মাধ্যমিক জীবনবিজ্ঞান 2018 প্রশ্নোত্তর : অতিসংক্ষিপ্ত
১. প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা-সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো : ১x১৫=১৫
১.১ সূর্যশিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে । এটি হল—
(ক) সিসমোন্যাস্টি (খ) থার্মোন্যাস্টি (গ) ফোটোন্যাসটি (ঘ) কেমোন্যাস্টি
Ans. (ক) সিসমোন্যাস্টি |
১.২ মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে-হরমোন ক্ষরণে উদ্দীপনা জোগায় সেটি হল—
(ক) TSH (খ) ADH (গ) ইস্ট্রোজেন (ঘ) ACTH
Ans. (গ) ইস্ট্রোজেন |
১.৩ নীচের কোনটি সঠিক প্রতিবর্ত পথ ?
(ক) গ্রাহক → কারক → বহির্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → অন্তর্বাহী স্নায়ু
(খ) স্নায়ুকেন্দ্র → গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → কারক → বহির্বাহী স্নায়ু
(গ) বহির্বাহী স্নায়ু → গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → কারক
(ঘ) গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → বহির্বাহী স্নায়ু → কারক
Ans. (ঘ) গ্রাহক → অন্তর্বাহী স্নায়ু → স্নায়ুকেন্দ্র → বহির্বাহী স্নায়ু → কারক |
১.৪ মাইটোসিস কোশ বিভাজনের কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়োলাসকে অবলুপ্ত হতে দেখা যায় ?
(ক) অ্যানাফেজ (খ) প্রোফেজ (গ) মেটাফেজ (ঘ) টেলোফেজ
Ans. (খ) প্রোফেজ |
১.৫ নীচের কোনটি DNA -এর গঠনগত উপাদান নয় ?
(ক) ডি-অক্সিরাইবোজ শর্করা (খ) ইউরাসিল ক্ষারক (গ) থাইমিন ক্ষারক (ঘ) ফসফরিক অ্যাসিড
Ans. (খ) ইউরাসিল ক্ষারক |
১.৬ যৌন জনন সম্পর্কিত নীচের কোন বক্তব্যটি সঠিক ?
(ক) যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য
(খ) যৌন জনন কেবলমাত্র মাইটোসিস নির্ভর
(গ) যৌন জননে একটিমাত্র জনিতৃ জীব থেকেই অপত্য জীব সৃষ্টি হতে পারে
(ঘ) যৌন জননের ফলে উৎপন্ন অপত্য জীব জিনগতভাবে হুবহু জনিতৃ জীবের মতো হয়
Ans. (ক) যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য |
১.৭ নীচের কোনটি মেন্ডেলের একসংকর জনন পরীক্ষার F2 জনুর জিনোটাইপিক অনুপাত ?
(ক) 1 : 2 : 1 (খ) 3 : 1 (গ) 9 : 3 : 3 : 1 (ঘ) 2 : 1 : 2
Ans. (ক) 1 : 2 : 1
১.৮ মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নীচের কোনটি নিয়ন্ত্রিত হয় না ?
(ক) রোলার জিভ (খ) হিমোফিলিয়া (গ) থ্যালাসেমিয়া (ঘ) কানের যুক্ত লতি
Ans. (খ) হিমোফিলিয়া |
১.৯ অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে একসংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফেনোটাইপের অনুপাত কী হতে পারে ?
(ক) 3 : 1 (খ) 2 : 1 : 1 (গ) 9 : 3 : 3 : 1 (ঘ) 1 : 2 : 1
Ans. (ঘ) 1 : 2 : 1 |
১.১০ নীচের কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম ?
(ক) শকুন ও হায়েনার মধ্যে সংগ্রাম
(খ) ঈগল ও চিলের মধ্যে সংগ্রাম
(গ) পুকুরে রুইমাছদের মধ্যে সংগ্রাম
(ঘ) বক ও মাছরাঙার মধ্যে সংগ্রাম
Ans. (গ) পুকুরে রুইমাছদের মধ্যে সংগ্রাম |
১.১১ নীচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি ?
(ক) পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি
(খ) পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি
(গ) পায়ের শুধু তৃতীয় আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি
(ঘ) সমগ্র দেহের আকার বৃদ্ধি
Ans. (খ) পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি |
১.১২ বিজ্ঞানীদের মতে, পৃথিবী জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল যেন
(ক) সমুদ্রের জলে তপ্ত লঘু সুপ
(খ) সমুদ্রের জলে ঠান্ডা ঘন সুপ
(গ) নদীর জলে ঠান্ডা ঘন সুপ
(ঘ) মাটির তলার জলে তপ্ত ঘন সুপ
Ans. (ক) সমুদ্রের জলে তপ্ত লঘু সুপ |
১.১৩ নীচের কোন জীবানুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে ?
