মাধ্যমিক ইতিহাস সাজেশান : বিপ্লবী আন্দোলনে প্রীতিলতা ওয়াদ্দেদার ও কল্পনা দত্তের অবদান
প্রীতিলতা ওয়াদ্দেদার :
শিক্ষাজীবন : চট্টগ্রামের মেধাবী ছাত্রী প্রীতিলতা ওয়াদ্দেদার বেথুন কলেজে দর্শন শাস্ত্রে, কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। তিনি ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদের মন্ত্রে দীক্ষিত হন। তাঁর সহপাঠী ছিলেন কল্পনা দত্ত। শিক্ষাজীবন শেষ করে প্রীতিলতা চট্টগ্রামের ইংরেজি মাধ্যমের চট্টগ্রামের নন্দন কানন অপর্ণাচরণ বিদ্যালয়- এর প্রধান শিক্ষিকা পদে নিযুক্ত হন।
বিপ্লবী জীবনের সূচনা : প্রীতিলতা দীপালি সংঘ-এর অধীন লীলা নাগ-এর নেতৃত্বে বিপ্লবী সংগঠন শ্রী সংঘ-এ যোগ দেন। পরে মাস্টারদা সূর্যসেনের Indian Republican Army-এর সংস্পর্শে আসেন।
ইউরোপীয় ক্লাব আক্রমণ : ১৯৩২ খ্রিস্টাব্দে ২৩ সেপ্টেম্বর প্রীতিলতা সহযোগী প্রফুল্ল দাস, শাস্তি চক্রবর্তী প্রমুখকে সঙ্গে নিয়ে চট্টগ্রামের পাহাড়তলীর ইউরোপীয় ক্লাব আক্রমণ করেন। এই ইউরোপীয় ক্লাবের সাইনবোর্ডে লেখা থাকত— “কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষেধ”। প্রীতিলতা পাঞ্জাবী পুরুষের ছদ্মবেশে ব্রিটিশ পুলিশের খণ্ডযুদ্ধে অবতীর্ণ হন।
উপসংহার: পাহাড়তলীর যুদ্ধে বিপ্লবীরা ক্লান্ত হয়ে পড়লে প্রীতিলতা ধরা না দিয়ে পটাশিয়াম সায়ানাইড মুখে দিয়ে আত্মহত্যা করেন। বাঙালি লেখিকা সেলিনা হোসেন লিখেছেন, “প্রীতিলতা ছিলেন প্রতেক মহিলার কাছে আদর্শ স্বরূপা।” তার স্মরণে ‘বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট’ নামে একটি সংস্থা স্থাপন করা হয়েছে।
কল্পনা দত্ত :
ভূমিকা : ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের আর এক মহান মহিলা বিপ্লবী চট্টগ্রামের কল্পনা দত্ত (১৯৩১-৩৫)। তিনি ছিলেন কলকাতার বেথুন কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী।
বিপ্লবী জীবন : কল্পনা দত্ত কলেজে পড়ার সময় ছাত্রী সংঘের সদস্যা হন। এই সময় মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী ভাবধারা ও আদর্শে দীক্ষিত হন। অবিলম্বে তিনি মাতৃভূমিকে শৃঙ্খলমুক্ত করার জন্য ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিতে যোগদান করেন। পাহাড়তলীর ইউরোপীয়ন ক্লাব আক্রমণের মূল দায়িত্ব দেওয়া হয় কল্পনা দত্তকে। কিন্তু আক্রমণের কয়েকদিন (৭/৮ দিন) আগে চট্টগ্রাম অস্ত্র লুণ্ঠনের ষড়যন্ত্র মামলায় ইংরেজ পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং অবশেষে
১৯৩৯ খ্রিস্টাব্দে তিনি জেল থেকে মুক্তি পান। তিনি বারুদের সাহায্যে ডিনামাইট তৈরির পরিকল্পনা নিয়েছিলেন।
উপসংহার : ১৯৪০ খ্রিস্টাব্দে কল্পনা দত্ত ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯৪৩ খ্রিস্টাব্দে বাংলায় দুর্ভিক্ষে ত্রাণকার্যে তিনি অসামান্য অবদান রাখেন। তিনি চট্টগ্রামের বিপ্লবীদের কথা রচনা করেন যা ইতিহাসের মূল্যবান ঐতিহাসিক দলিল।