বিজারিত হয়ে সবুজ বর্ণের ক্রোমিক সালফেট, পটাশিয়াম সালফেট, জল এবং হলুদ বর্ণের সালফার উৎপন্ন হয়।

K2Cr2O7 + 4H2SO4 + 3H2S → K2SO4 + Cr2(SO4)3 (সবুজ) + 7H2O + 3S

2. কিপযন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখো | গ্যাসটি প্রস্তুতির রাসায়নিক দ্রব্য, রাসায়নিক সমীকরণ ও গ্যাস সংগ্রহ পদ্ধতি লেখো |MP 2017

উত্তর : কিপযন্ত্রে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম হলো – হাইড্রোজেন সালফাইড (H2S)
(i) প্রারম্ভিক রাসায়নিক দব্য সমূহ- ফেরাস সালফাইড (FeS), লঘু সালফিউরিক অ্যাসিড (H2SO4)
(ii) বিক্রিয়ার শর্ত – কিপযন্ত্রে ফেরাস সালফাইডে (FeS) লঘু সালফিউরিক অ্যাসিড (H2SO4) যোগ করা। ফেরাস সালফাইড (FeS), লঘু সালফিউরিক অ্যাসিড (H2SO4) এর সংস্পর্শে এসে হাইড্রোজেন সালফাইড (H2S) গ্যাস উৎপন্ন করে |
(iii) সমিত রাসায়নিক সমীকরণ –
লঘু H2SO4+FeS=H2S+FeSO4
(iv) সংগ্রহ : উৎপন্ন হাইড্রোজেন সালফাইড (H2S) গ্যাস জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়।

3. জলীয় কপার সালফেট দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করলে কী ঘটে সমীকরণ সহ লেখো |MP 2018

উত্তর : আম্লিক (HCl) কপার সালফেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে কালো বর্ণের কিউপ্রিক সালফাইড অধঃক্ষিপ্ত হয় |

CuSO4 + H2S ➝ CuS↓(কালো) + H2SO4

4. 1100⁰C উষ্ণতায় উত্তপ্ত ক্যালশিয়াম কার্বাইড এর ওপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কী ঘটে সমীকরণ সহ লেখো |MP 2020

অথবা, নাইট্রোলিম কাকে বলে ? এর ব্যবহার লেখো |

উত্তর :1100⁰C তাপমাত্রায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালালে কার্বন মুক্ত হয়ে ক্যালসিয়াম সায়ানামাইড বা নাইট্রোলিম (নাইট্রো+লাইম) তৈরী হয়। এটি সার হিসাবে কৃষিকাজে ব্যবহার করা হয়।

CaC2 + N2 = CaNCN + C

5. পরীক্ষাগারে N2 গ্যাস প্রস্তুতির রাসায়নিক দ্রব্য , শর্ত এবং বিক্রিয়ার সমীকরণ লেখো |WBBSE MODEL QUESTION

উত্তর : প্রয়ােজনীয় দ্রব্য : সােডিয়াম নাইট্রাইট (NaNO2) ও অ্যামােনিয়াম ক্লোরাইড (NH4Cl)।

শর্ত : NaNO2 ও NH4Cl মিশিয়ে জলীয় দ্রবণকে ধীরে ধীরে উত্তপ্ত করতে হবে। সমীকরণ : NaNO2+NH4Cl= NH4NO2 + NaCl

NH4NO2 = N2 + 2H2O

সংগ্রহ : জলের নিম্ন অপসারণ দ্বারা N2 গ্যাস জারে সংগ্রহ করা হয়।

6. পরীক্ষাগারে H2S প্রস্তুতিতে গাঢ় H2SO4 ব্যবহার করা যায় না কেন ? TEST PAPER

উত্তর : H2S প্রস্তুতিতে লঘু H2SO4 বা লঘু HCl ব্যবহার করা হলেও গাঢ় H2SO4 বা গাঢ় HNO3 ব্যবহার করা হয় না। কারণ জারণধর্মী গাঢ় H2SO4 ও গাঢ় HNO3 দ্বারা H2S জারিত হয়ে সালফার ও পানি উৎপন্ন করে।

7. H2SO4 দ্বারা অম্লীকৃত K2Cr2O7 দ্রবণে H2S গ্যাস চালনা করলে কী ঘটে সমীকরণ সহ লেখো |

উত্তর : 1 নং প্রশ্নের উত্তর দেখো |

8. রুপোর তৈরি অলঙ্কার কিছুদিন ব্যবহার করলে কালো হয়ে যায় কেন ?

উত্তর : . রুপোর তৈরি জিনিস ( অলংকার / মুদ্রা) বহুদিন ধরে খোলা বায়ুতে থাকলে রুপোর সঙ্গে H2S এর বিক্রিয়ায় কালো রঙের সিলভার সালফাইড অধঃক্ষিপ্ত হয় | ফলে রুপোর জিনিস কালো হয়ে যায় |

Ag + H2S ➝ Ag2S ↓ (কালো ) + H2

9. উত্তপ্ত ম্যাগনেশিয়াম ধাতুর ওপর নাইট্রোজেন গ্যাস চালনা করলে কী ঘটে সমীকরণ সহ লেখো |

উত্তর : উত্তপ্ত অবস্থায় ম্যাগনেশিয়াম নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে ম্যাগনেশিয়াম নাইট্রাইড তৈরী করে। বিক্রিয়ার সময় মৃদু আলো তৈরী হয়।

3 Mg + N2 = Mg3N2

10. পরীক্ষাগারে H2S গ্যাস প্রস্তুতিতে HNO3 ব্যবহার করা হয় না কেন ?