(ক) নাইট্রোসোমোনাস (খ) অ্যাজোটোব্যাকটর (গ) সিউডোমোনাস (ঘ) থায়োব্যাসিলাস
Ans. (ক) নাইট্রোসোমোনাস |
১.১৪ এক্স-সিটু সংরক্ষণের একটি উদাহরণ হল –
(ক) সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প (খ) করবেট জাতীয় উদ্যান (গ) নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ (ঘ) ক্রায়োসংরক্ষণ
Ans. (ঘ) ক্রায়োসংরক্ষণ |
১.১৫ জলদূষণের ফলে নীচের যেটি ঘটে তা হল-
(ক) বিশ্ব উষ্ণায়ন (খ) ইউট্রোফিকেশন (গ) বধিরতা (ঘ) ব্রংকাইটিস
Ans. (খ) ইউট্রোফিকেশন |
২ নির্দেশ অনুসারে নীচের ২৬টি প্রশ্ন থেকে যে-কোনো ২১টি প্রশ্নের উত্তর লেখো : ১x২১=২১
নীচের শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও (যে-কোনো পাঁচটি) ১x৫=৫
২.১ আয়োডিনের অভাবে _____ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয় ।
Ans. থাইরক্সিন |
২.২ মেরুদন্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় _____ কোশ বিভাজন ঘটে ।
Ans. মাইটোসিস |
২.৩ মটর গাছের ভিন্ন ভিন্ন _____ একই ফিনোটাইপ দেখাতে পারে ।
Ans. জিনোটাইপ
২.৪ _____ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে ।
Ans. অপসারী |
২.৫ স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম হল _____ ।
Ans. পার্থেনিয়াম |
২.৬ বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদির সুক্ষ্ম কণাকে একত্রে _____ বলে, যা ফুসফুসে বিভিন্ন রোগ সৃষ্টি করে ।
Ans. SDM |
নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে-কোনো পাঁচটি) : ১x৫=৫
২.৭ হাইপোথ্যালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে ।
Ans. মিথ্যা |
২.৮ DNA -তে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দিয়ে গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে ।
Ans. মিথ্যা |
২.৯ মেন্ডেল মটর গাছের একসংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন ।
Ans. মিথ্যা |
২.১০ ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে ।
Ans. সত্য |
২.১১ অ্যাসিড বৃষ্টির কারণ হল বায়ুদূষণের ফলে সৃষ্টি SO2 এবং NO2 গ্যাস ।
Ans. সত্য |
২.১২ অক্সিন বীজের সুপ্তাবস্থা কাটিয়ে অঙ্কুরোদগমে সাহায্য করে ।
Ans. মিথ্যা |
A-স্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে B-স্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটির সমতাবিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নং উল্লেখ-সহ সঠিক জোড়টি পুনরায় লেখো ( যে-কোনো পাঁচটি ) ১x৫=৫

Ans. ২.১৩ (f) ২.১৪ (c) ২.১৫ (e) ২.১৬ (a) ২.১৭ (b) ২.১৮ (g)
একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও ( যে-কোনো ছ-টি) ১x৬=৬
২.১৯ বিসদৃশটি বেছে লেখো : বামনত্ব, গলগন্ড, থালাসেমিয়া, মধুমেহ
Ans. থ্যালাসেমিয়া |
২.২০ মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ উল্লেখ করো ।
Ans. চোখের আকৃতি প্রদান করা
২.২১ নীচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া আছে । প্রথম জোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও:
মাইটোসিস : ভ্রূনমূল :: _____ : রেণু মাতৃকোশ ।
Ans. মিয়োসিস
২.২২ গিনিপিগের ক্ষেত্রে bbRR এবং bbRr জেনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই ?
Ans. না
২.২৩ মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফেনোটাইপিক অনুপাতটি লেখো ।
Ans. 9:3:3:1
২.২৪ লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো ।
Ans. পাতার উভয়তলে লবণগ্রন্থি দেখা যায় |
২.২৫ নীচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত । সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো : স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান, PBR, স্থানীয় জীবসম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী পরম্পরাগত বিশ্বাস, স্থানীয় জীবসম্পদের স্থিতিশীল ব্যবহার ।
Ans. PBR
২.২৬ সিংগালিলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম লেখো ।
Ans. রেড পান্ডা |