জৈব রসায়ন : মাধ্যমিক ভৌতবিজ্ঞান

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর :

1. মিথেন অণুতে H – C – H বন্ধন কোণের মান কত ? MP 2018

উত্তর : 109⁰28′

2. অ্যালডিহাইডের বা অ্যাসিটালডিহাইডের কার্যকরী গ্রুপ কোনটি ? MP 2012, MP 2016 , MP 2017

উত্তর : −CHO

3. ইউরিয়া উৎপাদনে দুটি পদার্থ ব্যবহৃত হয় । একটি অ্যামোনিয়া, অপরটি কী ? MP 2017

Ans. কার্বন ডাইঅক্সাইড |

4. CH3CH2CH2OH এর IUPAC নাম লেখো । MP 2017

উত্তর : প্রোপান-1- অল |

5. CH3CH2CHO এর IUPAC নাম লেখো | MP 2018

উত্তর : প্রোপান্যাল |

6. একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন এর উদাহরণ ? MP 2018

উত্তর : C2H6

7. ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন ৷ জৈব যৌগের নাম কী ? MP 2020

উত্তর : ইউরিয়া [ CO ( NH2)2 ]

8. ব্রোমিন জলের মধ্যে অতিরিক্ত ইথিলিন গ্যাস চালনা করা হলে – দৃশ্যমান কোন পরিবর্তন পর্যবেক্ষণ করবে | MP 2010, MP 2008

উত্তর : লাল বর্ণ থেকে বর্ণহীন হল |

9. দুটি হাইড্রোজেন পরমাণুযুক্ত একটি হাইড্রোকার্বনের গঠন লেখো | MP 2010

উত্তর : H − C ≡ C−H

10. অ্যাসিটিলিনের একটি ব্যবহার লেখো ৷ MP 2014

উত্তর : ধাতু ঝালাই এর কাজে ব্যবহৃত হয় ৷

11. মিথানলে কার্যকরী গ্রুপের সংকেত লেখো ৷ MP 2010

উত্তর : − OH

12. ইথানোয়িক অ্যাসিডে কার্যকরী গ্রুপের সংকেত লেখো ৷ MP 2010

উত্তর : − COOH

13. মিথানলে কার্যকরী গ্রুপের সংকেত লেখো ৷ MP 2010

অথবা, ইথাইল অ্যালকোহলে উপস্থিত কার্যকরী গ্রুপের সংকেত লেখো ৷MP 2016

উত্তর : − OH

14. অ্যাসিটোনে কার্যকরী গ্রুপের সংকেত লেখো ৷ MP 2007

উত্তর : < C = O

15. PVC-এর মনোমার কী?
উত্তর: PVC-এর মনোমার হল ভিনাইল ক্লোরাইড।

16. সরলতম অ্যালকেনের নাম লেখো।
উত্তর- সরলতম অ্যালকেনের নাম মিথেন।

17. আ্যসিটিলিনের একটি ব্যবহার উল্লেখ করো।
উত্তর- আ্যসিটিলিন অক্সি-আ্যসিটিলিন শিখা তৈরিতে ব্যবহৃত হয়।

18. আলেয়া সৃষ্টিতে কোন গ্যাসটির ভূমিকা আছে?
উত্তর- আলেয়া সৃষ্টিতে মিথেনের ভূমিকা রয়েছে।

19. দুটি জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দাও।
উত্তর- দুটি জৈব ভঙ্গুর পলিমার হল প্রাকৃতিক রবার, সেলুলোজ।

20. তিনটি কার্বন পরমানুযুক্ত অ্যালকিনে উপস্থিত হাইড্রোজেন পরমানুর সংখ্যা – 6 / 8 /9 /10
উঃ- 6
21. নিচের কোন জ্বালানির মধ্যে সরলতম হাইড্রোকার্বন উপস্থিত থাকে ? ডিজেল / কেরোসিন / LPG / CNG
উঃ- LPG

22. সরলতম জৈব যৌগ – C2H6/ CH4 / C2H4 / C2H2
উঃ- CH4
23. প্রদত্ত কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন ? C2H6/ C3H6 / C2H4 / C2H2
উঃ- C2H6
24. সমগনীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য হল- -CH3/ -CH=CH- / -C=C- / -CH2–
উঃ- -CH2–
25. নীচের কোনটি দুটি কার্বন পরমানু যুক্ত অ্যালকিল গ্রুপ-
মিথাইল / ইথাইল / প্রোপাইল / আইসোপ্রোপাইল । [MP-2019]
উঃ- ইথাইল।

