Madhyamik Geography Questions 2020
মাধ্যমিক ভূগোল 2020 সালের প্রশ্নের সমাধান : অতিসংক্ষিপ্ত
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১x১৪=১৪
১.১ যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে —
(ক) আবহবিকার (খ) পর্যায়ন প্রক্রিয়া (গ) অন্তর্জাত প্রক্রিয়া (ঘ) পুঞ্জক্ষয় প্রক্রিয়া
Ans. (ঘ) পুঞ্জক্ষয় প্রক্রিয়া
১.২ মরু সমপ্রায়ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায় —
(ক) ইয়ার্দাঙ (খ) জুইগেন (গ) বালিয়াড়ি (ঘ) ইনসেলবার্জ
Ans. (ঘ) ইনসেলবার্জ
১.৩ অশ্ব অক্ষাংশ অবস্থিত —
(ক) নিরক্ষীয় নিম্নচাপ বলয়
(খ) উপক্রান্তীয় উচ্চচাপ বলয়
(গ) মেরু বৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়
(ঘ) মেরু উচ্চচাপ বলয়
Ans. (খ) উপক্রান্তীয় উচ্চচাপ বলয়
১.৪ দিনরাতের তাপমাত্রার পার্থক্য সবচেয়ে বেশি দেখা যায় —
(ক) নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে
(খ) উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে
(গ) ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে
(ঘ) ভুমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে
Ans. (খ) উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে
১.৫ সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে —
(ক) বায়ুপ্রবাহ (খ) পৃথিবীর পরিক্রমণ (গ) মগ্নচড়া (ঘ) সব কটিই প্রযোজ্য
Ans. (ক) বায়ুপ্রবাহ
১.৬ কোনো স্থানের জোয়ার ও ভাটার প্রকৃত ব্যবধান প্রায় —
(ক) দু- ঘণ্টার বেশি (খ) ছয় ঘণ্টার বেশি (গ) চার ঘন্টার বেশি (ঘ) আট ঘন্টার বেশি
Ans. (খ) ছয় ঘণ্টার বেশি
১.৭ যানবাহনের কার্বনকনা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয়—
(ক) পরিস্রাবক ঘুর্ণয়ণ (খ) তাড়িতিক অধঃক্ষেপক (গ) স্ক্রাবার (ঘ) আস্তরণযুক্ত অ্যালুমিনা
Ans. (গ) স্ক্রাবার
১.৮ ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হল —
(ক) নিরক্ষরেখা (খ) মকরক্রান্তি রেখা (গ) মূল মধ্যরেখা (ঘ) কর্কটক্রান্তি রেখা
Ans. (ঘ) কর্কটক্রান্তি রেখা
১.৯ গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম হল —
(ক) কোলেরু (খ) পুলিকট (গ) চিল্কা (ঘ) ভেম্বনাদ
Ans. (ক) কোলেরু
১.১০ ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটি হল —
(ক) কূপ ও নলকূপ (খ) জলাশয় (গ) খাল (ঘ) ফোয়ারা
Ans. (ক) কূপ ও নলকূপ
১.১১ ভারতের পশ্চিমীঝঞ্জা দেখা যায় —
(ক) গ্রীষ্মকালে (খ) শরৎকালের (গ) বর্ষাকালে (ঘ) শীতকালে
Ans. (ঘ) শীতকালে
১.১২ সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় —
(ক) ইক্ষু চাষে (খ) চা চাষে (গ) পাট চাষে (ঘ) কফি চাষে
Ans. (ক) ইক্ষু চাষে
১.১৩ পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত —
(ক) জুনপুটে (খ) কোলকাতায় (গ) শঙ্করপুরে (ঘ) হলদিয়ায়
Ans. (ঘ) হলদিয়ায়
১.১৪ ট্রপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হ’ল —
(ক) বাদামি (খ) কালো (গ) লাল (ঘ) নীল
Ans. (ক) বাদামি |
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো ( যেকোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও) : ১ x ৬ = ৬
২.১.১ ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হ’ল দেবপ্রয়াগ ।
Ans. শুদ্ধ
২.১.২ মিস্ট্রাল একটি উষ্ণ স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত হয় ।
Ans. অশুদ্ধ
২.১.৩ এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয় ।
Ans.
২.১.৪ সূর্য, চাঁদ এবং পৃথিবীর সরলরৈখিক অবস্থানকে সিজিগি বলে ।
Ans. শুদ্ধ
২.১.৫ পুনর্নবীকরণের ফলে পুরানো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায় ।
Ans. শুদ্ধ
২.১.৬ শিবালিক পর্বতের পাদদেশে নুড়ি, পলি ও বালি গঠিত মৃত্তিকাকে বেট বলে ।
Ans. অশুদ্ধ
২.১.৭ উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক ।
Ans. শুদ্ধ ( অশুদ্ধ হতে পারে )
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো ( যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও ) : ১ x ৬ = ৬
২.২.১ আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে _______ বলা হয় ।
Ans. নগ্নীভবন
২.২.২ মরুঅঞ্চলে বায়ুর _______ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয় ।
Ans. অপসারণ ক্ষয়
২.২.৩ বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে, বায়ুর গতিবেগ _______ পায় ।
Ans. বৃদ্ধি
২.২.৪ সমুদ্রের শীতল জল মেরু অঞ্চল থেকে _______ স্রোত রূপে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয় ।
Ans. শীতল/অন্তঃ
২.২.৫ ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ হল NH _______ ।
Ans. 7/44
২.২.৬ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা _______ এ অবস্থিত ।
Ans. বেঙ্গালুরু
২.২.৭ বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় _______ বর্জ্য ।
Ans. ইবর্জ্য
২.৩ একটি বা দুটি শব্দের উত্তর দাও (যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও ) : ১ x ৬ = ৬
২.৩.১ পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কী ?
Ans. আলাস্কার দুবার্ড হিমবাহ
২.৩.২ ভূপৃষ্ঠের কোন অঞ্চলের উপর বায়ুমন্ডলে প্রথম ওজোন গহ্বর আবিষ্কৃত হয়েছে ?
Ans. অ্যান্টার্কটিকা/কুমেরু/দক্ষিণ মেরু
২.৩.৩ পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কী ?
Ans. পালঘাট/ভোরঘাট
২.৩.৪ কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে ?
Ans. কয়াল
২.৩.৫ ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম লেখো ।
Ans. যোগ/গেরসোপ্পা/মাহাত্মা গান্ধি প্রপাত
২.৩.৬ ভারতের কোন শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয় ?
Ans. কলকাতা
২.৩.৭ ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি ।
Ans. উত্তরপ্রদেশ
২.৩.৮ উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয় ?
Ans. FCC বা ছদ্ম রঙে/ত্রিমাত্রিক ডিজিটাল আলোকচিত্র রূপে।
২.৪ বামদিকে সাথে ডানদিকের গুলি মিলিয়ে লেখো : ১ x ৪ = ৪
Ans. ২.৪.১(৩), ২.৪.২(১), ২.৪.৩ (৪),২.৪.৪(২)
[…] Madhyamik Geography Questions 2019 […]
[…] মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2020 সমাধান […]