উত্তর : পরীক্ষাগারে H2S প্রস্তুতিতে HNO3 ব্যবহার করা হয় কারণ নাইট্রিক অ্যাসিড একটি শক্তিশালী জারক দ্রব্য। এটি উৎপন্ন হাইড্রোজেন সালফাইডকে জারিত করে সালফারে পরিণত করে।

FeS + 2HNO3 = Fe(NO3)2 + H2S

3H2S + 2HNO3 = 2NO + S + 4H2O

11. ওলিয়াম কী?

উঃ সালফার ট্রাইঅক্সাইড (SO3) ও 98% সালফিউরিক অ্যাসিড (H2SO4)-এর মিশ্রণকে ওলিয়াম (H2S2O7) বা পাইরোসালফিউরিক অ্যাসিড বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বলে।

H2SO4 (98%) + SO3 = H2S2O7

12. দুটি বর্ণহীন গ্যাস মেশালে একটি বাদামী বর্ণের গ্যাস উৎপন্ন হয়। গ্যাস তিনটি কী কী?

উঃ অক্সিজেন নাইট্রিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে বাদামী রঙের নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে।

2NO + O2 = 2NO2 (বাদামী)

13. ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কী ? MP 12, MP 15

উত্তর : গাঢ় নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন ডাই অক্সাইড গ্যাস দ্রবীভূত থাকলে সাধারণ উষ্ণতাতে ওই নাইট্রিক অ্যাসিড থেকে সবসময় ধোঁয়া নির্গত হয় | তাই এই নাইট্রিক অ্যাসিড কে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বলে |

দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন (LAQ) :

[1] অসওয়াল্ড পদ্ধতিতে কীভাবে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয় | অথবা, অসওয়াল্ড পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিডের শিল্পোৎপাদন এর শর্তাবলী ও সমীকরণ লেখো |

উত্তর : ক ) শুষ্ক অ্যামোনিয়া গ্যাসের সাথে শুষ্ক বায়ু মিশিয়ে মিশ্রনটিকে 7 – 8 বায়ুমন্ডলীয় চাপে 700⁰C উষ্ণতায় উত্তপ্ত 10% রেডিয়াম যুক্ত প্ল্যাটিনাম তারজালির উপর দিয়ে দ্রুত চালনা করলে আমোনিয়া বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে |

4NH3 + 5O2 ⇌4NO + 6H2O

খ) উৎপন্ন নাইট্রিক অক্সাইডের সঙ্গে বায়ু মেশালে নাইট্রিক অক্সাইড বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইডে পরিণত হয় |

2 NO + O2 ➝ 2NO2

গ ) এভাবে উৎপন্ন নাইট্রোজেন ডাই অক্সাইডের সাথে জল মেশালে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় |

4NO2 + 2 H2O + O2 ➝ 4HNO3

[2] স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুতির শর্ত সমীকরণ সহ লেখো |MP 17

অনুরূপ প্রশ্ন :স্পর্শ পদ্ধতিতে SO2 থেকে SO3 প্রস্তুতির শতসহ বিক্রিয়ার সমীকরণ দাও | উৎপন্ন SO3 থেকে কীভাবে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় |MP 15,MP13

ধাপ 1: সালফার ডাই অক্সাইড প্রস্তুতি:
অতিরিক্ত বাতাসের উপস্থিতিতে সালফার জ্বালিয়ে SO2 প্রস্তুত করা হয় যাতে পণ্যটি অক্সিজেনের সাথে একত্রিত হয় যা পরবর্তী পর্যায়ের জন্য সহায়ক।

S(s) + O2 (g) → SO2(g)

ধাপ 2: সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুতি:
সালফার ট্রাইঅক্সাইড গঠিত হয় যখন সালফার ডাই অক্সাইড 1:1 অনুপাতে অক্সিজেনের সাথে 400 °C – 450°C তাপমাত্রায় এবং 1-2 atm চাপে V2O5 অনুঘটক হিসাবে প্রতিক্রিয়া করে। এই প্রতিক্রিয়া প্রকৃতিতে বিপরীতমুখী।

2SO2(g) + O2(g) ⇌ 2SO3(g)

ধাপ 3: ঘনীভূত সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতি:
গঠিত সালফার ট্রাইঅক্সাইড প্রথমে ঘনীভূত সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করানো হয়। সালফার ট্রাইঅক্সাইড সরাসরি পানিতে দ্রবীভূত হতে পারে না কারণ এটি কুয়াশার সৃষ্টি করে। এই প্রতিক্রিয়ার পরে প্রাপ্ত পণ্যটি ওলিয়াম নামে পরিচিত। প্রাপ্ত ওলিয়াম থেকে ঘনীভূত সালফিউরিক অ্যাসিড পেতে জলে দ্রবীভূত করা হয়।

H2SO4 + SO3(g) → H2S2O7

H2S2O7 + H2O → 2H2SO4

Rlearn Education