Joint Forest Management & People’s Biodiversity Registrar | Madhyamik Life Science| Class Ten Life Science suggestion
JFM বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট (Joint Forest Management):
সংজ্ঞা : সরকার এবং স্থানীয় মানুষদের যৌথ সহযোগিতায় বনজ সম্পদ সংরক্ষণের পদ্ধতিকে JFM বলা হয়।
গুরুত্ব : ভারতবর্ষে পাহাড় এবং সমতল মিলিয়ে বনজ সম্পদের আয়তন ছিল প্রায় 20.64% (2003)। বর্তমানে বিভিন্ন কারণে বনজ সম্পদ ক্রমাগত নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সেই অনুপাতে উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি করে অরণ্য তৈরি করা হচ্ছে না। তাই অরণ্যকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য এবং জীববৈচিত্র্যকে রক্ষা করার জন্য বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকায় গ্রামীণ মানুষদের সহযোগিতায় JFM গঠন করা হয়।
প্রকল্পের সাফল্য :
- (i) পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের আরাবারি অরণ্যের নষ্ট হয়ে যাওয়া শাল গাছের পুনরুদ্ধারের জন্য 1971 খ্রিস্টাব্দে ভারত সরকার JFM (Joint Forest Management) নামে একটি সংস্থা তৈরি করে। সেখানে সাধারণ মানুষের সহযোগিতায়, ব্যবস্থাপনায় এবং অংশগ্রহণের মাধ্যমে ফল, গম, রবার, ঔষধ প্রভৃতি অরণ্যের সৃষ্টি ও সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে।
- (ii) বর্তমানে 84632 সংখ্যক JFM কমিটির 85.28 লক্ষ পরিবার 17.33 মিলিয়ন হেক্টর জমিতে অরণ্য দেখাশোনার সঙ্গে যুক্ত।
- (iii) ভারত সরকারের ব্যবস্থাপনায় প্রতি বছর জুলাই এবং ফেব্রুয়ারি মাসে বনমহোৎসব অনুষ্ঠানের মাধ্যমে সরকারি ও বেসরকারি উদ্যোগে গাছ লাগানো হয়।
PBR বা পিপলস বায়োডাইভারসিটি রেজিস্ট্রার (People’s Biodiversity Registrar) :
সংজ্ঞা : PBR এমন একটি প্রামাণ্য নথি যেখানে স্থানীয় মানুষরা জীবসম্পদের সম্বন্ধে তাদের জ্ঞান, তাদের প্রাপ্তিসাধ্যতা, তাদের ব্যবহার, জীবনযাত্রা এবং তাদের সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস সংক্রান্ত অসংখ্য তথ্য লিপিবদ্ধ রাখে।
গুরুত্ব :
- (i) কোনো এক নির্দিষ্ট অঞ্চলের বসবাসকারী মানুষেরা সেই অঞ্চলের পরিবেশ এবং উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে ভালো জানতে পারে। কারণ প্রতিনিয়ত তারা জীবকূলের কাছাকাছি থাকে বলে তাদের আশ্রয়, খাদ্যগ্রহণ প্রকৃতি, প্রজনন ও পরিযান সম্পর্কে বিশেষভাবে অবহিত হওয়ার সুযোগ থাকে। সেই সুযোগকে কাজে লাগিয়ে PBR তৈরি করা হয়।
- (ii) এই লিপিবদ্ধ নথি সরকারি মাধ্যমে নির্দিষ্ট দপ্তরে পাঠানো হয়, যেখানে জীববৈচিত্র্য সম্পর্কে আরও বেশি তথ্যনির্ভর খবর সংযোজিত হয়।
- (iii) এ ছাড়া এই সকল তথ্য জ্ঞানার্জনের জন্য স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরা হয়।
ভারতের কিছু বিপন্ন উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি (Some endangered plant and animal species in India) :
যেসব প্রজাতির উদ্ভিদ ও প্রাণী বর্তমানে বিলুপ্তির পথে তাদের বিপন্ন প্রজাতি বা
এনডেনজারড প্রজাতি (endangered species) বলা হয়।
কয়েকটি বিপন্ন উদ্ভিদ প্রজাতি হল–
সর্পগন্ধা, ঘৃতকুমারী, সূর্যশিশির, কলচিকাম, কলশপত্রী ইত্যাদি।
কয়েকটি বিপন্ন প্রাণী প্রজাতি হল-
■ স্তন্যপায়ী : ভারতীয় বাঘ, একশৃঙ্গ গভার, এশিয়ান সিংহ, কালো চিতা, রেড পান্ডা, নীলগিরি হনুমান ইত্যাদি।
■ পাখি: ময়ূর, সারস, ঈগল ইত্যাদি।
■ সরীসৃপ : কুমির, সামুদ্রিক কচ্ছপ, ঘড়িয়াল, হিমালয়ান স্যালামান্ডার ইত্যাদি।