ভাগীরথী-হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব| মাধ্যমিক ভূগোল

Impact of Effluent on Bhagirathi-Hooghly River |Madhyamik Geography

ভাগীরথী-হুগলি নদীর ওপর বর্জ্যের প্রভাব:

গঙ্গার একটি শাখা ভাগীরথী-হুগলি। গঙ্গাসহ ভাগীরথী-হুগলি নদীর দুই তীরের অসংখ্য কলকারখানা এবং বসতি ও পৌর এলাকা থেকে বিপুল পরিমাণে ময়লা জল, রাসায়নিক পদার্থ প্রভৃতি প্রতিদিন নদীতে এসে মিশছে। এ ছাড়াও নদীতে মানুষ ও জীবজন্তুর মৃতদেহ নিক্ষেপ, প্রতিমা নিরঞ্জন, পশুস্নান সহ নানা ধরনের আবর্জনা নিক্ষেপ, কৃষিজমি থেকে সার ও কীটনাশক ধােয়া জল ভাগীরথী-হুগলি নদীতে মিশছে। এর ফলে এই নদীতে অনেক ক্ষতিকর প্রভাব পড়েছে। যেমন—

1) নদীর জলের দূষণ: নানা প্রকার বর্জ্য পদার্থ মেশার ফলে নদীর জলের ভৌত, রাসায়নিক ও জৈবিক ধর্মের পরিবর্তন ঘটে জল সাংঘাতিকভাবে দূষিত হচ্ছে।

2) নদীর নাব্যতা হ্রাস: নদীগর্ভে বর্জ্য পদার্থগুলি জমা হওয়ার ফলে নদীর গভীরতা হ্রাস পেয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে।

3) জলবাহিত রােগের সংক্রমণ: ভাগীরথী-হুগলির জল পানীয় জল হিসেবে ব্যবহৃত হয় বলে তার মাধ্যমে নানা প্রকার জলবাহিত রােগের সংক্রমণ ঘটছে।


4) জলজ বাস্তুতন্ত্রের ক্ষতি: বর্জ্যের মাধ্যমে নানা প্রকার বিষাক্ত পদার্থ নদীর জলে মিশে যাওয়ার ফলে জলজ বাস্তুতন্ত্র ও জীবজগৎ সমূহ ক্ষতির সম্মুখীন হয়েছে।

5) কৃষিকাজে ক্ষতি: নদীর দূষিত জল সেচের কাজে ব্যবহার করার ফলে উৎপাদিত ফসলের গুণগত মানের অবনতি ঘটছে।

6) নদী ভাঙন এবং বন্যার সম্ভাবনা বৃদ্ধি: বর্জ্য পদার্থের মাধ্যমে নদীর গভীরতা হ্রাস পাওয়ায় দুই তীরে ভাঙন এবং বিভিন্ন স্থানে বন্যার আশঙ্কা

Rlearn Education