India’s largest, longest and smallest GK
1.) সবচেয়ে বড় রাজ্য ➠ রাজস্থান
2.) সবচেয়ে ছোটো রাজ্য ➠ গোয়া
3.) সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল ➠ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ
4.) সবচেয়ে ছোটো কেন্দ্রশাসিত অঞ্চল ➠ লাক্ষা দ্বীপ
5.) সবচেয়ে বেশি প্রতিবেশি দেশ স্পর্শকারি রাজ্য ➠ জম্মু কাশ্মির,পশ্চিমবঙ্গ,সিকিম,অরুণাচল প্রদেশ
6.) সবচেয়ে বেশি রাজ্য স্পর্শকারী রাজ্য ➠ উত্তরপ্রদেশ (9 টি)
7.) বৃহত্তম পর্বতমালা ➠ হিমালয়
8.) উচ্চতম পর্বতশৃঙ্গ ➠ গডউইন অস্টিন বা K2 (8,611 মিটার)
9.) সর্বোচ্চ মালভূমি ➠ লাদাখ
10.) সবচেয়ে বেশি জনঘনত্ব ➠ বিহার
11.) সবচেয়ে কম জনঘনত্ব ➠ অরুণাচল প্রদেশ
12.) সবচেয়ে বেশি লোকসংখ্যা ➠ উত্তরপ্রদেশ
13.) সবচেয়ে কম লোকসংখ্যা ➠ সিকিম
14.) সবচেয়ে বেশি শিক্ষিত রাজ্য ➠ কেরালা(93.91%)
15.) সবচেয়ে কম শিক্ষিত রাজ্য ➠ বিহার (63.82%)
16.) সবচেয়ে বেশি শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল ➠ লাক্ষাদ্বীপ(92.24%)
17.) সবচেয়ে কম শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল ➠ দাদারা নগর হভেলি (77.64%)
18.) বৃহত্তম বাঁধ ➠ তেহরি বাঁধ (উত্তরাঞ্চল)
19.) উচ্চতম বাঁধ ➠ তেহরি বাঁধ (উত্তরাঞ্চল)
20.) দীর্ঘতম বাঁধ ➠ হিরাকুদ (ওডিশা)
21.) দীর্ঘতম জাতীয় সড়ক পথ ➠ NH7
22.) ক্ষুদ্রতম জাতীয় সড়ক পথ ➠ NH47
23.) সবচেয়ে বড় প্রতিবেশী দেশ ➠ চীন
24.) সবচেয়ে ছোট প্রতিবেশী দেশ ➠ মালদ্বীপ
25.) সবচেয়ে বেশী বাউণ্ডারি শেয়ার করেছে ➠ বাংলাদেশ এর সাথে
26.) দীর্ঘতম রেলস্টেশন ➠ গোরখপুর
27.) বৃহত্তম জেলা ➠ গুজরাতের কচ্ছ
28.) খুদ্রতম জেলা ➠ মাহে
29.) সবচেয়ে বেশি লোকসংখ্যা যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল ➠ দিল্লি
30.) সবচেয়ে কম জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল ➠ লাক্ষাদ্বীপ
31.) দীর্ঘতম নদী ➠ গাঙ্গা
32.) সবচেয়ে বড় উপনদী ➠ যমুনা
33.) বৃহত্তম মন্দির ➠ শ্রী রঙ্গনাথস্বামী মন্দির (তামিলনাডু)
34.) বৃহত্তম গুহমন্দির ➠ ইলোরা
35.) বৃহত্তম পশুমেলা ➠ শোনপুর (বিহার )
36.) উচ্চতম প্রবেশদ্বার ➠ বুলন্দ দরজা
37.) উচ্চতম বিমান বন্দর ➠ কুশক বাকুলা রিমপোচে (লেহ, লাদাখ)
38.) সর্বাধিক সন্মানজনক অসামরিক পুরষ্কার ➠ ভারতরত্ন
39.) উচ্চতম হিমাবাহ ➠ সিয়াচেন হিমবাহ
40.) দীর্ঘতম হিমবাহ ➠ সিয়াচেন
41.) সর্বাধিক সন্মানিয়ো সামরিক পুরষ্কার ➠ পরম বীর চক্র
42.) উচ্চতম জলপ্রপাত ➠ কুঞ্চিকল (কর্ণাটক)
43.) বৃহত্তম বারান্দা ➠ রামেশ্বর মন্দিরের বারান্দা
44.) বৃহত্তম ঝুলন্তসেতু ➠ হাওড়া সেতু
45.) বৃহত্তম চার্চ ➠ সেণ্ট ক্যাথীদ্রাল (গোয়া )
46.) বৃহত্তম বদ্বীপ ➠ সুন্দরবন
47.) বৃহত্তম গম্বুজ ➠ গোলগম্বুজ (বিজাপুর )
48.) বৃহত্তম গুরুদ্বার ➠ স্বর্ণ মন্দির (পাঞ্জাব)
49.) বৃহত্তম উপহ্রদ ➠ চিল্কা ( ওডিশা)
50.) বৃহত্তম হ্রদ ➠ উলর (মিষ্টি জলের )
51.) বৃহত্তম হ্রদ ➠ চিল্কা (নোনা জলের )
52.) উচ্চতম হ্রদ ➠ ছো লামো (সিকিম)
53.) মানব নির্মিত বৃহত্তম হ্রদ ➠ গোবিন্দ পন্থ সাগর
54.) বৃহত্তম মসজিদ ➠ জামা মসজিদ
55.) বৃহত্তম জাদুঘর ➠ জাতীয় জাদুঘর (কোলকাতা)
56.) ভারতের বৃহত্তম গ্রন্থাগার ➠ ন্যাশনাল লাইব্রেরী (কলকাতা)
57.) বৃহত্তম প্লানেটরিয়াম ➠ বিড়লা প্লানেটরিয়াম (কোলকাতা)
58.) সবচেয়ে জনবহুল শহর ➠ মুম্বাই
59.) বৃহত্তম চিড়িয়াখানা ➠ আলিপুর (কোলকাতা )
60.) দীর্ঘতম সমুর্দ্র সৈকত ➠ মেরীনা (চেন্নাই )
61.) বৃহত্তম কারাগার ➠ তিহাড় (দিল্লি)
62.) বৃহত্তম স্তূপ ➠ সাঞ্চি
63.) সর্বাধিক বৃষ্টি পাত যুক্ত অঞ্চল ➠ মৌসিন রাম
64.) দীর্ঘতম উপকূল ➠ গুজরাত
65.) উচ্চতম রাস্তা ➠ খড় দুংলা
66.) সবচেয়ে বেশি জেলা ➠ উত্তরপ্রদেশ
67.) সবচেয়ে কম জেলা ➠ গোয়া
68.) কম বৃষ্টিপাত যুক্ত অঞ্চল ➠ জয়শালমির
69.) বৃহত্তম নদী দ্বীপ ➠ মজুলি
70.) ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান ➠ বোটানিক্যাল গার্ডেন (শিবপুর, হাওড়া)
71.) ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান ➠ বোটানিক্যাল গার্ডেন (শিবপুর, হাওড়া) |
I think every concept you put up in your post is strong and will undoubtedly be implemented. Still, the posts are too brief for inexperienced readers. Would you kindly extend them a little bit from now on? I appreciate the post.