26. নিচের কোন যৌগটির সঙ্গে জলীয় NaHCO3 এর বিক্রিয়ায় CO2 উৎপন্ন হয়।
CH3CH2OH / CH3CHO / CH3COCH3 / CH3COOH

উঃ- CH3COOH

27. অ্যামোনিয়াম সায়ানেট উত্তপ্ত করে পাওয়া যায়- হাইড্রোজেন / ইউরিয়া / ফরম্যালডিহাইড /অ্যাসিট্যালঅডিহাইড
উঃ- ইউরিয়া।
28. LPG তে ব্যবহৃত দূর্গন্ধযুক্ত জৈব যৌগটি হল- বিউটেন / ইথাইল মারক্যাপটান / অ্যাসিটিলিন / ইথাইল অ্যালকোহল
উঃ- ইথাইল মারক্যাপটান।

29. PVC এর মনোমার হল- ইথিলিন / ভিনাইল ক্লোরাইড / প্রোপিলিন / ট্রাইক্লোরো ইথিলিন

উঃ- ভিনাইল ক্লোরাইড।

30. একই আণবিক সংকেত কিন্তু বিভিন্ন ধর্ম সম্পন্ন যৌগকে বলে- আইসোটোপ / আইসোবার / আইসোমার / পলিমার
উঃ- আইসোমার।

31. কাঁচা ফল পাকাতে কোনটি ব্যবহার করা হয়? মিথেন / ইথেন / ইথিলিন /অ্যাসিটিলিন
উঃ- ইথিলিন।

32. কার্বাইড বাতিতে ব্যবহৃত হয়- মিথেন/ ইথেন / ইথিলিন /অ্যাসিটিলিন
উঃ- অ্যাসিটিলিন।

33. LPG গ্যাসের প্রধান উপাদান হল- বিউটেন / আইসোবিউটেন /প্রোপেন / ইথেন
উঃ- বিউটেন।

34. অ্যাসিটোনের IUPAC নাম- প্রোপান্যাল / প্রোপানোন / প্রোপানল / প্রোপান্যালডিহাইড
উঃ- প্রোপানোন।


35. অসম্পৃক্ত হাইড্রোকার্বনের উদাহরণ – প্রোপেন / ইথেন / অ্যাসিটিলিন/ মিথেন
উঃ- অ্যাসিটিলিন।

36. কোন অণুটিতে অ্যালডিহাইড কার্যকারী গ্রুপ রূপে বর্তমান- CH3CH2OH/ CH3COOH/ CH3CHO/ CH3COCH3
উঃ- CH3CHO

37. কিটোনের কার্যকারী মূলক হল- -OH/ -CHO/ >CO/ -COOH
উঃ- >CO

38. কোনটি অ্যাসিটোনের কার্যকারী মূলক- -OH /-CHO / >CO/ -COOH
উঃ- >CO

39. জৈব ভঙ্গুর পলিমার হল- স্টার্চ / নাইলন / টেফলন / PVC
উঃ- স্টার্চ ।

40. অ্যালকিনের সাধারন সংকেত- CnH2n-2 / CnH2n-1 / CnH2n /CnH2n+2
উঃ- CnH2n


41.  নিচের কোনটি একটি অ্যালকোহল? CH3OCH3 / CH3CHO / CH3COOH / CH3CH2OH [MP-23]
উঃ- CH3CH2OH

42. CH3CH2CHO এর IUPAC নাম লেখো। [MP-18]
উঃ- ইথেন – 1- অ্যাল বা ইথান্যাল ।

43. পলি (টেট্রাফ্লুরোইথিলিন) এর একটি ব্যবহার লেখো। [MP-18] টেফলনের মনোমার কী ? [MP-15]
উঃ- রান্নার পাত্রে আঠাবিহীন প্রলেপ দেওয়ার জন্য আর তড়িৎ সামগ্রির উত্তম অন্তরক হিসেবে ব্যবহার করা হয়।
* টেট্রাফ্লুরোইথিলিন।

