জোয়ারভাটার প্রভাব বা ফলাফল | মাধ্যমিক ভূগোল

জোয়ার ভাটার সুফল ও কুফল | মাধ্যমিক ভূগোল বারিমণ্ডল

জোয়ারভাটার উল্লেখযোগ্য প্রভাব বা ফলাফলগুলি হল—

জোয়ার ভাটার সুপ্রভাব

নাব্যতা বৃদ্ধি: জোয়ারের ফলে নদীর পলি অপসারিত হয়। ফলে নদীর নাব্যতা বৃদ্ধি পায়।

নৌচলাচলে সুবিধা: জোয়ারের সময় বড়ো বড়ো জাহাজ নদীতে আসতে পারে, আবার ভাটার টানে সাগরে ফিরে যেতে পারে।

আবর্জনাহীন গতিপথ: ভাটার টানে নদীর পলি ও আবর্জনা সমুদ্রে গিয়ে পড়ে, ফলে নদীখাত গভীর থাকে।
বিদ্যুৎ উৎপাদন: অনেক জায়গায় জোয়ারভাটার শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়।

মৎস্যশিকারে সুবিধা: জোয়ারের সময় অনেক সামুদ্রিক মাছ নদীতে চলে আসে ফলে মৎস্যজীবীদের সুবিধা হয়।

বরফমুক্ত বন্দর: জোয়ারের নোনা জলে বন্দর ও নদী অনেক সময় বরফমুক্ত থাকে।

জোয়ার ভাটার কুপ্রভাব

জলের লবণতা বৃদ্ধি: জোয়ারের মাধ্যমে নদীর মিষ্টি জল লোনা হয়ে যায়।

সম্পত্তি ও মানুষের ক্ষতি: প্রবল জোয়ারে জলস্ফীতিতে উপকূলের কৃষিজমি ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়।

নৌচলাচলে ব্যাঘাত: নদীতে জোয়ারের সময় বিভিন্ন জলপরিবহণ যানের ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে।

অগভীর নদীখাত সৃষ্টি: জোয়ারের সময় পলি পড়ে নদীগর্ভ অগভীরও হয়ে যায়।

Rlearn Education