মাধ্যমিক পরীক্ষার সময়সূচী | মাধ্যমিক পরীক্ষার রুটিন | মাধ্যমিক ২০২৫ পরীক্ষার সময়সূচী
১৪ ফেব্রুয়ারি ২০২৫ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বলে ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই ঘোষণার ১৫ দিনের মধ্যেই ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচী পরিবর্তন হয়ে গেলো |
রবিবার রাতের দিকে মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল যে ২০২৫ সালে ১২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে মাধ্যমিকের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করা হয়নি। তা ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের সময় ঘোষণা করা হবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে | ২০২৫ সালের মাধ্যমিকে কবে কোন বিষয়ের পরীক্ষা হবে, তা ২০২৪ সালের ফলপ্রকাশের সময় ঘোষণা করবে পর্ষদ |
গত ১২ ফেব্রুয়ারি বিকাশ ভবনে সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করে দিয়েছিলেন যে ১৪ ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে বলে ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী। শুধু তাই নয়, কবে কোন বিষয়ের পরীক্ষা হবে, সেটাও ঘোষণা করে দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার ভিত্তিতেই সেই সূচি নির্ধারণ করা হয়েছে বলে দাবি করেছিলেন শিক্ষামন্ত্রী |
Hi, I truly appreciate what you posted. Could we discuss your topic in more detail on AOL? I think you might be the expert in this sector I need to help me with my issue. It will be a pleasure to talk to you.
Thank you I have just been searching for information approximately this topic for a while and yours is the best I have found out so far However what in regards to the bottom line Are you certain concerning the supply