আলো : মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশান

আলো অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর

আলো অধ্যায়ের সঠিক উত্তর নির্বাচনধর্মী প্রশ্ন

1. একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনততলে আপতিত হয়ে যথাক্রমে r ও v প্রতিসরন কোণ উৎপন্ন করলে নীচের কোনটি সঠিক ? [MP-20]

(a) r = v (b) r = 1/v (c) r > v (d) r < v

উঃ- r < v

2. একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হল । এই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ হল [MP-20]

(a) 0° (b) 180° (c) 90° (d) 360°

Ans. (b) 180°

3 . নীচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি ? [ MP 2019 ]

(a) X -রশ্মি (b) γγ -রশ্মি (c) অবলোহিত রশ্মি (d) অতিবেগুনি রশ্মি

Ans. (c) অবলোহিত রশ্মি |

4. প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে 45° ও 30° হলে কৌণিক চ্যুতির মান হবে [ MP 2019 ]

(a) 75° (b) 15° (c) 7.5° (d) 37.5°

Ans. (b) 15°

5. একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে । বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি ? [ MP 2018 ]

(a) সদ ও অবশীর্ষ (b) অসদ ও অবশীর্ষ (c) সদ ও সমশীর্ষ (d) অসদ ও সমশীর্ষ

Ans. অসদ ও সমশীর্ষ |

6. কোনো আলোকরশ্মির একটি স্বচ্ছ কাঁচের স্ল্যাবের ওপর লম্বভাবে আপতিত হলে, এর চ্যুতি কোণ কত হবে ? [ MP 2018 ]

(a) 0° (b) 180° (c) 30° (d) 90°

Ans. 0°

7. প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে-বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি ? [MP-17]

(a) লাল (b) হলুদ (c) বেগুনি (d) সবুজ

Ans. (a) বেগুনি |

8. গোলীয় দর্পনের বক্রতা ব্যাসার্ধ ‘ r ‘ এবং ফোকাস দৈর্ঘ্য ‘ f ‘ এর মধ্যে সম্পর্কটি হল- [MP-17]

(a) f=2r (b) r = 2f (c) r = f (d) r = 3f

উঃ- r = 2f

9. একটি অবতল দর্পনের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি. হলে দর্পনটির ফোকাস দৈর্ঘ্য হবে- [MP-22]

(a) 20 সেমি.(b) 15 সেমি.(c) 10 সেমি. (d) 40 সেমি.

উঃ- 10 সেমি.

10. দন্ত চিকিৎসকগণ ব্যবহার করেন- [MP-22]

(a) উত্তল দর্পন (b) উত্তল লেন্স (c) অবতল দর্পন (d) অবতল লেন্স।

উঃ- অবতল দর্পন।

নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও

1. আলোকের বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও । [MP 2017]

Ans. রামধনু |

2. কোন ধরনের লেন্সের দ্বারা হ্রস্বদৃষ্টির প্রতিকার করা যায় ?[MP 2017]

Ans. অবতল লেন্স |

3.আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে কোনটি বড়ো ? [MP 2018]

Ans. আলোকরশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে আপতন কোণ ও প্রতিসরণ কোণের মধ্যে আপতন কোণ বডো হয়।

4. মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয় ?[MP 2018]

Ans. মোটরগাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহৃত হয়।

5. একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতাকেন্দ্র দিয়ে গেলে আপাতন কোণ কত হবে ? [MP 2019]

Ans. একটি আলোকরশ্মি অবতল দর্পণের বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোণ হবে 0°।

6. একটি প্রিজমের কয়টি আয়তাকার তল আছে ? [MP 2019]

Ans. একটি প্রিজমের তিনটি আয়তাকার তল আছে।

7. গোলীয় দর্পণের মেরু বলতে কি বোঝায় ?[MP 2020]

Ans. গোলীয় দর্পণের মেরু—গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলে।

8. X-রশ্মির একটি ব্যবহার লেখো । [MP 2020]

Ans. X রশ্মির একটি ব্যবহার—শল্য চিকিৎসায় X রশ্মি ব্যবহার করা হয়।

9. কোন লেন্স সমান্তরাল আলোকরশ্মি গুচ্ছকে অপসারী আলোকরশ্মি গুচ্ছে পরিণত করে ? [MP-16]

উঃ- অবতল লেন্স।

10. প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর বিচ্যুতি নুন্যতম হবে ? [MP-16]

উঃ- লাল বর্ণের আলোর বিচ্যুতি নুন্যতম হবে ।

11. গোলীয় দর্পনের মেরু বলতে কী বোঝায় ? [MP-20]

উঃ- একটি গোলীয় দর্পনের প্রতিফলক তলের মধ্যবিন্দুকে ওই দর্পনের মেরু বলে।

12. মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পন ব্যবহার করা হয়? [MP-22]

উঃ- অবতল দর্পন।

13. কোনোও দর্পনে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোটো দৈর্ঘ্যের অসদ প্রতিবিম্ব গঠিত হতে পারে কী? [MP-22]

উঃ- হ্যাঁ পারে, উত্তল দর্পনে বস্তুর দৈর্ঘ্যের তুলনায় ছোটো দৈর্ঘ্যের অসদ প্রতিবিম্ব গঠিত হতে পারে।

14. লাল ও নীল বর্ণের আলোর জন্য কোনও মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে μr ও μb হলে কোনটির মান বেশি? [MP-22]

উঃ- μb

15. কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর বেগের উপর কিভাবে নির্ভরশীল ? [MP-17]

উঃ- আলোর গতিবেগ বাড়লে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়ে।

16. উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টি ত্রুটি প্রতিকার করা হয় ? [MP-19]

উঃ- দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া প্রতিকার করা হয়।

West Bengal Madhyamik Physical Science Light Suggestion | Class ten Physical Science light Suggestion| Physical Science Suggestion for Madhyamik| Dosom srenir voutobiggan Suggestion| WBBSE Physical Science Suggestion| Important Questions Answer for Madhyamik Exam| Model Question paper Madhyamik Physical Science Exam | Madhyamik Physical Science Suggestion |Madhyamik Physical Science Suggestion| Rlearn Education |Samrat Exclusive Suggestion| Ready Steady go Madhyamik Suggestion| Madhyamik Challengers Suggestion|Khan sir Suggestion| Rafi Ahmed Jewel Sir Suggestion|Rlearn Education.

Comments 1

Rlearn Education