Importance Of Biodiversity
বিজ্ঞানী নর্স ও ম্যাকমানুস 1980 সালে সর্বপ্রথম জীববৈচিত্র্যকে ব্যাখ্যা করেন | বিজ্ঞানী ওয়াল্টার রোসেন 1985 খ্রিস্টাব্দে জীববৈচিত্র্য শব্দটির প্রবর্তন করেন |
বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বাসস্থলে জীবের মধ্যে যেসব বিভিন্নতা দেখা যায় তাকে এককথায় জীববৈচিত্র্য বলে |
জীববৈচিত্র্যের গুরুত্ব
(Importance of Biodiversity) :
জীববৈচিত্র্যের গুরুত্ব অপরিসীম। নীচে কয়েকটি গুরুত্ব উল্লেখ করা হলঃ—
খাদ্য উৎপাদন (Producing food) :
খাদ্যের উৎস হিসেবে সবুজ উদ্ভিদের গুরুত্ব অনস্বীকার্য। সবুজ উদ্ভিদরা খাদ্য সংশ্লেষ করে তাদের বিভিন্ন অঙ্গে সঞ্চিত রাখে। সেই খাদ্য মানুষসহ সমস্ত প্রাণীই ভক্ষণ করে। কৃষি- ক্ষেত্রে নানারকম ফসল, যেমন- ধান, গম, জোয়ার ভুট্টা, ডাল জাতীয় শস্য, বিভিন্ন রকমের সবজি ইত্যাদি চাষ করা হয়, যা থেকে আমরা উদ্ভিজ খাদ্য পেয়ে থাকি। এছাড়া বিভিন্ন প্রাণীজ খাদ্য যেমন—দুধ, ডিম, মাংস ইত্যাদি বিভিন্ন প্রাণীদের কাছ থেকে পেয়ে থাকি।
ড্রাগ ও ওষুধ প্রস্তুতিতে (Producing drug and medicines) :
মানুষের রোগ নিরাময় ও স্বাস্থ্য রক্ষায় ভেষজ উদ্ভিদের ভূমিকা অপরিসীম। মরফিন, কুইনাইন, রেসারপিন, ভেসিসিন প্রভৃতি উপক্ষার বিভিন্ন ভেষজ উদ্ভিদ থেকে পেয়ে থাকি। যেমন-সর্পগন্ধার মূল থেকে রেসারপিন, কুচেলা গাছের ছাল থেকে কুইনাইন, ধুতুরা গাছের পাতায় ও ফলে পাওয়া যায় ডাটুরিন, বাসক গাছের পাতায় পাওয়া যায় ভেসিসিন। উপক্ষারগুলি বিভিন্ন রোগে ব্যবহৃত হয়। যেমন— কুইনাইন ম্যালেরিয়া রোগে, রেসারপিন উচ্চ রক্তচাপের ওষুধ, ডাটুরিন হাঁপানির ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। Taxus থেকে ক্যানসার বিরোধী পদার্থ ট্যাক্সল পাওয়া যায়। উদ্ভিদের মতো প্রাণীদের দেহাংশ থেকেও ভেষজ প্রস্তুত হয়। যেমন—ল্যাকেসিস সাপের বিষ থেকে, এপিস মৌমাছির বিষ থেকে উৎপন্ন হয়।
বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় (Maintenance of ecological balance) :
বাস্তুতন্ত্রে জীবসম্প্রদায় পরস্পর নির্ভরশীল হয়ে বসবাস করে। কোনো একটি উদ্ভিদ ও প্রাণী প্রজাতির বিলুপ্ত হওয়ার অর্থ হল খাদ্যশৃঙ্খলে বিঘ্ন ঘটা এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হওয়া। বাস্তুতন্ত্রে ভারসাম্য যাতে বিঘ্নিত না হয় তার জন্য খাদ্য শৃঙ্খলকে ঠিক রাখা, বায়ুর উপাদানগুলিকে ঠিক রাখা, উদ্ভিদ ও প্রাণী সংরক্ষণ, রোগ ও পেস্ট দমন ইত্যাদির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন ৷
জলবায়ু নিয়ন্ত্রণে (Climate control) :
বিভিন্ন প্রকার উদ্ভিদ পরিবেশের জলবায়ুকে নিয়ন্ত্রণে রাখে। পরিবেশ শীতল রাখতে, বৃষ্টিপাত ঘটাতে উদ্ভিদের অবদান অনস্বীকার্য। পরিবেশ দূষণের অন্যতম কারণ হল সবুজ উদ্ভিদ ধ্বংস হওয়া।
অর্থনৈতিক গুরুত্ব (Economic Importance) :
জীববৈচিত্র্য একটি দেশের মূল্যবান সম্পদ ও সমৃদ্ধির পরিচায়ক। বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, জীব- বৈচিত্র্যকে কাজে লাগিয়ে গৃহসামগ্রী এবং আসবাব, কাগজ শিল্পে, আঠা, রজন, মোম, সিল্ক, মধু, উল, মুক্তো ইত্যাদি সংগ্রহ করে অর্থনৈতিক সুরক্ষা হয়।