কালোমাটি বা কৃষ্ণ মৃত্তিকা | ল্যাটেরাইট মৃত্তিকা : Madhyamik Geography Suggestion| মাধ্যমিক ভূগোল
কালোমাটি বা কৃষ্ণ মৃত্তিকা :
অবস্থান :
দাক্ষিণাত্য মালভূমির উত্তর-পশ্চিমাংশের ডেকান ট্র্যাপ অঞ্চল, বিশেষত মহারাষ্ট্র মালভূমি, গুজরাতের ভারুচ, ভাদোদরা ও সুরাত, পশ্চিম মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা এবং উত্তর কর্ণাটক প্রভৃতি স্থানে এই মাটি দেখা যায়।
বৈশিষ্ট্য:
- লাভা থেকে সৃষ্ট ব্যাসল্ট শিলা ক্ষয় হয়ে এই মাটি উৎপন্ন হয়েছে।
- এই মাটির রং কালো হওয়ায় এর আর এক নাম রেগুর।
- কৃষ্ণ মৃত্তিকার জলধারণক্ষমতা খুব বেশি।
- মৃত্তিকা কার্পাস চাষের জন্য বিশেষ উপযোগী হয় |
- মৃত্তিকাকে কৃষ্ণ-কার্পাস মৃত্তিকাও বলা হয়।
- প্রকৃতিতে উর্বর এই মৃত্তিকায় তুলো ছাড়াও খাদ্যশস্য, তেলবীজ, টকযুক্ত ফল, সবজি ইত্যাদির চাষ খুব ভালো হয়।
ল্যাটেরাইট মৃত্তিকা :
অবস্থান :
পশ্চিমঘাট, নীলগিরি, কার্ডামম প্রভৃতি পার্বত্য অঞ্চল, ওডিশার পাহাড়ি অঞ্চল, মেঘালয় মালভূমি এবং ঝাড়খণ্ডের ছোটোনাগপুর মালভূমি অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়।
বৈশিষ্ট্য:
- অ্যালুমিনিয়াম ও লোহার সোদক দিয়ে গঠিত হওয়ায় এই মৃত্তিকার রং লাল হয়।
- এই মাটি ইটের মতো শক্ত ও কাঁকরপূর্ণ হয়। ল্যাটেরাইট মৃত্তিকায় নাইট্রোজেন, ফসফোরিক অম্ল, পটাশ, চুন ও ম্যাগনেশিয়ামের ঘাটতি দেখা যায়|
- সাধারণভাবে অনুর্বর এই মাটিতে জলসেচ করা গেলে ধান,রাগি, ইক্ষু প্রভৃতি ফসলের চাষ করা সম্ভব।