বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের 2 নম্বরের সাজেশন প্রশ্ন :
1. পর্যায়ন বলতে কী বোঝো?
2. প্লাবন সমভূমি কী? [ME- ’14, ‘09,05]
3. ধারণ অববাহিকা কী? [পর্ষদ নমুনা প্রশ্ন]
4. স্বাভাবিক বাঁধ কী? [ME – ’11, ’04]
5. মন্থকূপ কী? [ME – 14, ’03]
6. পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়? [ME -’17]
7. টীকা লেখো : পলল শঙ্কু। [ME – 12, ’08]
নদীবাঁক কী? [ME-16, 05]
8. নদীবাঁক কী? [ME-16, 05
9. আবদ্ধ শৈলশিরা কাকে বলে? [ME-02]
10. টীকা লেখো : জলপ্রপাত। [ME’08]
11. টীকা লেখো : বদ্বীপ। [ME- 07]
12. টীকা লেখো : গিরিখাত। [ME-05]
13. ষষ্ঠঘাতের সূত্র কী?
14. অবঘর্ষ কী? [ME-05,07]
15. বার্গস্রুন্ড কাকে বলে? [ME-17]
16. হিমরেখা কাকে বলে? [ME-09]
17. ঝুলন্ত উপত্যকা কাকে বলে? [ME’05,00]
18. ‘ডিমের ঝুড়ি’ বলতে কী বোঝো? [ME-13,00]
অথবা, ক্রেভাসের মধ্যে অনেক ফাটল থাকে কেন?
20. করি হ্রদ কী?
21. ক্রেভাস কী?
22. টীকা লেখো : ইয়ার্দাঙ। [ME- 03, 200]
23. বালিয়াড়ি কী? [ME- 04, ’00]
24. দক্ষিণ গোলার্ধের দুটি উষ্ণ মরুভূমির নাম লেখো।
25. ধ্রিয়ান কাকে বলে? [ME-09]
26. মরূদ্যান কাকে বলে? [ME-06]
27. লোয়েস সমভূমি কাকে বলে? [ME – 14, ‘12,96]
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরুপ অধ্যায়ের 3 নম্বরের সাজেশন প্রশ্ন
1. জলপ্রপাত ও ক্যানিয়ন কীভাবে সৃষ্টি হয়? [ME – 14]
★ 2. জলপ্রপাত সৃষ্টির অনুকূল পরিবেশগুলি কী কী? [ME-’14, ’09]
★ 3. জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায় কেন?
★ 4. অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয়?
★ 5. নদীর নিম্নভূমিতে প্লাবনভূমি সৃষ্টি হতে দেখা যায় কেন?
★ 6. হিমবাহ উপত্যকা ‘U’ আকৃতির হয় কেন?
★ 7. ঝুলন্ত উপত্যকা কীভাবে গঠিত হয়? [ME – ’08]
★ 8. গ্রাবরেখা কীভাবে সৃষ্টি হয়? [ME – ’12, ’09, ’03]
9. টীকা লেখো : হিমদ্রোণী। [ME-02]
10. টীকা লেখো : করি ও অ্যারেৎ। [ME – ‘00]
★ 11. ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন?
★★ 12. হিমরেখা সর্বত্র ও সর্বকাল স্থায়ী হয় না কেন?
★ 13. পর্বতগাত্রে হিমবাহের সঞ্চয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের বিবরণ দাও।
14. নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকার তিনটি পার্থক্য লেখো। [ME’07]
★★15. রসে মতানে ও ড্রামলিনের পার্থক্য লেখো। পর্ষদ নমুনা প্রশ্ন
★ 16. নদীর নিম্নভূমিতে প্লাবনভূমি সৃষ্টি হতে দেখা যায় কেন?
★ 15.লোয়েস কী? চিত্রসহ আলোচনা করো। [ME-12, 14]
★★ 16. মরুভূমি অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য পায় কেন? [ME – ’17]
17. বাৰ্খান কাকে বলে? [ME-06]
18. মরুদ্যান কীভাবে সৃষ্টি হয়? [ME – ’06]
★ 19. বাৰ্খান ও ইয়ার্দাঙ-এর মধ্যে পার্থক্য লেখো।
অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির তিনটি পার্থক্য লেখো। [ME-16
★★ 20. জিউগেন ও ইয়ার্দাঙ-এর পার্থক্য লেখো।
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ অধ্যায়ের 5 নম্বরের সাজেশন প্রশ্ন
1. হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা দাও। [ME – 14, ’10, 06, ’03] পর্ষদ নমুনা প্রশ্ন
2. গঙ্গা-পদ্মা-মেঘনার বদ্বীপ অঞ্চলের (সুন্দরবন) ওপর পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচনা করো। [ME-15]
3. হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট যে-কোনো দুটি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। [ME – ’04, ]
4. বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত তিনটি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও | [ MP 2006,2008, 2011, 2016 ]