44. তিনটি কার্বন পরমানুযুক্ত অ্যালকাইনে উপস্থিত হাইড্রোজেন পরমানুর সংখ্যা কত ? [MP-15]
উঃ- 4 , CH ≡ CーCH3

45. তিনটি কার্বন পরমানুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমানুর সংখ্যা কত ? [MP-16]
উঃ- 6, CH3 ーCH2ーCH3

46. জৈব গ্রীনহাউস গ্যাসের নাম লেখো। [MP-15]
উঃ- ক্লোরো ফ্লোরো কার্বন।

47. আলেয়া সৃষ্টিতে কোন গ্যাসটি দ্বায়ী ? [MP-16]
উঃ- মিথেন।

48. CH3CH2CH2OH এর IUPAC নাম লেখো। [MP-17]
উঃ- প্রোপেন – 1 অল বা প্রোপানল।

49. PVC এর মনোমার কী ? [MP-16]
উঃ- ভিনাইল ক্লোরাইড বা মনোক্লোরোইথিন (CH2=CH – Cl)

50. CH3CH2OH এর একটি সমাবয়বের গঠন সংকেত লেখো। [MP-17]
উঃ- CH3ーOーCH3

51. PVC এর একটি ব্যবহার উল্লেখ করো। [MP-16, 17]
উঃ- মেঝের টাইলস, খেলনা, নল প্রভৃতি প্রস্তুত করতে ব্যবহৃত হয়।

52. ইথাইল অ্যালকোহলের নিরুদনে উৎপন্ন যৌগের নাম কী ?
উঃ- ইথিলিন।

53. HCOOH এবং CH3CH=CH2 এর IUPAC নাম কী ? [MP-2023]
উঃ- HCOOH:- মিথেন – 1 – ওয়িক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড ।

CH3CH=CH2 :- প্রোপ – 1 – ইন বা প্রোপিন।

54. PTFE এর মনোমার কী ?
উঃ- টেট্রাফ্লুরোইথিলিন। (CF2 = CF2)

55. PVC এর পুরো নাম কী? PVC মনোমারটির সংকেত কী ?
উঃ- PVC এর পুরো নাম- পলি ভিনাইল ক্লোরাইড।
PVC মনোমারটির সংকেত- CH2=CH – Cl

56. CH3CH2CH2CH2OH এর IUPAC নাম লেখো।
উঃ- বিউটেন –1 – অল বা বিউটানল।

57. কোনো অ্যালকেনের 1 টি অণুতে 8 টি হাইড্রোজেন পরমানু থাকলে কার্বন পরমানুর সংখ্যা কত?
উঃ- তিনটি, CH3CH2CH3

58. বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি ?
উঃ- মিথেন।

59. কার্বাইড বাতিতে যে গ্যাসটি জ্বলে, তার IUPAC নাম লেখো।
উঃ- অ্যাসিটিলিন। IUPAC নাম – ইথাইন।

60. একটি প্রাকৃতিক পলিমারের নাম লেখো।
উঃ- প্রোটিন।

61. সরলতম অ্যালকিনের নাম লেখো।
উঃ- ইথিলিন।

62. মার্স গ্যাস কাকে বলে ?
উঃ- আবদ্ধ জলাভূমিতে উৎপন্ন মিথেন গ্যাসকে মার্স গ্যাস বলে।

63. IUPAC নাম লেখোঃ- CH3CHO
উঃ- ইথেন -1- অ্যাল বা ইথান্যাল ।

64. প্রোটিনের মনোমার কী ?
উঃ- অ্যামিনো অ্যাসিড।

65. CH3CH2COOH এর IUPAC নাম লেখো। [MP 2019]
উঃ- প্রোপেন – 1 – ওয়িক অ্যাসিড বা প্রোপানোয়িক অ্যাসিড ।

66. একটি জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দাও।
উঃ- পলিল্যাকটিক অ্যাসিড।

67. পলিমার ব্যবহারের একটি অসুবিধা লেখো।
উঃ- পলিমার ব্যবহারের ফলে মৃত্তিকা, জল ও বায়ুদুষন ঘটে।

