মাধ্যমিক ভূগোল সাজেশান 2024

রচনাধর্মী প্রশ্ন : মান-5

1. হিমবাহ অথবা বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের চিত্রসহ বর্ণনা |*****

2. জোয়ার-ভাটা সৃষ্টির কারণ |

3. ভূমধ্যসাগরীয় জলবায়ুর কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করো |

4. পশ্চিম ভারতে তথা মুম্বাই-আমেদাবাদ অঞ্চলে কার্পাস বস্ত্রবয়ন শিল্প উন্নতির কারণ লেখো |******

5. সমুদ্রস্রোতের পাঁচটি প্রভাব লেখো |

6. কফি, চা, ইক্ষু, উৎপাদনের অনুকূল পরিবেশ আলোচনা করো |******

7. ভারতে পরিবহনের গুরুত্ব আলোচনা করো |

8. প্রস্থ বরাবর হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ |

9. বিশ্ব উষ্ণায়নের প্রভাব আলোচনা করো |

সংক্ষিপ্ত প্রশ্ন : মান- 3

1. জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখো। অথবা, জীব বিশ্লেষ্য ও জীব অবিশ্লেষ্য বর্জ্য পদার্থের মধ্যে পার্থক্য লেখো।
2. গিরিখাত ও ক্যানিয়ন এর মধ্যে পার্থক্য?

3. রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য?

4. বদ্বীপ গঠনের অনুকূল পরিবেশ বা শর্ত লেখ?
5. হিমারেখার উচ্চতা সব ঋতুতে ভিন্ন হয় কেন ?
6. গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলি কী কী?
7. ইউট্রোফিকেশন কী?
8. চিকিৎসা-সংক্রান্ত বর্জ্য পদার্থ সম্পর্কে কী জানো?
9. পরিবেশে বর্জ্য ব্যবস্থার তিনটি প্রভাব লেখো |
10. বর্জ্য পদার্থ কাকে বলে? প্রকৃতি অনুসারে বর্জ্যের উদাহরণসহ শ্রেণিবিভাগ করো।

11. বৈপরীত্য উষ্ণতা কাকে বলে? কিভাবে সৃষ্টি হয়?
12. স্থলবায়ু ও সমুদ্র বায়ুর পার্থক্য লেখ।
13. ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাত এর পার্থক্য লেখ?

14. সমুদ্রতরঙ্গ ও সমুদ্রস্রোতের পার্থক্য লেখ?
15. জোয়ার ভাটার সুফল কুফল লেখ?

16.জৈব ভঙ্গুরও জৈব অঙ্গুর বর্জ্যর পার্থক্য লেখ?
17. 3R ও 4R কি?
18. বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখ?

19.মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের উপায় বা সংরক্ষণের উপায়?
20. বহুমুখী পরিকল্পনা কাকে বলে উদ্দেশ্য লেখ?
21. ভারতে কৃষির কয়েকটি সমস্যা লেখো |

22. ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ কি?
23. নগরায়নের তিনটি সমস্যা লেখ?

24. ভূবৈচিত্র সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য লেখ।
25.উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব লেখো?

Comments 2

  • Attractive section of content I just stumbled upon your blog and in accession capital to assert that I get actually enjoyed account your blog posts Anyway I will be subscribing to your augment and even I achievement you access consistently fast

  • Hi, I really enjoy your article. Could we continue to communicate about your posts on AOL? I need a specialist in this field to solve a problem I’m having. Perhaps you could be that person. I look forward to speaking with you.

Rlearn Education