সম্পাদ্য: Madhyamik Ganit Suggestion 2024
সম্পাদ্যের 5 Marks মাধ্যামিক অঙ্ক সাজেশন:
প্রশ্ন : 2.5 সেমি ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো । বৃত্তের কেন্দ্র থেকে 7 সেমি. দূরে কোনো বহিঃস্থ বিন্দু থেকে ওই বৃত্তের দুটি অথবা একটি স্পর্শক অঙ্কন করো ।
এরকম প্রশ্ন আসবে অবশ্যই শুধু 7 সেমি এবং 2.5 সেমি এর জায়গায় অন্য কিছু দিতে পারে |
প্রশ্ন : ABC একটি ত্রিভুজ অঙ্কন করো যার BC= 7 সেমি. , AB =5 সেমি. এবং AC = 6 সেমি. । ABC ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো । (কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে )
অনুরূপ প্রশ্ন : 6 সেমি বা 7 সেমি বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো |
অনুরূপ প্রশ্ন 6.7 সেমি বাহুবিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো যার বাহুসংলগ্ন কোন দুটি যথাক্রমে 75⁰ ও 55⁰ | ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো |
প্রশ্ন: জ্যামিতিক উপায়ে √15, √21, √35, √23, √29, √24–– এর মান নির্ণয় করো।
অনুরূপ প্রশ্ন 7 সেমি এবং 3 সেমি দৈর্ঘ্যের মধ্যসমানুপাতী অঙ্কন করো
অনুরূপ প্রশ্ন 6 সেমি এবং 4 সেমি দৈর্ঘ্যের মধ্যসমানুপাতী অঙ্কন করো
অনুরূপ প্রশ্ন 5 সেমি এবং 3 সেমি দৈর্ঘ্যের মধ্যসমানুপাতী অঙ্কন করো |