68. CH3CH2CHO এর IUPAC নাম লেখো।
উঃ- প্রোপেন -1- অ্যাল বা প্রোপান্যাল ।

69. ইথানোয়িক অ্যাসিড ও অ্যাসিটোনে উপস্থিত কার্যকরী মূলকের নাম লেখো।
উঃ- ইথানোয়িক অ্যাসিডে উপস্থিত কার্যকরী মূলক হল কার্বক্সিল (-COOH)।
অ্যাসিটোনে উপস্থিত কার্যকরী মূলক হল কিটোনিক (>C=O) ।


70. অ্যাসিটিলিনের একটি ব্যবহার লেখো।
উঃ- কৃত্রিম রবার ও প্লাস্টিক তৈরীতে, অক্সি- অ্যাসিটিলিন শিখা তৈরীতে ব্যবহৃত হয়।

71.কার্যকরী মূলকের নাম লেখোঃ- ইথাইল অ্যালকোহল
উঃ- হাইড্রক্সিল।

72. CH3COCH3 এর IUPAC নাম লেখো।
উঃ- প্রোপেন – 2 – ওন বা প্রোপানোন।

73. প্রোপান -1- অল এর গঠন সংকেত লেখো।
উঃ- CH3CH2CH2-OH

74. প্রোপান্যালে উপস্থিত কার্যকরী মূলকের নাম লেখো।
উঃ- –CHO

75. LPG এর গন্ধের কারন কী ?
উঃ- LPG এর সঙ্গে দুর্গন্ধযুক্ত মিথাইল বা ইথাইল মারক্যাপটান মেশানো থাকে।

76. কার্বনবিহীন একটি কার্যকরী মূলকের নাম লেখো।
উঃ- হাইড্রক্সিল (-OH)

77. CH3 -C ≡ CH এর IUPAC নাম লেখো।
উঃ- প্রোপ –1 – আইন বা প্রোপাইন।

78. প্রোপানোন এর গঠন সংকেত লেখো। [2020]
উঃ- CH3COCH3

79. একটি বায়োডিগ্রেডবল প্রাকৃতিক পলিমারের উদাহরণ দাও। [2020]
উঃ- পলিল্যাকটিক অ্যাসিড।

80. ডিনেচার্ড স্পিরিটের একটি ব্যবহার লেখো। [MP-2023]
উঃ- ১. কাঠের আসবাবপত্র পালিশের কাজে ব্যবহৃত মোম, গালা, রজন, বার্নিশ প্রভৃতি পদার্থের দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়।

81. এল পি জি (LPG) এর শিল্প উৎস কী? [MP-2023]

উঃ- অপরিশোধিত পেট্রোলিয়ামের আংশিক পাতনে 25oC পর্যন্ত পাতিত অংশে প্রাপ্ত পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান বিউটেন। এছাড়া এতে সামান্য মিথেন, ইথেন ও প্রোপেন থাকে। এই গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা হয়। এই তরলকে LPG বলা হয়।

82. অ্যাসিটিক অ্যাসিড ও পলি (টেট্রাফ্লোরোইথিলিন) এর প্রতিটির একটি করে ব্যবহার লেখো। [MP-2023]
উঃ- অ্যাসিটিক অ্যাসিড কৃত্রিম সিল্ক উৎপাদনে ব্যবহৃত সেলুলোজ অ্যাসিটেট প্রস্তুতিতে ব্যবহৃত হয়।

পলি (টেট্রাফ্লোরোইথিলিন) বা টেফলন তড়িৎ সামগ্রির উত্তম অন্তরক হিসাবে ব্যবহৃত হয়।

জৈব রসায়ন (Organic Chemistry) অংশের কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন :

1. ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কী ঘটে শমিত রাসায়নিক সমীকরণ লেখো। [MP-18]
উঃ- ইথানল তীব্র তড়িৎ- ধণাত্মক ধাতু সোডিয়ামের সঙ্গে তীব্র বিক্রিয়া করে সোডিয়াম ইথোক্সাইড ও হাইড্রোজেন উৎপন্ন করে।
2C2H5OH + 2Na ➝ 2C2H5ONa +H2

2. প্রদত্ত যৌগে গুলিতে কার্যকরী গ্রুপের সংকেত লেখো। ইথাইল অ্যালকোহল, অ্যাসিট্যালডিহাইড। [MP-16]
উঃ- ইথাইল অ্যালকোহল এর কার্যকরী গ্রুপের সংকেত- -OH
অ্যাসিট্যালডিহাইড এর কার্যকরী গ্রুপের সংকেত- -CHO

3. ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। [MP-17]
উঃ- CH2 = CH2 এর গঠন সংকেতের মধ্যে দুটি কার্বন পরমানু পরস্পরের সঙ্গে সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত থাকে। তাই এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন।

4. কৃত্রিম পলিমার ব্যবহারের অসুবিধা লেখো। [MP-15]
উঃ- কৃত্রিম পলিমার জৈব অবিশ্লেষ্য হওয়ার জন্য মৃত্তিকাস্থিত ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি দ্বারা নিঃসৃত এনজাইমের প্রভাবে এদের বিয়োজন ঘটে না। এর ফলে বর্জ্য পদার্থ ক্রমে ক্রমে জমি, নর্দমা, নালা, খাল, নদী ইত্যাদিতে সঞ্চিত হয়। আর দীর্ঘদিন সঞ্চিত থাকলে এই গুলি থেকে বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ নিঃসৃত হয়। এই বিষাক্ত পদার্থ গুলি মাটিকে দূষিত করে। এই বর্জ্য পদার্থ গুলিকে পুড়িয়ে ফেললে উৎপন্ন বিষাক্ত গ্যাস বায়ু দুষন ঘটায়। এভাবে এই ধরনের কৃত্রিম পলিমার গুলি মৃত্তিকা, জল ও বায়ুদুষন ঘটায়।

5. একটি জৈব যৌগের আনবিক সংকেত C2H4। এটি কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত ব্রোমিন দ্রবন বর্ণকে বর্ণহীন করে। জৈব যৌগটিকে শনাক্ত করো। [MP-16]
উঃ- কার্বন টেট্রাক্লোরাইডে (CCl4) দ্রবীভূত লাল বর্ণের ব্রোমিন দ্রবনে C2H4 পাঠালে দ্রবন বর্ণহীন হয়। অতএব যৌগটি হল ইথিলিন যা ব্রোমিনের সঙ্গে বিক্রিয়ায় বর্ণহীন 1,2- ডাই ব্রোমো ইথেনে পরিণত হয়।

6. জৈব ও অজৈব যৌগের তিনটি পার্থক্য লেখো। [MP-16,18 ]

7. পলিইথিলিনের ব্যাগের যথেচ্ছ ব্যবহারের দুটি বিপদ লেখো।
উত্তর- পলিইথিলিনের ব্যাগের যথেচ্ছ ব্যবহারের দুটি বিপদ হল-
(i) সাধারণত পলিইথিলিনের ব্যাগে উপস্থিত মনোমারগুলি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। যেমন—ভিনাইল ক্লোরাইড, টেট্রাফ্লুরো ইথিলিন, স্টাইরিন ইত্যাদি।
(ii)পলিইথিলিনের ব্যাগের কোনো ক্ষয় নেই অর্থাৎ জীববিনাশ (biodegradation) নেই (জীববিনাশ একটি জীবাণুঘটিত বিক্রিয়া যার ফলে পদার্থ প্রকৃতিতে মিশে যায়) এবং এর দ্রুত রাসায়নিক পরিবর্তন ঘটে না। ফলে পলিমার থেকে উৎপাদিত যে পদার্থগুলি ব্যবহার করার পর বর্জ্য পদার্থ হিসেবে ফেলে দেওয়া হচ্ছে, তার থেকে পরিবেশ দূষিত হতে শুরু করে।

8. LPG ও CNG এর মুখ্য উপাদানগুলির নাম লেখো। যানবাহনের জ্বালানি হিসেবে ব্যবহার করলে পেট্রোল ও CNG এর মধ্যে কোনটি অপেক্ষাকৃত কম বায়ু দূষন সৃষ্টি করে ?
উঃ- LPG এর মুখ্য উপাদান – বিউটেন ।
CNG এর মুখ্য উপাদান – মিথেন গ্যাস।
যানবাহনের জ্বালানি হিসেবে CNG ব্যবহার করলে অপেক্ষাকৃত কম বায়ু দূষন হয়।

9. রেক্টিফায়েড স্পিরিট কী ? ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট কী? [MP-17]
উঃ- 95.6% ইথানল ও 4.4% জলের মিশ্রণকে রেক্টিফায়েড স্পিরিট বলা হয়। এই রেক্টিফায়েড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য এর সঙ্গে প্রায় 10 ভাগ পর্যন্ত বিষাক্ত মিথানল ও সামান্য উৎকট স্বাদ যুক্ত পদার্থ যেমন ন্যাপথা, পিরিডিন্ মেশানো হয়। এই বিষাক্ত মিশ্রণকে ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট বলে।

10. প্রকৃতিতে জৈব পলিমার প্রোটিনের বায়োডিগ্রেডেশন হয় কীভাবে ? [MP-17]
উঃ- প্রকৃতিতে মৃত্তিকাস্থিত ব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি অনুজীব দ্বারা নিঃসৃত অন্তঃকোশীয় ও ভিঃকোশীয় বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে প্রোটিনের রাসায়নিক বিয়োজন ঘটে এবং সরল অজৈব অনুতে পরিণত হয়।

11. একটি জৈব যৌগের আণবিক সংকেত C2H4O2 । যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO3যোগ করলে CO2 নির্গত হয়। জৈব যৌগটিকে শনাক্ত করো। জৈব যৌগটির সঙ্গে ইথানলের বিক্রিয়া শর্ত ও শমিত রাসায়নিক সমীকরণসহ লেখো। [MP-18]
উঃ- জৈব যৌগের আণবিক সংকেত C2H4O2 । যৌগটি জলে দ্রাব্য এবং যৌগটির জলীয় দ্রবণে NaHCO3যোগ করলে CO2 নির্গত হয়। অর্থাৎ যৌগটি একটি অ্যাসিড। যার সংকেত CH3COOH এবং নাম অ্যাসিটিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড ।

গাড় H2SO4 এর উপস্থিতিতে ইথানলের সঙ্গে ইথানোয়িক অ্যাসিড উত্তপ্ত করলে ইথাইল অ্যাসিটেট এস্টার ও জল উৎপন্ন হয়।

12. মিথেন গ্যাসকে অক্সিজেনে পোড়ানো হলে কী হবে রাসায়নিক সমীকরণ সহ লেখো। [MP-15]
উঃ- মিথেন গ্যাসকে অক্সিজেনে পোড়ানো হলে অদীপ্ত ফিকে নীলাভ শিখায় জ্বলে এবং CO2 নির্গত হয় ও জলীয় বাষ্প উৎপন্ন হয়।
CH4 +2O2 ⟶ CO2 + 2H2O

13. অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়ার শর্ত সহ শমিত রাসায়নিক সমীকরণ লেখো। LPG এর একটি ব্যবহার উল্লেখ করো। [MP-17]
উঃ- নিকেল অনুঘটকের উপস্থিতিতে 160℃ উষ্ণতায় এবং প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়ায় ইথেন উৎপন্ন হয়।

14. কার্যকরী মূলক কাকে বলে ? উদাহরণ দাও। [2020]
উঃ- জৈব যৌগের অনুতে উপস্থিত যে সব সক্রিয় পরমানু বা পরমানুপুঞ্জ জৈব যৌগের প্রকৃতি ও রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে, তাদের কার্যকরী মূলক বলা হয়। যেমন অ্যালকোহলের কার্যকরী মূলক -OH ।

15. অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইড এর বিক্রিয়ার সমীত রাসায়নিক সমীকরণ লেখো। [MP-2019]
উঃ- অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইড এর বিক্রিয়ায়, সোডিয়াম অ্যাসিটেট লবণ এবং জল উৎপন্ন হয়।
CH3COOH + NaOH ⟶ CH3COONa + H2O

West Bengal Madhyamik Physical Science Suggestion  joiborosayon  | Class ten Physical Science Suggestion| Physical Science Suggestion for Madhyamik| Dosom srenir voutobiggan Suggestion| WBBSE Physical Science Suggestion| Important Questions Answer for Madhyamik Exam| Model Question paper Madhyamik Physical Science Exam | Madhyamik Physical Science  Suggestion |Madhyamik Physical Science Suggestion | Rlearn Education |Samrat Exclusive Suggestion| Ready Steady go Madhyamik Suggestion| Madhyamik Challengers Suggestion|Khan sir Suggestion| Rafi Ahmed Jewel Sir Suggestion|Rlearn Education | Madhyamik Previous Year Questions Answer|MP Physical Science Previous Year Questions Answer.


Comments 4

Rlearn Education